প্রিয় শ্যামাঙ্গিনী,
আজ তুমি ভিন্ন আকাশের এক অন্য রমণী। জানিনা তুমি এতটা দূরত্বে কতোটা ভাল আছো, যেখানেই থাকো যেমনই থাকো নিজেকে জুড়ে বাচো। তুমি নাই বা এলে কোনোদিন সামনে আর, তোমায় ভাবতেই হৃদ স্পন্দন বেড়ে যায় প্রতিবার। যদি জমকালো রঙে ডুবে গিয়ে থাকো ভুলে গিয়ে থাকো আমাকে, আমি না হয় প্রহর গুনবো ভাবনার আকাশে আঁকবো তোমাকে।
তুমি নাই বা হলে আমার আমি তাতেও মহা সুখি, ভাবনার ঘরে এখনো তুমি প্রিয়তমা নামে ছোট্ট খুকি। সখ ছিলো আমার ও খুব পুরোটা জুড়ে তোমার হতে, স্বপ্ন গুলো তেমনই রইলো চিঠিগুলোও আজ আমারই হাতে।
পরিশেষে শুধু একটাই কথা, বুকে রয়ে গেলো তোমায় না পাওয়ার ব্যাথা। তোমাকে ছাড়া দিন চলে যাচ্ছে ভালই আছি ভালো থেকো, অপরিচিত রূপে হলেও কোনোদিন আমার চিলেকোঠারে পা রেখো।
ইতি
তোমার কবি