আপনারা যারা অসাধারণ মজার মজার হাসির ধাঁধা খুঁজছেন আজকের পোস্টটি তাদের জন্য। কেননা আজকের এই পোস্টে আমি এমন কিছু মজার হাসির ধাঁধা তুলে ধরেছি যা পড়লে আপনি হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে। বেশিরভাগ ছোট ছেলেমেয়েরা ধাঁধা ধরে থাকে। তারা তাদের দাদা-দাদির কাছ থেকে অথবা বড় আপুদের কাছ থেকে নানান ধরনের ধাঁধা শুনি সেগুলোর প্রতি আগ্রহ প্রকাশ করে। অনেকে আবার ধাঁধা পছন্দ করে। যার কারণে তারা গুগল থেকে সার্চ করে থাকে। চলুন এবার দেখে নেয়া যাক অসাধারণ হাসির সব বাংলা ধাঁধা উত্তর সহ।
বাংলা ধাঁধা
> তিন অক্ষরে নাম মোর, নারীর চোখে রাখে, প্রথমটা কে, দিলে বাদ সবাই মোড়ে ধরে রাখে ⇒ কাজল
> উপরটা ভাই শক্ত, ভেতর কিন্তু নরম, খেতে ভারি মজা লাগে, খাও যদি গরম গরম ⇒ ডিম
> চার চার অক্ষরে নাম তার, সেটা একটা ফল, উপরে সবুজ ভাই, ভেতরে লাল ⇒ তরমুজ
> চিঠি চিঠি পাতাগুলি নানা ছবি ধরে, একটা হারাইলে কলিজা ফেটে মরে ⇒ কাগজের টাকা
> ঘর আছে দুয়ার নাই মানুষ আছে কথা নাই ⇒ কবর
> লোহার খুঁটি কাচের ঘর তার মধ্যে আছে আলোর বর ⇒ হারিকেন
> জলের মধ্যে জন্ম হলো দুই অক্ষরের প্রাণী, শেষের অক্ষর বাদ দিলে হয় মহারানী ⇒ মাছ
> ছোট একটা গাছে রাঙা বউ নাচে ⇒ মরিচ
> সাগরে জন্ম আমার, থাকি সবার ঘরে, পানির পরশ পেলে যায় তবে মরে ⇒ লবণ
> খোদার কি কুদরত লাঠির ভেতর শরবত ⇒ আখ
> চলিতে চলিতে তার চলা হল ভার, মাথাটি কাটিয়া দিলে চলিবে আবার ⇒ পেন্সিল
> ঘষা দিলে মিটে আসা নইলে সব নিরাশা ⇒ দিয়াশলাই
> আগে কেটে বাগ বসাইলাম চারা, ফুল নাই ফল নাই পাতাতেই ভরা ⇒ পান
> উঠান ঠন ঠন ঘন্টায় বাড়ি কোন ছাগলের মুখে দাড়ি ⇒ রসুন
> বাঘের মত লাফ দেয়, কুকুর হয়ে বসে, পানির মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে ⇒ ব্যাঙ
বাংলা ধাঁধা উত্তর সহ
> পাঁচ অক্ষরের ইংরেজি নাম সবার ঘরে আছে, প্রথম অক্ষর কেটে দিলে সবার মাথায় নাচে ⇒ চেয়ার
> এক শিং বার ঠ্যাং কোন প্রাণীর আছে জলেতে বাস করে ডিম পাড়ে গাছে ⇒ চিংড়ি মাছ
> আমি যাকে আনতে গেলাম তাকে দেখে ফিরে এলাম সে যখন চলে গেল তারে আমি নিয়ে এলাম ⇒ বৃষ্টির পানি
> হাত আছে পা নাই মাথা তার বেটা আস্ত মানুষ গিলে খায় বুক তার কাটা ⇒ জামা
> নহি আমি বৃক্ষ তবু শাখা আছে মোর সব সময় থাকি আমি মাথার উপর ⇒ হরিণের শিং
> দিন করি শত শত বিয়া কাবিন নাহি হয় ছেলে মেয়ের মালিক আমি কোন কালে নয় ⇒ মোরগ
> মুখ দিয়ে বমি করে রক্ত কালো কালো, মোটা আমার সবার কাছে জিনিসটা খুব ভালো ⇒ কলা
> পন্ডিত এর সাথে আলাপ করে মূর্খের সাথে রাগ করে ⇒ বই
> চার কলসি দুধে ভরা ঢাকনি ছাড়া উপুর করা ⇒ গাভীর দুধের বান
> হাত নেই পা নেই গড়গড়িয়ে যায় চামড়া নাইকো পিঠে সর্বলোকে খাই ⇒ পানি
হাসির ধাঁধা
> ছোট ছোট পোলাপান দুধ ভাত খায় বড় বড় সাথে লড়াই করতে যায় ⇒ মাছি
> 3 টক্কর লোহা আমার নেইকো ফক্কর ⇒ কুঠার
> পাখা নাই উড়ে চলে মুখে নাহি ডাকে বুক চিরে আলো ছোটে চিনো কি থাকে ⇒ মেঘ
> খাল খাল বরিশাল খান নিল চরে বৃন্দাবনে আগুন লাগাইলি কে নিভাইতে পারে ⇒ সূর্য
> তিন তক্তার নাও খানি 16 দারে বাই, কেমন সুন্দর নাও খানি শুকনা দিয়া যায় ⇒ মই
> উপর থেকে আইলো পাখি শনশন কইরা মরা পাখি ধান খায় কটকট কইরা ⇒ ঢেঁকি
> শত শত দাঁত দিয়ে তোলে পোকা বল হে কোন জন ⇒ চিরুনি
বিয়ের ধাঁধা
> ঘরের পিছনে গাই কেক বিয়ানে আর নাই ⇒ কলাগাছ
> গাছের নাম মুগুর মুতা, এক ডালে এক পাতা, গোড়ায় ধরে ফল এইতো ভাই মজার কল ⇒ কচু
> মেয়ে লোকের হাতে নাচে সাত শত মুখ কার আছে ⇒ চালনি
> হাত নাই পাও নাই রসিক নাগর, অনায়াসে পার হয় অকূল সাগর ⇒ সাপ
> কালো হরিণ থাকে কালো পাহাড়ের দশজন ধরে আনে দুইজনে মারে ⇒ উকুন
> চক থেকে এলো সাহেব কোট প্যান্ট পড়ে, কোট প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে ⇒ পেঁয়াজ
বাংলা ধাঁধা প্রশ্ন
> 13 মাস বয়সে তে হয় ছেলের মা ছেলে হয় গণ্ডায় গণ্ডায় এ কেমন মা ⇒ কলাগাছ
> আসেন জামাই বসেন বিয়াই বাড়ির সকলে কেমন আছেন ভাই ⇒ নাতিন জামাই
> চার পায়ে বসি আট পায়ে চলি, বাঘ নয়, ভাল্লুক নয় আস্ত মানুষ গিলি ⇒ পালকি
> আম নয় জাম নয় গাছে নাহি ফলে তবু সবাই তারে ফল নাম বলে ⇒ পরীক্ষার ফল
> জলেতে জন্ম যার, জলে ঘরবাড়ি, ফকির নহে ওঝা নয় মুখে তার দাড়ি ⇒ চিংড়ি
Read More
ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া ও সময়সূচী