হাসির ছন্দ , মিষ্টি হাসির ছন্দ

100+ হাসির ছন্দ – মিষ্টি হাসির ছন্দ

আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি হাসির ছন্দ। হাসি মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা সকলেই জানি হাসলে মন ভালো থাকে। আর তাই আজকে আপনাদের হাসানোর জন্যে নিয়ে এসেছি মিষ্টি হাসির ছন্দ। যে ছন্দগুলো করলে আপনি অবশ্যই হাসবেন এবং অন্যদেরও হাসাতে পারবেন। আপনি যদি হাসতে চান তবে অবশ্যই নিচের লেখা ছন্দগুলো ভালো করে পড়ুন।

হাসির ছন্দ

> জানু আমি তোমারে আমার মনের মধ্যে রাখবো , মজা লইস না কথা বুইঝা কইছস তো, আমার ওজন সহ্য করতে পারবি তো।

> ঐখানে মোর জিএফ এর কবর ডালিম গাছের তলে আছাড় দিয়া মাইরালাইছি আদর করবার ছলে।

> অফিসে বসে স্বামি ফেসবুকে পোষ্ট দিলো: পাখি হয়ে উড়ে যেতে চাই মধ্য গগনে🕊️🕊️ সাথে সাথে বউ এর কমেন্ট : মাটিতে পা পড়লে সবজি নিয়ে এসো নিজ ভবনে

> চাচা ভেবে আনফ্রেন্ড করবেন না চাচার আইডি চাচার মেয়েরাই চালায়।

> শূন্য বিছানাতে দুষ্টু বউ অনেক ভালো।

> যখন প্রেম করতাম মাসে দুবার তোমাকে ছেলেপক্ষ দেখতে আসবে শুনতাম। অথচ আজ 5 বছর হয়ে গেল তোমার বিয়ে হয়নি। এটাকেই বলে Marketing.

> ভোর হলো Door খোলো স্বামী গুলো উঠোরে, থালাবাসন রাখা আছে ভালো করে মাজরে।

> রাত বারোটা বাজলে ঘড়ির কাঁটা একটি আরেকটির উপরে উঠে যায়। আর আমরা তো মানুষ মাত্র।

> বিয়ের পর বউয়ের মুখে শুনেছি তার প্রতিটি জিনিসের প্রতি তার ছোট বোনের খুব লোভ। সে নাকি সেগুলো একবার ব্যবহার করে দেখবেই। তাইতো আমি এখনো আশায় আছি কখন আমাকে ব্যবহার করবে।

> প্রকৃত স্বামী তো সেই যে বউয়ের কষ্ট থেকে আরেকটা বউ ঘরে আনি।

> রেস্টুরেন্টে গেছিলাম। সবাই দেখি তাদের bf নিয়ে বসে আছে সিট খালি নাই। আমি ফোনটা কানে নিয়ে জোরে জোরে চিল্লাইয়া বললাম। “বন্ধু তুই কই? তোর gf দেখি আরেকটা ছেলের সাথে রেস্টুরেন্টে বসে আছে “।অতঃপর দেখি ৫-৬টা মেয়ে উঠে পালাচ্ছে। ব্যাস সিট খালি,খেতে বসে গেলাম। আমি কি কাউকে গালি দিয়েছি?

> প্রাক্তনের গোপনীয়তা রক্ষা করা আপনার দায়িত্ব কারন প্রাক্তন ও একদিন আপনার ভালোবাসা ছিল।

মিষ্টি হাসির ছন্দ

#ডাক্তার : তুমি পাগল হলে কিভাবে….??? #পাগল : পাগল হইছি কি সাধে…??!! আমি এক বিধবা মহিলারে বিয়ে করছিলাম!!!! তার এক যুবতী মেয়ে ছিল। তাকে বিয়ে করল আমার বাবা!!!!! আমার মেয়ে হয়ে গেল আমার মা এবং আমি হয়ে গেলাম আমার বাবার শ্বশুর!!! তার ঘরে হলো একটা মেয়ে সে হলো আমার বোন কিন্তু আমি তার নানীর জামাই!! সে দিক থেকে সে আমার নাত্নীও। এভাবে আমার একটা পোলা হইলো। তো আমার পোলা হলো আমার বাপের সালা।। আর আমি আমার পোলার ভাইগ্না। ডাক্তার : চুপ কর সালা তুই আমারেও পাগল বানাইয়া ফেলবি।

তুমি বন্ধু মোটা পাখি ,,,,,,,,,,,আমি যেন কি? আমার টাকায় বাইক কিনে,,,,,,,,,,,,বসতে পারি নি।

চাচা – কি হয়েছে বাবা কাঁদতেছো কেন? ছাত্র – টিচার মারসে আমারে। টিচার জিজ্ঞেস করেছিল সুন্দরবন কি? আমি বলেছি একটা কুরিয়ার সার্ভিস। আমি বুঝলাম না আমাকে মারল কেন।

বাসর রাতে তেলাপোকা দেখে স্ত্রী বেহুশ। স্ত্রীর মুখে পানি ছিটাতে গিয়ে স্বামী বেহুশ। প্রশ্ন হলো স্বামী কেন বেহুশ হলো?

চাইলে আমি সব কাজকর্ম করে ফেলতে পারি কিন্তু করব না। কারণ আমি শুয়ে থাকব শুধু শুয়েই থাকবো।

আমার জানতে চাওয়া নিষ্পাপ মন, কোলবালিশ পুরুষ না মহিলা।

হাসির ছন্দ sms

রাত দশটা বেজে গেছে দুলাভাই তো এখনো বাড়ি আসলো না। মনে হয় অন্য মেয়েদের নিয়ে ফুর্তি করছে। একটা থাপ্পর দেবো সব সময় শুধু নেগেটিভ চিন্তা করিস। রাস্তায় গাড়ির নিচে চাপা পড়ে মরতেও তো পারে।

আমার আবার মালদ্বীপে যাইতে ইচ্ছা করতেছে। ওয়াও আগেও গেছিলা? না আগেও যাইতে ইচ্ছা করছিল।

সাদা সাদা!~কালা কালা!~কারেন্ট গেছে রাত্রিবেলা! ~আমি বলি বাতি জ্বা°লা। ~সর°কার বলে তুইও কালা রাতও কালা অন্ধকারে বইসা থাক সা*লা!

একজন বলল আমি নাকি অনেক___cute __Block করে দিছি__ যদি নজর লেগে যায়

ধুমপান বিষ পান, জেনে শুনে কেন খান,  ভালো যদি থাকতে চান, সিগারেট ছেরে গাঞ্জা খান!

আপনি যে নাম্বারে কল করেছেন!! —-সেটি এখন অন্য কলে ব্যস্ত আছে!! —-অনুগ্রহ করে সন্দেহ করুন!!

এত খাই মোটা হই না।

আমাকে পারিনা কভু দূরে থাকার জন্য করতে সদা প্রতিহত, এই মন প্রাণ আত্মাটা শুধু তোমাকে ভাবে দিন রাত যথাযত ।

খুজে দেখো মনের মাঝে, আছি আমি স্বপ্নের সাঁজে, তোমার ওই চোখের তারায়, হাজার স্বপ্ন এসে দাঁড়ায়, সুখের সে স্বপ্নের মাঝে পাবে তুমি আমায় ।

আমি গরু, আমি ছাগল, আমি বোকা, পাগল। নিরবে পড়ো না হয় সবাই শুনে যাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *