কাশফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও গান

কাশফুল নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, উক্তি ও কবিতা। কাশফুল নদীর দুধারে বেড়ে ওঠা অপরূপ সৌন্দর্যের আধার। এমন কোন মানুষ নাই যে কাশফুল পছন্দ করেনা। আমরা সকলেই কাশফুল পছন্দ করি এবং সেইসাথে কাশফুলের মাঝে ছবি তুলতে পছন্দ করি। নদী থেকে যখন পানি কমে যায় তখন কাশফুল তার সৌন্দর্য ছড়িয়ে থাকে তার পাশে। কাশ ফুলের সৌন্দর্য মনমুগ্ধকর। কাশফুল আমাদের মনকে উতলা করে থাকে।

যারা কাশফুল নিয়ে ফেসবুকে ক্যাপশন দিতে চান বা স্ট্যাটাস দিতে চান আজকের পোস্টটি তাদের জন্য সাজানো হয়েছে। আমাদের এই পোস্টে আপনি কাশফুল নিয়ে অসাধারন কিছু ক্যাপশন স্ট্যাটাস ও কবিতা পেয়ে যাবেন। তাই কাশফুল নিয়ে সুন্দর সুন্দর ক্যাপশন স্ট্যাটাস পেতে সম্পূর্ণ অংশ ভালো করে পড়ুন।

কাশফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন

> নদীর দু’ধারে কাশফুল হয়ে ওঠে সাদা, তোমায় দেখতে নেই কো আমার কোনো বাধা।

> হে কাশফুল তোমার সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে। তুমি কি বলতে পারো এত সৌন্দর্য তুমি পেয়েছো কোথায়?

> কাশ ফুলের সুগন্ধে আমি মেতে রই, আমায় বলো তুমি এত সুগন্ধ পেলে কই?

> কাশফুল হচ্ছে মেয়েদের ব্যবহৃত গহনার মত। যে গহনা পরে নদীর দুধার সৌন্দর্যে পরিপূর্ণ হয়।

> তুমি হয়তো অসংখ্য সুন্দর্য্যে পরিপূর্ণ ফুল দেখেছো। তবে মন কেড়ে নিতে কাশফুল অন্যতম।

> প্রেম নিবেদন করতে গোলাপ ফুল ব্যবহৃত হয়। কিন্তু প্রেমে পড়তে কাশফুলের প্রয়োজন হয়।

> একমাত্র কাশফুল তার প্রেমে পর্তে তোমাকে বাধ্য করবেই।

> কাশফুলের মাঝে আমরা দুজন হারিয়ে যেতে চাই। আর বলতে চাই তুমি আমার, আমি তোমার পার করব এই যুগ।

> একমাত্র কাশফুল তার প্রেমে পড়তে আমাকে বারবার বাধ্য করে। কেননা তাঁর সৌন্দর্যে আমি বিমোহিত।

> নীল আকাশে সাদা মেঘের মাঝে কাশফুল যেন প্রকৃতির অপরূপ সুন্দর্য্যে পরিপূর্ণ করে তোলে।

> প্রতিটি কাশফুলের মাঝে মিশে আছে তোমার আমার প্রেম কাহিনী ও ভালোবাসার এক অনন্য নিদর্শন।

কাশফুল নিয়ে ক্যাপশন

> একমাত্র কাশফুলের মাঝে মিশে আছে স্বর্গীয় সৌন্দর্যের ঠিকানা।

> কাশফুল যেখানে এত সুন্দর তো ভাবো স্বর্গ কতটা সুন্দর।

> এক ফোঁটা বৃষ্টি কাশফুল পেলে যেমন অপরূপ সৌন্দর্যের সেজে ওঠে। ঠিক তেমনি তোমাকে পেলে আমার মন আনন্দে ভরে উঠে।

> বিকেলের আদো আদো রোদে কাশফুল যেন তাঁর সৌন্দর্যে পরিপূর্ণ হয়ে ওঠে।

> তুমি কি স্বর্গীয় সৌন্দর্য পৃথিবীকে দেখতে চাও? তবে নদীর দুধার এর কাশফুল কে দেখো।

> যদি তুমি তোমার কষ্টে ভরা মনকে ভালো করতে চাও তবে কাশফুলের মাঝে চলে যাও।

> তুমি ছুয়ে দিলে কাশফুল তার অপরূপ সৌন্দর্যে আরো প্রাকৃতিক সৌন্দর্য বাড়িয়ে তোলে।

> ও কাশফুল তোমার অপরূপ সৌন্দর্য দেখার জন্য অধীর আগ্রহে বসে আছি আমি।

কাশফুল নিয়ে স্ট্যাটাস

> কাশফুল মানে অপরূপ সৌন্দর্যে সাজা এক বিকেল।

> আমার কাছে শরতের সবচেয়ে সুন্দর ফুলগুলো কাশফুল।

> কাশফুলের সুব্রতা চারদিকে ছড়িয়ে যাক, ফাটল ধরা দুঃখ যত মুছে যাক ঘুচে যাক।

> তোমাকে নিয়ে প্রথম ঘুরতে যাওয়া জায়গা ছিল নদীর ধারে কাশবন।

> কাশফুল কে ভালবেসে তৃপ্ত আমার মন, এমন ভাবে ভালবাসে কাশফুল কে কয়জন।

> কাশফুল ছিল তার খুব প্রিয় শুধু অপ্রিয় ছিলাম আমি।

> হাতে কাশফুল নিয়ে প্রথম প্রপোজ করা হয়েছিল তোমায়। আজও মনে ভেসে ওঠে সেই দিনের কথা।

কাশফুল নিয়ে কবিতা

শরৎ সেজেছে কাশফুলে
থরে বিথরে বালুচরে!
সাদা মেঘের শতদল উড়ছে
অপরূপা নীলাম্বরে!

ভাটির দেশে শুভ্র কাশবন
কেড়ে নিয়েছে মন,
নদীর তীর কত যে নিবিড়;
মন হয় উচাটন!

হাওয়ায় দোলে ফুলদল
উড়ে যেতে চায় সুদূরে;
মায়া-মমতায় আটকে আছে
পাশাপাশি অঙ্গাঙ্গীভাবে!

ফুলের মাঝে পাখীরা ওড়ে
প্রজাপতি নেচে চলে বাড়ি।
কাশকন্যাদের হাসির রেখায়
বিলীন হয়ে যায় পরী!

উদাসী আকাশ হাতছানি দেয়
ভাসাবে মেঘের ভেলায়!
সুরের ছোঁয়ায় মন রাঙাবে
মৃদুমন্দ পূবালী বায়!

কাশফুল কে নিয়ে সুন্দর কবিতা

পড়ন্ত বিকেল;
কালো মেঘে ছেঁয়েছে আকাশ,
হয়তো হঠাৎ নেমে আসবে
এক পশলা বৃষ্টি।
হাঁটছি আমি;
রাস্তার দু’পাশে বাতাসে দোলায়মান কাশফুলগুলোর
ঠিক মাঝখানটি ধরে।
কোনো উদ্দেশ্য নেই,
নেই কোথাও পাড়ি জমানোর আকাঙ্খা।
তবু কেন হাঁটছি আমি..
হয়তো আজি বহুদিন পর এই মনটা
আবারো খুঁজছে তোমায়,
হয়তো শরতের স্নিগ্ধ শুভ্র কাশফুলগুলোর মাঝে
আবারো অবলোকন করছি তোমায়।
তোমার মনে আছে..
মনে থাকবেই না কেনো।

এইতো বছরখানেকের কথা-
ঠিক ছিল এমন-ই একটা দিন।
যেদিন একগুচ্ছ শুভ্র কাশফুল নিয়ে
হাঁটুগেড়ে বসে তোমায় বলেছিলাম-
এই সিধুটাকে তোমার মনের মন্দিরে
একটু স্থান দেবে..
জবাবে পেয়েছিলাম ঠোঁটের কোণে
লেগে থাকা মুচকি হাসি।
কিন্তু আজ তুমি নেই।
তুমি ঐ শুভ্র কাশফুলের রঙ্গে
নিজেকে সাজিয়ে চলে গেছো
এক না ফেরার দেশে।
আমি জানি তুমি কেন
বলোনি আমায়-
কেন বলোনি তুমি মরণব্যাধি ক্যান্সারে
আক্রান্ত;
এই সিধুটা কষ্ট পাবে এইতো।
কষ্টতো আমি আজও পাচ্ছি
তোমাকে হারানোর কষ্ট।
আজি তোমাকে দেখতে পাই
ঐ শুভ্র কাশফুলগুলোর মাঝে,
তাইতো আজও বলে উঠি-
তোমাকে খুব ভালবাসি কাশফুল
আমি সত্যি-ই তোমায় খুব ভালবাসি।

কাশফুল কে নিয়ে ক্যাপশন কবিতা

ধূসর সাদা কাশফুলে
ছেয়ে গেছে বালুচর।
নীলাকাশে উড়ছে
সাদা মেঘ স্তরে স্তর।

ধরাধামে নেমে এলো
এলোকেশী উর্বশী!
কপালেতে নীল টিপ
যেন পূর্ণিমা শশী।

নীল শাড়ি লাল পাড়ে
শ্যামলী তন্বী মনোহারী!
কাশবনের রাজকন্যা
যেন আসমানী পরী!

কাশফুল নিয়ে গান

এই অবেলায় ফোঁটা কাশফুল, নিয়তির মত নির্ভুল
যেন আহত কোন যোদ্ধার বুকে বেঁচে থাকা এক
মেঘফুল
যদি ঘরে ফেরা পাখি নিশ্চুপ, হৃদয়ে ঢেউ ভাঙ্গে ছুপছুপ,
তবু জাহাজীর নাগরিক ঢেউ, অপরাধ মেনে নিয়ে কেউ
কেউ,
যদি শোঁকগাথা হাতে বহূদুর যাও একদিন ঠিকই এনে দেব
হাসিমুখ।।
রোদ্দুর, একসাথে হেঁটে হেঁটে যেতে চাই বহূদুর
বুকের ভেতর ডানা ঝাপ্ টায় পাখি, বেপরোয়া ভাংচুর।
তুমি চেয়ে আছ তাই আমি পথে হেঁটে যাই,
হেটে হেটে বহুদূর, বহুদূর।

কাশফুল নিয়ে ছোট ক্যাপশন

> কাশফুল প্রকৃতির দেয়া এক অনবদ্য উপহার। অনুগ্রহপূর্বক এই উপহার কে কখনো নষ্ট করবেন না।

> কাশফুল হলো গৃষ্ম কাল এর এক ফোঁটা বৃষ্টির মতো প্রাণবন্ত। যার স্পর্শে মন ফুরফুরে হয়ে ওঠে।

> অনেক কবি কাশফুলের প্রেমে হাবুডুবু খেয়ে বসে আছে শুধু তার সৌন্দর্যের বর্ণনা করার জন্য।

> কাশফুল তার অপরূপ সৌন্দর্য দিয়ে যে কারো মন করে নিতে পারে।

> সৃষ্টিকর্তা কাশফুল কে অনবদ্য সৌন্দর্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে। যা অন্য কাউকে দেয়নি।

কাশফুল নিয়ে ফানি ক্যাপশন

আশেপাশেই আছে চটপটি ফুচকার গাড়ি । শীতল বাতাসের মাঝে বসে বিস্তৃত কাশফুলের মাঠ কে সামনে রেখে খেয়ে নিতে পারেন টক ঝালে ভরপুর চটপটি ।

হে কাশফুল তোমার প্রেমে মুগ্ধ হওয়ার কারনে আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গিয়েছে। জানিনা আমি তাকে আর ফিরে পাবো কিনা।

জানিনা আমি কাশফুল বাগানকে ভুলতে পারবো কিনা । কেননা কাশবন ছিল আমার প্রেমের প্রথম নিদর্শন।

হারিয়ে যেতে চাই মোরা কাশবনে। ফিরে যেতে চায় না কখনও এখান থেকে। সারা জীবন থাকতে চাই সুন্দর এই প্রকৃতির মাঝে।