খুব কষ্টের ভালোবাসার গল্প, না পাওয়ার গল্প

ভালোবাসায় সুখের পাশাপাশি কষ্ট থাকবে এটাই স্বাভাবিক। তবে ভাববেন না সব সময় আপনি ভালোবাসায় সুখ পাবেন। আজকের এই পোষ্টে আমি খুব কষ্টের ভালোবাসার গল্প গুলো তুলে ধরব। এই ছোট্ট জীবনে ভালোবাসার মধ্যে অনেক কষ্টের গল্প থাকে। সে গল্পগুলো জীবনের অত্যন্ত কাছের হয়। কেননা কষ্টগুলো বুকের মাঝে লুকিয়ে থাকে এবং সে কষ্টগুলো বুকের মাঝে বসবাস করতে থাকে।

এর ফলে কষ্টের বোঝা বুকের মাঝে দিন দিন ভারী হতে থাকে। ভালোবাসার কষ্ট গুলো একটু বেশি পীড়াদায়ক হয়। কেননা প্রিয় মানুষটির দেয়া ছোট্ট আঘাত বড় আকার হয়ে বৃহৎ আকার ধারণ করে। যার ফলে কষ্টের পরিমাণটা অনেক প্রখর হয়। চলুন এবার জেনে নেয়া যাক খুব কষ্টের কিছু ভালোবাসার গল্প।

খুব কষ্টের ভালোবাসার গল্প

আমরা সবাই প্রেমে পড়ি। এই প্রেম থেকে যেমন মনে তৃপ্তি আসে ঠিক তেমনি আবার কষ্ট আসে। তবে কষ্ট জিনিসটা একটু বেশি আসে। যে কষ্ট মনের মাঝে বৃহৎ বেদনার জন্ম দেয়। যার ফলে মানুষের চিন্তার জ্ঞান হারিয়ে ফেলে। সে তখন একক চিন্তায় বিভোর থাকি। আর সেটি হচ্ছে প্রিয় মানুষটির চিন্তা। প্রিয় মানুষটি সত্যিই স্পেশাল হয়ে থাকে প্রতিটি মানুষের জন্য।

গল্প 1: হুমায়ুন ফরিদী সাহেব বলেছেন ভালবাসতে হলে এক বুক ভালোবাসা নিয়ে ভালবাসতে হয়। ঠিক তেমনি আমিও তাকে এক বুক ভালোবাসা নিয়ে ভালবাসতাম এবং এখনো বাসি। কিন্তু না পাওয়ার গল্পটা আমাদের এখন আলাদা করে দিয়েছে। কখনো ভাবি নি এরকম সিচুয়েশনে পড়তে হবে।

আমি সেই মানুষটিকে জীবনের থেকে বেশি ভালবাসতাম। টিউশন করে কামানো টাকা দিয়ে তার জন্য গিফট কিনে নিতাম। তার প্রিয় প্রিয় চকলেট গুলো তার জন্য নিয়ে যেতাম। তার সাথে কাটানো প্রতিটা মুহূর্তে আমাকে কাদায়। কেননা তার বিদায় যেন আমি মেনে নিতে পারছিনা।

একটা সময় ছিল যখন সে বলতো তোমাকে ছাড়া আমি অন্য কাউকে ভাবতে পারিনা। একটা সময় ছিল যখন সে আমাকে ছাড়া বাঁচবে না বলে কান্না করত। কিন্তু এখন সে বিন্দাস আমাকে ছেড়ে ভালো আছে। কিন্তু আমার ভালো থাকাটা আর হল কই। আমার ভালো থাকার একমাত্র মানুষটি তো সেই।

কিন্তু আজ তার অনুপস্থিতি যেন আমাকে কুড়িয়ে কুড়িয়ে শেষ করে দিচ্ছে। তবে আমি আশায় আছি জীবন তো একটাই। ছোট্ট এই জীবনে দ্বিতীয় কোন ব্যক্তি কে আর আসতে দেবো না। এ জীবনে হস্তক্ষেপ ছিল শুধু তোমার থাকবে তোমারি। কেননা তোমাকে বুক ভালোবাসা নিয়ে ভালোবেসেছি ।

গল্প 2: সেদিন ছিল বৃষ্টিময় পরিবেশ। মেঘ ঘনিয়ে এসে মসুল ধারে বৃষ্টি  শুরু হল। আমরা তখন দুজনেই নিচের দিকে তাকিয়ে আছি। কেউ কারো দিকে তাকাতে পারছি না। কেননা উভয়ের প্রতি উভয়ের ভালোবাসা যেন আরো প্রখর হচ্ছিল। কেউ কাউকে বলতে পারতেছি না নিজেদের ভালোবাসার কথা।

এরপর শুরু হয় আমাদের ভালোবাসার গল্প। এভাবে দীর্ঘদিন চলতে থাকে প্রেম কাহিনী। কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনে সুখ হয়তো বেশি দিন টিকে না। যার কারণে খুব বেশিদিন ব্যবধানে নয় মাত্র 4 মাসের ব্যবধানে আমাদের আলাদা হতে হলো। সে তার পিতা-মাতার কথা চিন্তা করে আমাকে ছেড়ে চলে গেল।

কিন্তু আমি যেরকম ছিলাম সেরকমই আছি। আমার জীবনের একটাই চাওয়া সেটা হলো তুমি। তোমাকে যদি না পাই তাহলে এ জীবনে আর কাউকে আসতে দেব না। কেননা আমি যে একজন ব্যক্তিকে ভালোবেসেছি। যে আমার জীবনের অনেকটা জুড়ে রয়েছে। বলতে গেলে সে আমার হৃদস্পন্দন।

আজ তুমি ভিন্ন আকাশের এক অন্য রমণী। জানিনা তুমি এতটা দূরত্বে কতোটা ভাল আছো, যেখানেই থাকো যেমনই থাকো নিজেকে জুড়ে বাচো। তুমি নাই বা এলে কোনোদিন সামনে আর, তোমায় ভাবতেই হৃদ স্পন্দন বেড়ে যায় প্রতিবার।

খুব কষ্টের ভালোবাসার কবিতা

আমি কি আর লিখবো তোমার গানে,
আমার প্রতিটা কবিতা তোমার নামে।
আলসে দুচোখ আজও প্রতিক্ষায়,
সময়ও হাতছানি দিয়ে চলে যায়।
কি ছিলো তোমার মাঝে,
প্রেমালাপ ডাইড়ির ভাজে,
তোমায় ছেড়েও তোমার কতো কাছে,
অতীত স্মৃতি আজও ডাকছে পিছে।
কালো মেঘের উৎসবে যখনই প্রবল বৃষ্টি হয়,
বৃষ্টি শেষ হয়ে সূর্য হাসে তবুও মনে তোমার ছায়া রয়।
হুমড়ি খেয়ে পরি ডাইরি পাতায় শুধুই তোমারই নামে,
বেতাল বিকেলে গল্প কথা সুর তোলে তোমারই গানে।
তোমার ভাবনায় প্রতি প্রহরে আজও কবি নিরব হয়ে যায়,
কোনোদিন হবে দেখা সেই ঝড়া পাতার ফাল্গুন কি আসবে ধরায়?

খুব কষ্টের ভালোবাসার ছন্দ

>তোমার প্রতিটা কথায়,আমার মন জুড়িয়ে গেলো কবি,,,
প্রতিটা সময় আমাকে মনে রেখো।

> দূরে আছি দূরেই থেকো,

এখনো ভালবাসি জেনে রেখো।
> পিছুটান মানুষকে বাঁচিয়ে রাখে। কিছু স্বপ্ন নিয়ে বাঁচে সেটা পূরণ হবে কিনা জানেনা তবুও আশায় থাকে, অপেক্ষায় থাকে। কিছু স্বপ্ন ঐ চাঁদ ছোঁয়ার মতো। ছুঁতে পারবেনা বা ধরতে পারবেনা জানে তবুও ভাবে একদিন ঠিক ছুঁতে পারবে। কিছু মানুষ ঐ চাঁদের মত দূরে থেকেও মুগ্ধ করে রাখে, অদ্ভুত এক পিছুটানে বাঁচিয়ে রাখে।

Hosting Partner