মানুষ হল সৃষ্টি যুগের সেরা জীব। কোরআন শরীফে মানুষকে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে আখ্যা দিয়েছে। আজকের এই পোস্টে আমরা সেই সর্বশ্রেষ্ঠ জীব এর মূল্য নিয়ে আলোচনা করব। সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জীব হিসেবে মানুষকে মূল্য দেয়া প্রতিটা মানুষের দায়িত্ব ও কর্তব্য। কারোরই উচিত না অন্য কারো সাথে খারাপ ব্যবহার করা। কেননা মানুষের পরিচয় তার ব্যবহারে। আমরা যদি মানুষকে মূল্য দেই তাহলে আমাদের কম পড়বে না। বরং মানুষকে মূল্য দিলে সৃষ্টিকর্তা খুশি হবে।
যারা মানুষের মূল্য নিয়ে উক্তি স্ট্যাটাস কবিতা খুঁজছেন তারা সঠিক জায়গায় এসেছেন। কেন না আজকের এই পোষ্ট টি এম মানুষের মূল্য নিয়ে অসাধারণ কিছু উক্তি স্ট্যাটাস ক্যাপশন তুলে ধরবো। উক্ত স্ট্যাটাস কবিতা ও ক্যাপশনগুলো আপনি চাইলে কপি করে আপনার ফেসবুকে পোস্ট করতে পারেন। তাই চলুন আর কথা না বাড়িয়ে মানুষের মূল্য নিয়ে কথা বলা যাক।
মানুষের মূল্য নিয়ে উক্তি
>কখনো কাউকে ছোট করে দেখবে না, তা না হলে তুমি ছোট হয়ে যাবে।
> কখনো কাউকে কামলা, কাজের লোক, ভুয়া এসব বলে ডেকো না। মনে রেখো তারাও কারো না কারো ভাই-বোন মা-বাবা তাদের ভাই , আপা, চাচা – চাচী বলে ডেকো।
> সাহায্য করে পিছনে ফিরে চেওনা, সে লজ্জা পেতে পারে।
> তোমার কি আছে তোমার শরীরে লেখা নাই লেখা আছে তোমার ব্যবহারে। তাই মানুষের সাথে সদ্ব্যবহার কর।
> অন্যকে সম্মান করে কেউ কখনো ছোট হয়নি আর হবেও না।
> সব সময় মানুষের সাথে সম্মানের সহিত কথা বলবা যাতে সে মানুষটি তোমাকে সারা জীবন মনে রাখে।
> মনে রাখবে তুমি যদি মানুষকে মূল্য দাও তবে মানুষ তোমাকে মূল্য দেয়া শুরু করবে।
> কখনো জুতা সেলাই করার জন্য মুচির দিকে পা বাড়িয়ে দিও না, বরং হাতে তুলে তার দিকে জুতা দাও। দেখবে তার মন আনন্দে ভরে উঠেছে তোমার ব্যবহারে।
> কখনো কাউকে তার দারিদ্রতা নিয়ে খোটা দিবে না। বরং তার দারিদ্রতাকে সম্মান দেয়া শিখুন।
> আমরা সৃষ্টি কুলের শ্রেষ্ঠ জীব হিসেবে দুনিয়াতে এসেছি। তবে শ্রেষ্ঠত্ব ধরে রাখার দায়িত্ব আমাদের।
> মানুষের জন্য যা কল্যাণকর তাহাই ধর্ম। যে ধর্ম পালন করতে গিয়ে মানুষের অকল্যাণ করিতে হয়, তাহা ধর্ম নয়। মানুষের জন্য ধর্ম। ধর্মের জন্য মানুষ নয়।
> যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে ভালবাসার সময় পাবে না।
মানুষকে বেশি মূল্য দিলে
আমরা সকলেই জানি বর্তমানে বেশিরভাগ মানুষ আর মানুষ নেই। তারা এখন পশুতে পরিণত হয়েছে। আপনি একজন মানুষকে উপকার করবেন সে তার বিনিময় আপনার ক্ষতি করবে। তবুও সবকিছু মেনে নিয়ে মানুষকে সাহায্য করতে হবে। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আপনি যদি মানুষকে বেশী মূল্য দেন তাহলে সে মানুষটি আপনার নামের সমালোচনা করবে এটাই স্বাভাবিক।
তবে তা সত্বেও আমরা মানুষকে মূল্য দেব। কেননা তাঁর কলুষিত হলেও আমাদের বিবেক এখনো কুলুষিত হয়নি। যার অন্তর অন্ধকারে ঢেকে গিয়েছে সে কখনো আলোর দেখতে পাবেনা। সে সবসময়ই মানুষের ক্ষতি করার তালে থাকবে। তবে আমরা বৈষম্যের পৃথিবী চাইনা। আমরা চাই একটি সৌহার্দ্যপূর্ণ পৃথিবী। যার জন্য প্রয়োজন একজন মানুষকে অন্য একজন মানুষকে মূল্য দেওয়া। কেননা নিজে পরিবর্তন হওয়ার মাধ্যমে অন্যকে পরিবর্তন করা যায়।
মানুষের মূল্য নিয়ে স্ট্যাটাস
> একজন মূল্যহীন মানুষ আরেকজন মৃত মানুষের মধ্যে কোন পার্থক্য নেই।
> প্রতিটি মানুষেরই সম্মান পাওয়ার অধিকার রয়েছে। তাই আমাদের সকলের উচিত প্রতিটা মানুষকে মূল্য দেওয়া।
> মানুষ যদি কারো ব্যবহারে খুশি হয় তবে সৃষ্টিকর্তা তার প্রতি খুশি হয়। আর মানুষকে মূল্য দিয়ে সে এমনিতেই খুশি হয়ে যায় সেইসাথে আল্লাহতালা।
> আপনি যদি মানুষকে মূল্য দেন তাহলে দেখবেন তারা ভালোবাসা দিয়ে আপনাকে ভরিয়ে দিয়েছ।
> কৃতজ্ঞ কুকুর অকৃতজ্ঞ মানুষের চেয়ে শ্রেষ্ঠ।
(শেখ সাদী)
>মানুষ যখন তার শ্রেষ্ঠ স্বপ্নটি দেখে তখনি সে বাস করে তার শ্রেষ্ঠ সময়ে।
(হুমায়ুন আজাদ)
> মানুষকে ঘৃণা করার অপরাধে কাউকে কখনও মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, অথচ মানুষকে ভালোবাসার অপরাধে অতীতে অনেককেই হত্যা করা হয়েছে, ভবিষ্যতেও হয়ত হবে।
> মানুষের সেবা করা হচ্ছে ঈশ্বরের সেবা করা।
(স্বামী বিবেকানন্দ)
মানুষের মূল্য নিয়ে ক্যাপশন
প্রবাদে আছে আপনি মানুষকে যতটা ভালোবাসবেন মানুষ ঠিক ততটাই আপনাকে ভালোবাসবে। তাই মানুষকে মূল্য দিয়ে তার ভালোবাসা বাড়িয়ে দিন।
একজন মানুষ এমনিতেই মরে যায় যখন সে অন্য মানুষের মূল্য পায় না। কেননা মূল্যহীনতার অভাব তাকে কুরে কুরে খায়।
জীবন আপনাকে প্রতি কদমে কদমে শিক্ষা দিবে। জীবনের প্রতিটা সময় খুবই গুরুত্বপূর্ণ। তাই বলা হয়ে থাকে সময়ের চেয়ে বড় শিক্ষক আর নেই।
ভালোবাসার মানুষ কে ভালোবাসার থেকে কাছে রাখাটা বেশি জরুরি। এর জন্য ভালোবাসার মানুষকে বেশি বেশি মূল্য দিতে শিখুন। দেখবেন সে আপনাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে।
প্রতিটি ভালোবাসার মানুষ তার প্রিয় মানুষটির কাছে চায় একটু মূল্য। কেননা আমরা যদি ভালোবাসার মানুষটিকে অবহেলা করি তাহলে মূল্যহীনতার কারণে সে এমনিতেই শেষ হয়ে যাবে।
আপনি আপনার প্রিয় মানুষটিকে মূল্য দিন। দেখবেন সে হাজারও কাজ করে ক্লান্ত বোধ হচ্ছে না শুধুমাত্র আপনি তাকে মূল্য দেওয়ার কারনে।
মানুষকে বেশি দাম দিলে
মানুষকে বেশি দাম দিলে সে অহংকারী হয়ে ওঠে। অহংকার এর কারণে তখন তার মাটিতে পা পড়ে না। সে এতটাই অহংকার হয়ে ওঠে যে সে মনে করে মানুষ থাকে প্রচুর ভালোবাসি। যার কারনে সে অন্য মানুষের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে। তখন মানুষ থাকে আবার ঘৃণা করা শুরু করে। সামনাসামনি মানুষ তাকে দাম দিলেও পেছন থেকে তার সমালোচনা করে থাকে। যদিও বা আমরা জানি মানুষকে বেশি দাম দিলে তার বিনিময় অপমান হতে হয় তারপর ও মনুষ্যত্বের কারণে আমরা মানুষকে মূল্য দিব।
মানুষের মূল্যায়ন
মানব জাতি হিসেবে আমরা সৃষ্টিকুলের সেরা। কিন্তু এই সেরা ততক্ষণে থাকে যতক্ষণ পর্যন্ত তার ভেতর মনুষ্যত্ব থাকে। যখন তার ভেতর থেকে মনুষ্যত্ব হারিয়ে যায় তখন সে আর মানুষ থাকে না। সে তখন মানুষরূপী পশুতে পরিণত হয়। প্রতিটা মানুষকে মূল্যায়ন দেয়া দরকার। কেননা সে সম্মান পাওয়ার যোগ্য। যদি তাঁর কাজ ভাল হয় তবে আমরা সকলেই তার সম্মান করবো। কেননা তার মাধ্যমে দেশ ও দশের উপকার হচ্ছে।
যদি মানুষটি খারাপ কাজে নিমজ্জিত থাকে এবং তার দ্বারা দেশ ও দশের ক্ষতি হয় তাহলে সে মূল্যায়ন পাওয়ার যোগ্য নয়। তখন আমরা তাকে মূল্যায়ন করি না। কেননা পশুর স্বভাব মানুষকে ঘৃণিত পশুতে পরিণত করে। তবে আমাদের সকলের উচিত সঠিক মানুষকে মূল্যায়ন করা। এতে করে দশজনের উপকার হবে। দেশ ও জাতির উন্নয়ন হবে।