নিজেকে নিয়ে কিছু কথা , উক্তি , কবিতা , স্ট্যাটাস ও ক্যাপশন

আজকে আমি নিজেকে নিয়ে কিছু কথা,উক্তি ও স্ট্যাটাস আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটা মানুষেরই জীবনে কোনো না কোনো রহস্য থাকে যা সব মানুষ সবার সাথে শেয়ার করতে পারেন না। আবার অনেক মানুষ আছে যারা সবার সাথে শেয়ার করতে পারেন। যে মানুষগুলো শেয়ার করতে পারেনা তাদের মনকে কুরে কুরে খায় সেই রহস্যজনক বিষয়গুলো। তাই আজকে আমি নিজেকে নিয়ে এমন কিছু কথা, উক্তি ও স্ট্যাটাস নিয়ে এলাম আপনাদের মাঝে।

জীবন খুবই রহস্যময়। এই রহস্যময় জীবনে অনেক সময় নানা ধরনের ঘটনা ঘটে যায়। এমন কিছু ঘটনা আছে যেগুলো একান্তই নিজের। প্রকৃতপক্ষে সেগুলো অন্যের সাথে শেয়ার করার মত হয় না। সেগুলো নিজের জীবনকে ভিতর থেকে কুরে কুরে খায়।

আপনি কি নিজেকে নিয়ে কিছু কথা, উক্তি ও স্ট্যাটাস খুঁজতেছেন? তাহলে আমাদের দেওয়া নিজেকে নিয়ে কিছু কথা, উক্তি ও স্ট্যাটাস আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমি আজকে আপনাদের মাঝে নিজেকে নিয়ে কিছু কথা, উক্তি ও স্ট্যাটাস তুলে ধরবো তাই নিজের পোস্টগুলো মনোযোগ সহকারে পড়ুন।

নিজেকে নিয়ে কিছু কথা

পৃথিবীতে মানুষ আগে নিজেকে ভালোবাসে তারপর অন্যকে। প্রতিটা মানুষের ভিতরে নিজেকে নিয়ে কিছু কথা নিজের কিছু কষ্ট লুকায়িত থাকে। সেই কষ্ট তার আবেগ কে পরিচালিত করে। তখন সেই আবেগের বশে বিভিন্ন কাজ করে বসে। আসলে মানুষ আবেগ দ্বারা নিয়ন্ত্রিত। আবেগের বশবর্তী হয়ে সে নিজের ক্ষতি করতেও পিছপা হয় না। আসলে আবেগ খুব খারাপ জিনিস।

  1. মানুষ 14 থেকে 18 বয়স অব্দি আবেগপ্রবণ হয়ে থাকে। আবেগ আপনার চোখ থেকে এক ফোটা পানি বের করে আনতে পারবে।
  2. গ্যারান্টি আপনি যদি বেশি আবেগপ্রবণ হোন আপনার জীবনে একের পর এক কষ্ট লেগেই থাকবে। আর আবেগ দিয়ে কখনো জীবন চলেনা।
  3. যদি জীবনে বড় হতে চান তাহলে আগে নিজেকে ভালোবাসো। কারণ নিজের চেয়ে আপন কেউ হতে পারে না। কেননা পিতা-মাতা ভাই-বোন সবাই আপনাকে ধোঁকা দিতে পারে কিন্তু আপনার নিজের জীবন আপনাকে ধোঁকা দিবে না।
  4. নিজের প্রতি যত্নবান হোন। কারণ আপনার আপনজন কেবল আপনি।
  5. আবেগ দিয়ে সময় কাটে কিন্তু জীবন চলে না।
  • আপনি আবেগপ্রবণ হলে খুব সহজেই আপনাকে মানুষ ধোকা দিতে পারবে। তাই আবেগপ্রবণ না হয়ে জীবনকে বিবেকের কাঠগড়ায় দাঁড় করেন।
  • বিবেক দিয়ে নিজের জীবন পরিচালনা করে দেখব তখনও মানুষ আপনাকে আবেগের ছুরি দিয়ে আঘাত করতে পারবে না।
  • আপনি কাউকে মন থেকে ভালবাসলে দেখবেন আপনাকে সেন্ট বিবেকের অজুহাতে ছেড়ে দিবে।
  • একমাত্র বিবেক আপনাকে বাস্তবতার সাথে লড়তে শেখাবে।

নিজেকে নিয়ে স্ট্যাটাস

আপনাকে আপনার পরিবেশ সম্পর্কে সচেতন হতে হলে সর্বপ্রথম আপনাকে নিজেকে চিনতে হবে। কেননা নিজেকে চিনলে নিজের শত্রুকে চেনা যায়। কেননা আপন মানুষ সর্বদা শত্রু হয়ে থাকে। আপন শত্রূ ছুরিকাঘাত থেকে রক্ষা পাওয়া খুবই কঠিন।

  • আবেগের বশে কাউকে ভালোবেসে না পাইয়া নিজের জীবন শেষ করবেন না। কারণ আপনার জীবন ছোট কোন তুচ্ছ বিষয় না।
  • আমি নিজে একান্ত আমারি। কারণ আমি জানি প্রয়োজনে সবাই আমাকে ব্যবহার করে প্রয়োজন ফুরালে আর আমার খোঁজ খবর নেই।

নিজেকে নিয়ে উক্তি

  • ভালবাসলে আগে নিজেকে ভালোবাসো। দেখবেন আপন আত্মা পরিতুষ্ট হয়ে আপনাকে এক সুন্দর জীবন উপহার দিয়েছে।
  • মনে রাখবেন আপনি জীবনযুদ্ধে হার না মানা এক সৈনিক।
  • আমি শুধু নিজের মাঝে হারিয়ে যেতে চাই।
  • ভাবতে হবে চিন্তা বাড়াতে হবে। জীবনে কি করবেন লক্ষ টা ঠিক রাখতে হবে।
  • আপনি জানেন না আপনাকে কখন কোন জায়গায় দাঁড়াতে হবে। অতএব ভরসাটা সৃষ্টিকর্তার প্রতি রাখুন।

নিজেকে নিয়ে ক্যাপশন

ভালোবাসা ভালোবাসি শুধুই তাকে ভালোবেসে ভালোবাসায় বেঁধে যে রাখে। আসলে ভালোবাসায় সবাই বেঁধে রাখতে পারেনা। ভালোবাসায় বেধে রাখতে চাইলে সমুদ্রের মতো গভীরতা থাকতে হবে মনের মধ্যে। কেননা মনকে যখন আপনি কন্ট্রোল করতে পারবেন তখন আপনার ভালোবাসা হবে সমুদ্র সমান। তখন ভালবাসার মানুষ টি এর কোন দোষ চোখে পড়বে না।

  1. আপনি যদি পরিশ্রমই হন তাহলে অবশ্যই আপনি সফলতার দুয়ারে পৌঁছাতে পারবেন।
  2. শুধু একটা জিনিস মনে রাখবেন আপনি বিপদে পড়লে আপনার পিতা-মাতাকেও পাশে পাবেন না। তখন শুধু আপনি আপনার নিজেকে এবং নিজ আপনাকে পাবেন।
  3. আপনি যতই মনে করেন আপনার পিতা মাতা আপনাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি তবে সেটা হবে ভুল। কেননা বর্তমানে পিতা-মাতাও বেইমানি করে।
  4. কখনোই আবেগের বশবর্তি হয়ে কোন কাজ করবেন না। কেননা আবেগ আপনাকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট।

নিজেকে নিয়ে কিছু কবিতা

ভাল আছি ভালো থেকো,
হাসিটা সারাজীবন ফুটিয়ে রেখো।
দেখা যদি হয় কোনো সন্ধায়,
তবে এসো একদিন আমার বারান্দায়।
দূরে আছি দূরেই থেকো,
এখনো ভালবাসি জেনে রেখো। (অপ্রকাশিত কবি)
আজ তুমি ভিন্ন আকাশের এক অন্য রমণী।
জানিনা তুমি এতটা দূরত্বে কতোটা ভাল আছো,
যেখানেই থাকো যেমনই থাকো নিজেকে জুড়ে বাচো।
তুমি নাই বা এলে কোনোদিন সামনে আর,
তোমায় ভাবতেই হৃদ স্পন্দন বেড়ে যায় প্রতিবার।
যদি জমকালো রঙে ডুবে গিয়ে থাকো ভুলে গিয়ে থাকো আমাকে,
আমি না হয় প্রহর গুনবো ভাবনার আকাশে আঁকবো তোমাকে।
তুমি নাই বা হলে আমার আমি তাতেও মহা সুখি,
ভাবনার ঘরে এখনো তুমি প্রিয়তমা নামে ছোট্ট খুকি।
সখ ছিলো আমার ও খুব পুরোটা জুড়ে তোমার হতে,
স্বপ্ন গুলো তেমনই রইলো চিঠিগুলোও আজ আমারই হাতে।(অপ্রকাশিত কবি)

Hosting Partner