প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস

প্রিয় প্রবাসী ভাইয়েরা, প্রথমে আপনাদের জানাই অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস। প্রবাসী ভাইয়েরা তাদের আদরের ভাই বোন, পিতা-মাতা, স্ত্রী সন্তান, আত্মীয়-স্বজন সবাইকে ছেড়ে প্রবাসে ঈদ উদযাপন করে থাকে। আবার অনেকের ঈদের দিন কাজ করতে হয়।

হাজারো কষ্ট থাকা সত্ত্বেও তারা আনন্দের সহিত পিতা মাতার সাথে কথা বলে এবং তাদের প্রয়োজনীয় আবদার মেটায়। এত কষ্ট করা সত্ত্বেও সবার জন্য তাদের ত্যাগ সত্যিই অতুলনীয়। প্রকৃতপক্ষে প্রবাসী ভাইদের জন্য যতই বলি না কেন তা কম হয়ে যাবে। কেননা তাদের অবদান পরিবার ও দেশের জন্য অপরিসীম।

প্রবাসীদের ঈদের কষ্টের স্ট্যাটাস

১. প্রবাসীদের ঈদ মানে মিথ্যা হাসি, খারাপ থাকলেও সবাইকে বলতে হয় আমি ভালো আছি। প্রবাস জীবন যে কতটা কষ্টের সেটা একমাত্র সেই ব্যক্তি বুঝে যে প্রবাসে থাকে।

২. ঈদে নতুন জামা কাপড় কিনার কোন ইচ্ছা-আগ্রহ নাই কারণ আমি প্রবাসী। আমার পরিবারটাই তো আমার কাছে নাই, আর পরিবার যদি কাছে না থাকে তাহলে ঈদের কোন আনন্দ উল্লাসই থাকে না।

৩. যখন আমি দেশে ছিলাম তখন আমার মা বলতো জীবনে তোর দ্বারা কিছুই হবে না। কিন্তু বিশ্বাস করো মা এখন সূর্যটাও আমার আগে উঠতে পারে না।

৪. প্রবাসীদের কপালে সুখটা খুব কমই থাকে, কারণ তারা সুখগুলা বিক্রি করে সেই টাকা দিয়ে কষ্টের প্রবাসে চলে যায় শুধু পরিবারটা একটু ভালো থাকবে বলে।

৫. মন তো চায় দেশে গিয়ে পরিবারের মানুষদের সাথে ঈদ কাটায়, কিন্তু কিছু করার নেই পরিবারে সুখের জন্য আমরা সব করতে পারি।

৬. ঈদের ছুটিতে সবার বাড়ি ফেরা হইলেও আমরা প্রবাসীদের বাড়ি ফেরা আর হবে না। কারণ কষ্টের কাছে সুখের স্বপ্নগুলো যে বিক্রি করে দিয়েছি। ইচ্ছে করলেও আর বাড়িতে যাইতে পারবো না।

৭. ঈদ মানে সুখ ঈদ মানে আনন্দ ঈদ মানেই অনাবিল ভালোবাসা। কিন্তু প্রবাসীদের জন্য ঈদ মানে দুঃখ-কষ্ট, জ্বালা-যন্ত্রণা। পরিবার ছাড়া ঈদ কাটানো যে কতটা কষ্টের সেটা একমাত্র প্রবাসীরায় বোঝে।

৮. প্রবাসীদের জীবন অনেক কষ্ট হয় তাদের ঈদের দিনেও কাজ করতে বের হতে হয়। তাদের নিজের কোন স্বাধীনতা নেই, ইচ্ছা নেই। শুধু তারা একটু পরিবারের সুখের জন্য এবং পরিবারের দিকে তাকিয়ে এত কষ্ট করে যায়।

প্রবাসীদের ঈদ কষ্টের স্ট্যাটাস

৯. প্রবাসী ছেলেরা অনেক মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলার জন্য যদি কোন পুরস্কার দেয়া হতো তাহলে সর্বপ্রথম প্রবাসী ছেলেরাই পেত। কারণ তারা হাজারো কষ্ট করে পরিবারকে বলতে পারে আমি এখন অনেক ভালো আছি, আমার জন্য কোন চিন্তা করো না। এবং ঈদের দিন তারা কাজে থাকা অবস্থায় বলে আমি এখন খাবার খাচ্ছি, একটু পর ঘুরতে যাবো।

১০. বাবা মা এবং কি পরিবারে সকল সদস্যকে ছাড়াই প্রবাসে ঈদের দিনেও কর্ম করে কাটাতে হয়। পরিবার ছাড়া প্রবাসে থাকা কতটা যে কষ্ট সেটা একমাত্র প্রবাসীরা ছাড়া কেউ বুঝতে পারবে না।

১১. প্রবাসীদের আবার ঈদ, কিসের ঈদ! কারণ প্রবাসীরা তো মৌমাছির মত তারা মধু আহরণ করবে কিন্তু তা ভোগ করতে পারবে না। ঠিক তেমনিভাবে প্রবাসীরা ইনকাম করবে তা শুধু পরিবারের ঈদের জন্য। তাই প্রবাসীদের ঈদ বলতে কিছু নেই এটা যারা প্রবাসে থাকে তারাই একমাত্র ভালো বলতে পারবে।

১২.  প্রবাসীদের ঈদ মানে চোখের কোণে জল তাদের চোখের জল কেউ দেখে না এবং কি তাদের কষ্ট কেউ বোঝার চেষ্টা করেও না।

১৩. মাঝে মাঝে চিৎকার করে বলতে ইচ্ছে করে আর ভালো লাগে না এই প্রবাস জীবন। খুব কষ্ট লাগে পরিবার ছাড়া থাকতে।

১৪. প্রবাসীদের ঈদ মানে দেশে টাকা পাঠানো এবং সেই টাকা দিয়ে পরিবারের লোকজনরা ঈদ উৎসব পালন করা।

১৫. রক্তের চেয়েও অনেক বেশি দামি প্রবাসী ভাইদের শরীরের ঘাম। ঈদের দিনেও তাদের কোন বিশ্রাম নেই তারা সবসময় কাজে ব্যস্ত থাকেন।

১৬. প্রবাসীরা হলো জলন্ত মোমবাতির মত তারা নিজেরাও জ্বলে এবং পরিবারের সদস্যদের কেউ আলোকিত করে তোলে।

প্রবাসীদের ঈদের স্ট্যাটাস

 ১৭. প্রবাসীরা মাথায় ঘাম পায়ে ফেলে সারা দিনরাত কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে এবং সেই টাকা দেশে পাঠিয়ে দেয়। তাদের জীবনটা অনেক কষ্টের বললেই চলে। তাদের মত অসহায় ও হতভাগা লোক পৃথিবীতে আর কেউ নেই।

১৮. প্রবাসীদের ঈদ মানে খুব কষ্টের, সেদিন তাদের পাশে কোন আপনজন থাকে না। যা প্রকাশ করার মতো কোনো ভাষা নেই।

১৯. ঈদের দিন আমরা নতুন জামা কাপড় পেয়ে কত আনন্দ উল্লাস করি, কিন্তু সেদিন প্রবাসীরা সারাদিন কত কষ্টে যে দিন কাটায় তা শুধু প্রবাসীরাই জানে।

 ২০. প্রবাসীরাই একমাত্র ভালো বুঝে নিজের প্রিয় দেশ নিজের আপন মানুষগুলো ছেড়ে প্রবাসে একা ঈদ করাটা যে কতটা কষ্টদায়ক একটা বিষয়।

২১. কে বলেছে প্রবাসীদের ঈদ নেই, প্রবাসীদের ঈদ আছে। ঈদ উপলক্ষে তারা পরিবারের মুখে হাসি ফোটাতে পারলেই তাদের ঈদ পালন হয়ে যায়। পরিবারের লোকেরা সুখে শান্তিতে থাকতে পারলেই তাদের জীবনে এমনিতেই সুখ চলে আসে।

২২. দেশের সকল মানুষেরা শপিং নিয়ে ব্যস্ত, আর আমরা প্রবাসীরা কাজ নিয়ে ব্যস্ত এটাই হল প্রবাস জীবন।

২৩. ঈদের ছুটিতে সবার বাড়ি ফেরা হলেও আমাদের বাড়ি ফেরা আর হবে না কারণ আমরা যে প্রবাসী। আমাদের দেখার মত কেউ নেই।

২৪. ঈদের দিনটা হল আনন্দ উল্লাসের দিন এবং একটি পবিত্র দিন। কিন্তু প্রবাসীদের জন্য এই দিনটা খুবই কষ্টের তারা এই দিনেই মিথ্যে হাসি দিয়ে পরিবারের মুখে হাসি ফুটায়।

প্রবাসীদের ঈদ স্ট্যাটাস

২৫. প্রবাস জীবন কিসের ঈদ রে ভাই যেখানে নিজের পরিবারটাই পাশে থাকে না, সেখানে আবার কিসের ঈদ।

২৬. ঈদ তো একমাত্র তাদের জন্যই যারা ঈদের দিনে তাদের বাবা-মা পাশে থাকে। আর প্রবাসীরা ঈদের দিনেও নিজেকে ব্যস্ত থাকার জন্য এবং টাকা উপার্জন করার জন্য কাজে ব্যস্ত থাকেন।

২৭. আমরা প্রবাসী ভাই, এই বছর ঈদে হয়তো বাড়ি যাইতে পারি নাই তাতে কি হয়েছে আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী বছর যাব। কিন্তু একটা বার ভাইবা দেখেন যারা ফুটপাতে থাকে যাদের বাবা নেই মা নেই এবং কি বাড়ি নেই তারা এ বছরকে চাইলে পরের বছরও যাইতে পারবো না।

২৮. নিজের কোন চাওয়া পাওয়া থাকতে নেই শুধুমাত্র পরিবারেকে খুশি রাখার জন্যই নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে হয় আর এটাই হল প্রবাস।

২৯. প্রবাস জীবন হলো এমন একটা জীবন যেখানে পরিবারের সফলতা ফিরিয়ে আনার জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করে যেতে হয়, তাও এমন একটা জায়গায় যেখানে বাবা-মা ভাই বোন কেউ পাশে থাকে না। অসুস্থ হলেও কেউ পাশে থাকে না। নিজের যত্নটা নিজেই করতে হয়।

৩০.  কি প্রবাস জীবন রে ভাই! না পারলাম পরিবারে মুখে হাসি ফোটাতে, না পারলাম প্রিয়জনের কাছে থাকতে।

৩১. সবার স্বপ্ন বাড়ি যায় না, কারো কারো স্বপ্ন এভাবে রাস্তায় পড়ে থাকে, চাকরিতে জয়েন করার পর যতগুলো ঈদ গেছে একটা ঈদও পরিবারে মানুষের সাথে কাটাতে পারিনি। কারন আমরা প্রবাসীরা যে পরিবারের সুখের জন্য চলে এসেছি প্রবাস জীবনে।

 ৩২. সবার মনে ঈদের আনন্দ আর আমার মনে যে পরিবারকে খুশি করার দায়িত্ব। কারন আমার পকেটে যে শুন্য। প্রবাসীদেরও ইচ্ছে করে দেশে এসে তারা যেন পরিবারের সাথে ঈদ করতে পারে কিন্তু সবার ভালো রাখার দায়িত্ব যে তারা কাঁধে নিয়ে থাকে।

প্রবাসীদের ঈদের কষ্ট

 ৩৩. দেশের মানুষেরা হয়তো এটা মনে করে প্রবাসীদের ঈদ অনেক আনন্দের হয়। তারা গাড়ি দিয়ে ঘোরাঘুরি করতে পারে, তারা ভালো ভালো খাবার খেতে পারে। কিন্তু তারা কি এটা জানে, কিছু প্রবাসী ঈদের দিনেও কাজ করে আবার কিছু প্রবাসী বন্ধ করে লাইটটা অফ করে কান্না করে।

 ৩৪. একটা মনের কথা কি জানেন, মায়ের আঁচল ছেড়ে এই প্রবাসে এসেছিলাম কিছু মানুষকে খুশির করার জন্য। কিন্তু আজ মনে হচ্ছে এই প্রবাস আমাকে এত তাড়াতাড়ি ছাড়বে না। কারণ আজ সবার খুশি আমার মুখের দিকে তাকিয়ে।

৩৫. আজকে প্রবাসে মা নেই বলে সুখ একটু কমে গেছে। যদি কোন দিন দেশে গিয়ে মায়ের দেখা পাই তাহলে আল্লাহর কাছে জিজ্ঞাসা করব কেন প্রবাসীর নাম দিয়ে মায়ের কাছ থেকে সন্তান আলাদা করে।

 ৩৬. আপনারা কি জানেন প্রবাসীদের ঈদ আসলে প্রিয়জনদের চাহিদা পূরণ করে। আর ঈদের দিন হাজারো প্রবাসীর ঈদ কাটে নতুন কাপড়ের নয়, ডিউটির পোশাক পড়ে।

 ৩৭. স্বপ্ন পূরণের জন্য নিজের বাড়ি ছেড়ে বিদেশে পাড়ি জমিয়েছিলাম কিন্তু আজ ঘর ফেরাটাই স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে এটাই হলো প্রবাস জীবন।

৩৮. প্রবাসীদের ঈদ মানে মাথার ঘাম পায়ে ফেলে যোগায় আহার রুটি। আর প্রবাসীদের দুঃখ কষ্টে কয়জনেরই মন গলে। প্রবাসীদের ঈদ আছে কিন্তু ঈদের হাসি নেই।

৩৯. সবার ঈদ একরকম হয় না, কিছু মানুষ পরিবারের সাথে ঈদটা করতে পারে না। নামাজের পর বন্ধুদের সাথে কোলাকুলি হয় না। কাজের ব্যস্ততায় কাটাতে হয় ঈদের দিন। বাড়ি ফেরার জন্য মন ছটফট করলেও কাঁধে যে অনেক দায়িত্ব থাকে। শত কষ্টের মাঝেও কেউ যদি বলে ঈদ মোবারক তখন সব দুঃখ কষ্ট শেষ হয়ে যায়।

 ৪০. সবারই ছুটি আছে ঈদের ছুটিতে সবাই বাড়িতে যাইতে পারে, বাবা মা পরিবারের সাথে ঈদ করব। শুধু যাওয়া হবে না আমার মত প্রবাসীদের।

Read More