প্রতিটি মানুষের জীবনে ভালোবাসা আসে। হতে পারে সেটা বিয়ের পূর্বে আবার হতে পারে সেটা বিয়ের পর। তবে বিয়ের পর যে ভালোবাসা সৃষ্টি হয় সেটি হল সবচেয়ে সুমধুর। এই ভালবাসার মত ভালোবাসা আর হয় না। যদি কাউকে ভালোবাসো তবে সমুদ্র সমান গভীরতা নিয়ে ভালোবাসো। কেননা স্বার্থের ভালোবাসা মানুষকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। ভালোবাসার শব্দটি যেমন মানুষকে আনন্দ দিয়ে থাকে তেমনি কষ্ট দিয়ে থাকে। সেই কষ্ট যেন তোমাকে ছুঁতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।
মনে রাখবেন যাকে ভালবাসবে তার দিকে তাকালে যেন আরো ভালোবাসার সৃষ্টি হয়। এ থেকে নিজেদের মধ্যে এক গভীর সম্পর্ক ও আন্তরিকতার সৃষ্টি হবে। যা আপনাদের আরো কাছে টেনে আনতে সহায়তা করবে। আরে ক্ষণস্থায়ী জীবনে ভালোবাসা পরিপূর্ণতা দেয়। আর বিয়ের পর ভালোবাসা হলো ক্ষণস্থায়ী জীবনে এক চিরস্থায়ী পরিপূর্ণতা। তাই বিয়ের পর নিজ স্ত্রীকে নিঃস্বার্থ ভাবে ভালবাসুন।
ভালোবাসা নিয়ে উক্তি
আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভালোবাসা নিয়ে বাছাইকৃত কিছু অসাধারণ উক্তি যেগুলি আপনাদের মন ছুয়ে যাবে। যেহেতু ভালোবাসার কোনো সংজ্ঞা হয় না সেহেতু আমাদের ভালবাসার প্রতি আলাদা একটা আকর্ষণ থাকবে। সেই আকর্ষণের কারণে অনেকেই ভালোবাসা নিয়ে নানা ধরনের কথা বলে গেছেন। নিচেভালোবাসা নিয়ে অসাধারণ কিছু উক্তি তুলে ধরা হলো।
- বড়ো বিচিত্র জিনিস এই ভালোবাসা, পাথরকেও কাঁদিয়ে ছাড়ে! বছরের পর বছর কেটে যায়, ভালোবাসা তবু মৃত মায়ের ছবির মতো হৃদয়ের দেয়ালে শক্ত করে লেপটে থাকে। – সুশান্ত পাল
- কাউকে ভালোবাসলে তীব্রভাবে ভালোবাসাই উচিত। তীব্র ভালোবাসায় একধরনের কঠিন নেশা আছে, জাদুর মতো একটা কারিশমা আছে, মায়ের আঁচলের ছায়াঘেরা মুঠোয় মুঠোয় শান্তি আছে। – সুশান্ত পাল
- যাকে ভালোবাসবেন, তার চোখের দিকে তাকালেও সমুদ্রে ডুব দেবার অসীম আনন্দ পাবেন, তার কণ্ঠস্বর শুনলেও গান শোনার মতন সুখ সুখ লাগবে, তার একটিমাত্র টেক্সট কিংবা মেসেজ পেলেও কবিতাপাঠের শান্তি মিলবে। – সুশান্ত পাল
- তীব্র ভালোবাসা আফিমের মতন একটা নেশা। প্রিয় মানুষটির খলখল হাসি ঝরনার জলের মতন কানে সুরতাল তুলবে, তার বলা ভুলভাল কথাগুলোও মহাকাব্যের পঙ্ক্তির মতন অতুলনীয় লাগবে। – সুশান্ত পাল
- কাউকে তীব্রভাবে ভালোবাসায় মধুর যন্ত্রণাও আছে। তার সামান্য মন-খারাপও কালো মেঘের মতন নিজের পৃথিবীটা নিকষ কালো করে দিতে পারে। তার সামান্য দূরে সরে যাওয়াও মনে হবে যেন কত হাজার-কোটি মাইল দূরত্ব এসে গেছে হঠাৎ! মানুষটা একটু অভিমান করলেও মনে হবে, এই বুঝি পৃথিবী ভেসে যাবে বিষাদে… – সুশান্ত পাল
- যে কখনও তীব্রভাবে কাউকে ভালোবাসেনি, সে কী করে বুঝবে…স্বর্গের সুধা কেমন হয়? যে কখনও বিরহে পোড়েনি, সে কী করে বুঝবে…তীব্র দহনে কতটুক যন্ত্রণা হয়? বাঁচতে হলে যন্ত্রণার স্বাদ বোঝারও দরকার আছে। – সুশান্ত পাল
- পৃথিবীর সবচেয়ে নিখুঁত ও সুন্দরতম বিষয় হলো ভালোবাসা। কাউকে একবার ভালোবেসেই দেখুন। দেখবেন, নদীর স্বচ্ছ জলের মতন আপনার হৃদয়টাও কত নির্মল হয়ে যায়। – সুশান্ত পাল
- ভালোবাসলে মানুষ বড়োসড়ো অনেক দুঃখও অনায়াসে ভুলে যায়। তখন বুকের ভেতর শক্ত করে চেপে থাকা রাশি রাশি প্রকাণ্ড দুঃখের ওজনকেও তুলার মতন হালকা লাগবে, চোখের গভীরে জমিয়ে রাখা জলের বড়ো বড়ো ফোঁটাকেও সদ্যফোটা নীলপদ্মের মতন বড্ড আদরের মনে হবে। – সুশান্ত পাল
ভালোবাসা নিয়ে ক্যাপশন
বর্তমানে প্রায় বেশির ভাগ ছেলে মেয়ে ফেসবুক নিয়ে মেতে থাকেন। এছাড়াও তার ফেসবুকের সারাদিন বিভিন্ন ধরনের পোস্ট দিয়ে থাকে। তার মধ্যে প্রিয় মানুষকে নিয়ে তারা অনেক ক্যাপশন দিয়ে থাকে। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভালোবাসার মানুষকে নিয়ে অসাধারণ কিছু ক্যাপশন।
- এ পৃথিবীর সবচাইতে বড়ো দুর্ভাগা সে-ই, যে কাউকে ভালোবাসতেই পারে না। ভালোবাসতে না পারলে মানুষ ক্রমেই নৈরাশ্যে ডুবে যায়। – সুশান্ত পাল
- জীবনে একজন ফিটফাট পারফেক্ট মানুষ থাকার চেয়ে বরং শান্তিপ্রিয় একজন মানুষ থাকাটাই বেশি জরুরি। – সুশান্ত পাল
- টানাটানা সুন্দর এক জোড়া চোখওয়ালা মানুষ থাকার চেয়ে বরং আপনাকে সুন্দর চোখে দেখে, এমন কারুর দরকারই জীবনে বেশি। – সুশান্ত পাল
- কবিতা বোঝে, অঙ্ক জানে কিংবা শিল্প মানে, এমন মানুষ থাকার চেয়ে বরং আপনাকে বোঝে, আপনাকে জানে, আপনাকে মানে, এমন মানুষ থাকাটাই বেশি সুখের। – সুশান্ত পাল
- জীবনে একজন বিউটিফুল মানুষ থাকার চেয়ে বরং একজন ডিউটিফুল মানুষ থাকাটাই বেশি দরকার। কারণ একদিন লতা মঙ্গেশকরের মতন সুরেলা কণ্ঠও পাথরের মতন চাপা হয়ে যায়, কিন্তু সেই সুরেলা কণ্ঠে বলা কর্কশ কথার তীরটা আজীবন থেকে যায়। – সুশান্ত পাল
ভালোবাসা নিয়ে স্ট্যাটাস
জীবন একটা নদীর মতন। কখনও জোয়ার হবে, কখনওবা ভাটা। কখনও প্রচণ্ড ঝড় উঠবে, কখনওবা কড়া রৌদ্রের দুপুর। আর একজন সঙ্গী এই নদীতে নৌকার মতন। নদীতে চলতে থাকা নৌকার মতন ব্যালেন্স করে চলতে না জানলে ঝড়ের কবলে জীবননৌকা ডুবে যায়। নৌকা কতটুক দামি কাঠের ও রঙিন, সেটার চেয়ে বরং নৌকাটা কতটুক মজবুত ও সহনশীল, সেটাই জরুরি বেশি।
একটা কঠিন সত্য কী, জানেন? একসময় ভালোবাসা ফুরিয়ে যায়, টানটান উত্তেজনার পারদও একসময় নিচে নেমে যায়, বনলতার অন্ধকার বিদিশার নিশার মতন কুচকুচে কালো চুলে পাক ধরে যায়, সিক্সপ্যাকওয়ালা ঋত্বিকীয় শরীরেও ভুঁড়ি জমে যায়।
- ভুল সময় দেখানো একটা বহুমূল্য রোল্যাক্স ঘড়ির চেয়ে বরং সঠিক সময় দেখানো একটা দেড়-শো টাকা দামের ঘড়ির মূল্যও হাজারগুণে বেশি। – সুশান্ত পাল
- ভালোবাসা বড়োই জটিল বিষয়, এর ব্যাখ্যা একেক জনের কাছে একেক রকমের। তবে যা-ই হোক, বিষয়টা অনেক দামি। – সুশান্ত পাল
ভালোবাসা নিয়ে কবিতা
ভালোবাসার মানুষকে নিয়ে কত কিনা করে মানুষ। তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস থেকে শুরু করে ক্যাপশন ও কবিতা লিখে থাকে। মনের গভীর থেকে মানুষ নানা ধরনের কবিতা ফেসবুকে পোস্ট করে থাকে। আমাকে ভালোবাসা নিয়ে কিছু কবিতা আপনাদের সামনে তুলে ধরবো।
ভাল আছি ভালো থেকো,হাসিটা সারাজীবন ফুটিয়ে রেখো।দেখা যদি হয় কোনো সন্ধায়,তবে এসো একদিন আমার বারান্দায়।দূরে আছি দূরেই থেকো,এখনো ভালবাসি জেনে রেখো।
আমি মাতাল ভাবুক প্রেমে,তুমি আবদ্ধ কামুক প্রেমে ।হইলোনা আর বনিবনা,অমিমাংসিত দেনাপাওনা ।
আমি কোথায় যাই…….কোথায় গেলে তারে পাই……..চারদিকে লোকোসমাগম প্রেমের মানুষ নাই,আমি এক প্রেম পিপাসী কোথায় প্রেমোসুধা পাই।
ভালোবাসা নিয়ে কিছু কথা
ভালোবাসা কথাটি ছোট হলেও এর গভীরতা অনেক। সত্যি বলতেই প্রেমে না পড়লে ভালোবাসা বুঝা যায় না। ভালবাসতে ভালবাসি ও বন্ধু ছেড়ে যেতে না। গভীর প্রেমে মগ্ন থাকা একজন প্রেমিক জানে ভালোবাসা কি। নেশায় ডুবে থাকা মানুষের পক্ষে তা বোঝা সম্ভব না। প্রতিটি সময় আমাদের ধরাছোঁয়ার বাইরে। তাই যতটুকু সময় পাবেন মানুষকে ভালোবেসে যান। প্রিয় মানুষটির মুখে হাসি ফুটিয়ে জান।
প্রিয় মানুষটির মুখের একটু হাসি আপনার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। আপনারা হয়তো সকলেই জানেন ছেলে মানুষ কখনো নিজের জন্য টাকা উপার্জন করা। তারা সর্বদায় টাকা উপার্জন করে অন্যের জন্য। পিতা-মাতা ভাই-বোন নিজের স্ত্রী সন্তান যাতে সুখে থাকতে পারে তার জন্য তারা রাত দিন পরিশ্রম করে যায়। প্রকৃতপক্ষে এটা ভালোবাসার ই নামান্তর।
আবারো আমি বলি ভালোবাসার জন্য ভালোবেসো। স্বার্থের জন্য অথবা ছেড়ে যাওয়ার জন্য না। আসলেযে প্রকৃত ভালোবাসে সে সামান্য জিনিস এই খুশি থাকে। আপনার একটু খুশির জন্য অনেক জনের মনে খুশির বন্যা বয়ে যেতে পারে। ভালো থাকুক পৃথিবীর সকল ভালোবাসার মানুষগুলো।
ভালোবাসা নিয়ে ছন্দ
তুমি ছিলে যেই সুখের পিছে,তাতো ছিলো আমারও কাছে ।সবটুকু লুটিয়ে দিতাম তোমার পায়ে,কিন্তু আমার ভালবাসা নয় তোমার গায়ে।
আমি ছিলাম কাদা জরজরিত কালো,তুমি সব জেনেই আমায় বাসলে ভালো।তবে কেনো তুমি ছাড়লে হাত এসে মাঝ পথে,ভাঙলে কেনো প্রেমের কলস তুলে নিয়ে কাধে
নিঃস্বার্থ ভালোবাসা উক্তি
পৃথিবীতে সব ভালোবাসার মধ্যে স্বার্থ থাকেনা। ভালোবাসার মধ্যে স্বার্থ তারাই করে যারা আত্ম মুভি। আত্ম লোভ মানুষকে পশু তে পরিণত করে। আসলে তাদের পশুর সাথে তুলনা করলে ভুল হবে। তাদের থেকে বোবা পশু অনেক ভালো। আমাদের এই জীবনে সবকিছুতে নিঃস্বার্থ ভাবে কাজ করা উচিত। কেননা স্বার্থ মানুষকে পশুতে পরিণত করে।
বিশ্বাস ও ভালোবাসা নিয়ে উক্তি
আপনি যদি আবেগ দিয়ে ভালো না বেসে বিবেক দিয়ে ভালোবাসেন তাহলে সে ভালবাসার কখনো মৃত্যু হয় না। কেননা আবেগের বশে মানুষ যেকোন কিছু করতে পারি। কিন্তু আবেগ আর বিবেক দুটো আলাদা জিনিস। অনেকদিন নিজেকে কাঠগড়ায় দাঁড় করালে আপনি বুঝতে পারবেন আপনি ঠিক না ভুল।
যদি আপনি বিবেক দিয়ে কোন কিছু করেন তাহলে সেই জিনিসটা হবে সঠিক। আপনি আবেগের বিপরীতে বিবেক দ্বারা নিজের চিন্তা চেতনাকে জাগ্রত করে, বাস্তবতার সাথে লড়ে, নিজেকে বাস্তবতার সাথে লড়তে এবং গর্তে নিজেকে কঠোর পরিশ্রম করে নিয়োজিত করে নিজেকে প্রতিষ্ঠা করে একটা মেয়েকে ভালোবাসা উচিত।
হারানো ভালোবাসা নিয়ে কিছু কথা
ভালোবাসা পাওয়ার থেকে হারানোর ভয়টা বেশি থাকে। আসলে নিজের কাছের মানুষকে হারালে বোঝা যায় জীবন কতটা কঠিন। এই কঠিন জীবনে আপনাকে সতর্কতার সাথে পা ফালাতে হবে। তা না হলে আপনি জীবনের যেকোনো সময় বিপদের সম্মুখীন হতে পারেন।
আর ভালবাসলে সেইভাবে ভালোবাসার যাতে হারাতে না হয়। সে ভালোবাসা হারিয়ে যায় যেখানে কোন প্রকার ভালোবাসা থাকে না শুধু থাকে আবেগ। আর আবেগ মানুষকে ধ্বংস করে দেয়।