১৫ ই আগস্ট নিয়ে উক্তি, স্ট্যাটাস, কবিতা ও ছন্দ

১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে বাংলাদেশে পালিত হয়ে থাকে। এই দিনে বাঙালি জাতিকে নতুন এক স্বাধীন রাষ্ট্র দেয়ার নায়ক মৃত্যুবরণ করেন। তার মত একজন মহান নেতা হারানো জাতির জন্য খুবই দুঃখজনক। বাঙালি জাতিকে তবুও সেই দুঃখকে বরণ করে নিতে হয়েছে চোখের পানি দিয়ে। কেননা এই দিনে দুর্বৃত্তরা শেখ মুজিবুর রহমানকে হত্যা করে। আমি আজকের এই পোস্টে মহান নেতা শেখ মুজিবরের মৃত্যুর দিন ১৫ ই আগস্ট নিয়ে দুঃখ ভারাক্রান্ত কিছু উক্তি, স্ট্যাটাস ও কবিতা তুলে ধরব।

১৫ ই আগস্ট নিয়ে উক্তি

১. আমি হিমালয় দেখিনি, কিন্তু আমি শেখ মুজিবুর রহমানকে দেখেছি। ব্যক্তিত্ব এবং সাহসিকতায় তিনিই হিমালয়।

২. মুজিব হত্যার পর বাঙালিদের আর বিশ্বাস করা যায় না, মুজিবকে যারা হত্যা করেছে তারা যেকোনো জঘন্যতম কাজ করতে পারে।

৩. দেশে থেকে সর্বপ্রকার অন্যায় অবিচার করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করে দিব।

৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমান হচ্ছেন একজন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ।তাই তিনি অমর!

৫. আমরা যখন মরতে শিখেছি, তখন কেউ আমাকে দাবাতে পারবে না। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম!

৬. মানুষকে যদি ভালোবাসো তাহলে মানুষ তোমাদের কেউ  ভালবাসবে। সামান্য ত্যাগ স্বীকার যদি কর, তবে জনসাধারণ  আপনার জন্য জীবন দিতেও পারে।

৭. প্রধানমন্ত্রী হওয়ার আমার কোন ইচ্ছা নাই। প্রধানমন্ত্রী আসে এবং যায় । কিন্তু যে ভালোবাসা ও সম্মান দেশবাসী আমাকে দিয়েছেন, তা আমি সারা জীবন মনে রাখবো।

৮. শেখ মুজিবর এর মৃত্যুতে বিশ্বের শোষিত মানুষ হারালো একজন মহান নেতাকে, হারালাম একজন অকৃত্রিম বন্ধুকে।

৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যায় বাংলাদেশ শুধু এতিমই হয়নি, বিশ্ব হারিয়েছে এক মহান সন্তানকে।

১০. যদি রাত পোহালে শোনা যেত, বঙ্গবন্ধু মরে নাই। যদি রাজপথে আবার মিছিল হতো, বঙ্গবন্ধুর মুক্তি চাই। তবে বিশ্ব পেতো এক মহান নেতা, আর আমরা পেতাম ফিরে জাতির পিতা।

১১. শেখ মুজিবুর রহমানকে তার নিজের সেনাবাহিনীরা হত্যা করেছিল, কিন্তু পাকিস্তানিরা তাকে হত্যা করতে দ্বিধা করেছিল।

১২. ১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস পালন করা হয়। স্বাধীনতার জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের প্রতি বিনস্ত্র শ্রদ্ধাঞ্জলি। মহান আল্লাহতালা সবাইকে জান্নাতুল ফেরদৌস দান করুন আমিন।

জাতীয় শোক দিবস নিয়ে উক্তি

১৩. তোমার জন্য হয়েছে বলেই, এ দেশের জন্ম হয়েছে। স্বাধীন বাংলাদেশের অপর নাম মুজিব।

১৪. তোমার বাংলার মানুষ তোমাকে হারিয়ে এখনো খুঁজে ফিরে। তুমি ফিরে আসো বারবার এই জনপথে, জনমানে। তুমি আছো বাংলার অস্তিত্বে চির অমলিন হয়ে।

১৫. তুমি জন্মেছিলে বলেই জন্ম নিয়েছিল এই দেশ।  মুজিব তোমার আরেকটি নাম স্বাধীন বাংলাদেশ।

১৬. এই বাংলার আকাশ-বাতাস, সাগর-গিরি ও নদী ডাকিছে তোমারে বঙ্গবন্ধু, ফিরে  আসতে যদি।

১৭. আমার  চাষিরা হলো সবচেয়ে দুঃখী ও নির্যাতিত শ্রেণী এবং তাদের অবস্থার উন্নতির জন্য তাদের উদ্যোগের বিরাট অংশ অবশ্যই তাদের পেছনে নিয়োজিত করতে হবে।

১৮. যেখানে যিনি রয়েছেন, সেখান থেকে তিনি আপন কর্তব্য পালন করলে দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারবে না।

১৯. সমস্ত সরকারি কর্মচারীকে আমি অনুরোধ করে বলছি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা  করুন। গরিবের  উপর অত্যাচার করলে আল্লাহতালার কাছে জবাবদিহি দিতে হবে।

২০. হে মোদের বীর, আমাদের মহানায়ক! হাজার হাজার শতাব্দীর শ্রেষ্ঠতমদের শ্রেষ্ঠ বাঙালি, আমাদের মাঝে থেকে আপনি কখনোই চলে যেতে পারেন না। আপনি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু, আপনি আমাদের মাঝে ছিলেন এবং আপনিই থাকবেন। আরো হাজার হাজার বছর এই বাঙালির হৃদয়ের মনিকোঠায়।

২১. শোনো একটি মুজিবের থেকে লক্ষ্য নজীবের কণ্ঠস্বরের  ধ্বনি- প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে  রনি বাংলাদেশ, আমার বাংলাদেশ।

২২. ১৫ ই আগস্ট, জাতীয় শোক দিবস। ইতিহাসের পাতায় সবচেয়ে বর্বর, জঘন্য এবং নৃশংসতম একটি হত্যাকান্ড। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ নিহত সকলের প্রতি জানাই বিনস্ত্র শ্রদ্ধাঞ্জলি। আর ঘৃণ্য এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের সকলের প্রতি রইল একরাশ ঘৃণা।

১৫ ই আগস্ট নিয়ে স্ট্যাটাস

২৩. অযোগ্য নেতৃত্ব, নীতিহীন নেতা ও  কাপুরুষ রাজনীতিবিদদের সাথে কোনদিন একসাথে হয়ে দেশের কাজে নামতে নেই। তাতে দেশ সেবার চেয়ে দেশের ও জনগণের সর্বনাশী বেশি হয়।

২৪. সাত কোটি বাঙালির ভালোবাসার কাঙাল আমি। আমি সব হারাতে পারি, কিন্তু বাংলাদেশের মানুষের ভালোবাসা হারাতে পারবো না।

২৫. দেশ থেকে সর্বপ্রকার অন্যায়, অবিচার ও শোষণ উচ্ছেদ করার জন্য দরকার হলে আমি আমার জীবন উৎসর্গ করব।

২৬. ভিক্ষুক জাতির কোন ইজ্জত থাকে না। বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না। দেশের মধ্যে পয়সা করতে হবে।

২৭. বাঙালি জাতীয়বাদ না থাকলে আমাদের স্বাধীনতার অস্তিত্ব বিপন্ন হবে।

২৮. দেশের সাধারণ মানুষ যারা আজও দুঃখী, যারা আজও নিরন্তর সংগ্রাম করে বেঁচে আছে, তাদের হাসির-কান্না, সুখ-দুঃখকে  শিল্প-সাহিত্য- সংস্কৃতির উপজীব্য করার জন্য শিল্পী, সাহিত্য ও সংস্কৃতিসেবিদের প্রতি আহ্বান জানাচ্ছি।

২৯. এখনো রক্তের রং ভোরের আকাশে। যে রক্ত শুধু বঙ্গবন্ধুকে হত্যা করেনি, হত্যা করেছে সে বাংলাদেশের স্বপ্নকেও।

৩০. দেশকে ভালোবাসার আগে বঙ্গবন্ধুর সম্পর্কে জানো। কেননা তিনি শুধু স্বাধীনতার স্থপতি নন, তিনি আমাদের সমগ্র এবং বাংলাদেশের প্রাণ।

১৫ ই আগস্ট নিয়ে কবিতা

> সোনার বাংলার আকাশে, আজ উঠল আলোর অনুদিত,
শত শত তারকা দাঁড়ালে, সমুদ্রে জ্বলছে তিমিরিত।

> পূর্ণিমার চাঁদ আলোয় জগতে সবার হাসি,
শ্রদ্ধা ও গর্বের রঙে রঙিন হয়ে দিলাম আমি।

> আজকে স্বাধীনতার প্রতিক আকাশে প্রকাশিত,
মুক্ত আমার বাংলা, স্বাধীন আমার মহান দেশ।

> আমাদের মায়ের পথিক, তুমি মাতৃভূমির শিল্পী,
তোমার স্নেহময় হাতে শপথ নিল তুমি।

> বহুবিধ আশা দেখি আমি তোমার চোখে,
শপথ গ্রহণ করো, স্বপ্ন দেখবে এই মাটির মধ্যে।

> আমাদের স্বপ্ন যে পূরণ করবে স্বাধীনতা,
তাই লাল রঙে রঙিন হল আমার শপথপত্র।

> শপথ নিলাম আমি, তুমি কী নিয়ে তুমি যদি,
স্বাধীন আমার বাংলা, শক্তি মোর স্বাধীনতা।

> উঠলো বাংলার মাত্র, মহান আদিম দিগন্ত,
উড়িয়ে দিলো আমাদের স্বাধীনতার দ্বারবন্দ।

শোক দিবসের কবিতা

.> মর্ম ভাষা, মর্ম মাটি, মর্ম আদর্শ সন্ধান,
শক্তি মোর স্বাধীনতা, স্বপ্ন মোর স্বপ্নধান।

> সোনার বাংলা আমার, জয় বাংলা আমার,
তোমার সোনার সীমান্তে আমি জাগব আমার।

> স্বাধীনতার অভিমান আজ আকাশে উঠলো,
ভূমিকম্পে ভোরের সকালে, জগত হাসিলো।

> উঠুক প্রবল শক্তি, স্বাধীন আমার স্বপ্ন,
মম দেশের নিকটে আসে স্বপ্নের গহন।

> আমরা যে করবো, তাই দেখাবো আমরা,
স্বাধীন বাংলার মাটি মোর, মোর প্রাণ, মোর স্বপ্নের গহন।

> আমাদের প্রগতিশীল বাংলা, সকলের মধ্যে উঠুক,
জয় জয় বাংলাদেশ, আমরা জিতব সব মাতৃভূমির হাতছানিতে।

> স্বাধীনতা আমাদের পথে নিয়েছে এক আশা,
সকলের করুণ আমার বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্য্যের আকাশে।

১৫ ই আগস্ট নিয়ে ছন্দ

> স্বাধীনতার প্রশংসা করি,
ভারতের জন্মদিন, এই বিশেষ দিন,
পুরোপুরি স্বাধীন হল দেশ,
জীবন ভরে আনন্দ ও উল্লাস।

> এই বিশেষ দিনে বাজে সুর,
সবাই গানে হারিয়ে যায় সময়।
ভাষা ও সংস্কৃতির আলো জ্বলে,
সবাই মেলে যায় একসঙ্গে।

> এই আগস্টের দিনে মুক্তির স্নেহ,
আমরা সবাই করি উল্লাসের রেখ।
স্বাধীনতার আলোক জ্বলে উঠুক,
জীবন ভরে পূর্ণ হউক আনন্দের ভূপ।

> পথ প্রশস্ত হোক আবর্তনে সব,
স্বাধীনতার জ্যোতি যত্নে ধারণ।
মুক্তির পথে পথিক যাত্রী হল,
উল্লাসের গান করে যাত্রা চল।

> অবিচ্ছেদ্য আমাদের স্বাধীনতা,
অমর বিজয়ী বাংলাদেশ স্বপ্নময়।
উত্তরের মরুভূমি থেকে দক্ষিণের ঘাট,
সবাই গায়ে আঁধার জয় জগত।

> আজ মুক্তির শঙ্কে পুড়ে প্রজাপতি,
স্বাধীনতার প্রতীক প্রশস্তি।
সবাই মেলে যাক একত্রে সব,
১৫ ই আগস্টের উজ্জ্বল রঙধূপ।

> আমরা স্বাধীন হয়েছি,
আবার বিখ্যাত পৃথিবীতে,
জাগ্রত করছে বিশ্বের জন,
স্বাধীনতা দিবসে।

> আমাদের আমরা একজন,
এক এক বাংলাদেশী,
আমরা উচ্ছ্বসিত সমস্তদের,
স্বাধীনতা দিবসে।

> স্বাধীনতা আমাদের বাণী,
স্বাধীনতা আমাদের সোনার স্বপ্ন,
স্বাধীনতা আমাদের আশা,
স্বাধীনতা দিবসে।

> স্বাধীনতা দিবসে একল,
সবার মাঝে প্রতিষ্ঠিত আমি।
জাতির জননীকে শ্রদ্ধা জানাই,
স্বাধীনতা এসেছে আমার দামি।

> শক্তিশালী স্বাধীনতা হল যে,
যার আড়ালে বাজে জনগান।
এই স্বাধীনতা সবার স্বপ্ন,
আমরা সকলে সেই সম্পূর্ণ।

> ক্ষুদ্র হৃদয়ে মেলে স্বাধীনতা,
সবার আশা সেই দিনে জ্বলে।
বিপ্লব করে শক্তিশালী প্রতিষ্ঠা,
স্বাধীনতা দিবসে আমাদের কলে।

Read More