পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক – সৌদি, কাতার, দুবাই

কোন দেশে যাওয়ার জন্য ভিসা অত্যন্ত গুরুত্বপূর্ণপাস। তাই আপনি যদি প্রবাসে যেতে চান আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে খুব সহজেই আপনার ভিসা চেক করে নিতে পারবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা অত্যন্ত সহজ। এর জন্য আপনাকে নিয়ম জানতে হবে কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে হয়। ভিসা এমন একটি ডকুমেন্ট যা কোন ব্যক্তি কে নির্দেশ করে কোন দেশে প্রবেশের জন্য বা অবস্থানের জন্য।

আপনি যদি আপনার ভিসা চেক করতে চান তাহলে যে দেশে যেতে চান সে দেশে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ভিসা চেক করে নিতে পারবেন। আমি নিচে সৌদি দুবাই ও কাতার দেশে যাওয়ার জন্য ভিসা চেক করার পদ্ধতি তুলে ধরেছি। আপনি নিজে থেকে পাসপোর্ট নাম্বার দিয়ে উপরোক্ত দেশগুলোর ভিসা চেক করে নিতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করার জন্য আপনাকে কিছু নিয়ম কারণ অনুসরণ করতে হবে। নিচে আমি পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে কাতারের ভিসা চেক করতে হয় দিয়ে দিয়েছি। কাতারের ভিসা চেক করার জন্য আপনি নিচের স্টেপগুলো ফলো করুন।

> প্রথমে আপনি গুগল সার্চে গিয়ে সার্চ করুন portal.moi.gov.qa লিখে। এরপর আপনার সামনে একটা পেজ ওপেন হবে। এরপর পেজের মধ্যে inquiries বাটনটি ক্লিক করুন। ক্লিক করার পর কাতার ভিসা চেকিং অপসন আসবে।

> এরপর Visa Service option ক্লিক করুন। তারপর visa inquiry and printing অপশনটিতে ক্লিক করুন।

> visa inquiry and printing এই অপশনটিতে ক্লিক করার পর আপনার সামনে দুটি অপশন আসবে

  1. Visa Number
  2. Passport Number

যদি পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে চান তাহলে পাসপোর্ট নাম্বারের করেন পাসপোর্ট নাম্বার বসিয়ে দিন। এরপর nationality লেখার ডান পাশের ঘর থেকে বাংলাদেশ সিলেক্ট করে নিন। এরপর একটি ভেরিফিকেশন কোড আসবে সেই ভেরিফিকেশন কোড দিয়ে খালি ঘর পূরণ করেন। এরপর আপনার ভিসার সকল তথ্যাদি চলে আসবে।

পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক

প্রথমে ica smart service লিখে সার্চ করুন। সার্চ করার পর দেখবেন smartservice.ica.gov.ae এই ওয়েবসাইটটি চলে এসেছে। এরপর এই ওয়েবসাইটের লিঙ্ক এ প্রবেশ করুন। এরপর ওয়েবসাইটের উপরের মেনু থেকে public service বাটনে ক্লিক করুন।

উক্ত বাটনে ক্লিক করার পর নতুন একটি পেজ আপনার সামনে চলে আসবে। গুপ্তপ্রেস চলে আসার পর একদম নিচের দিকে চলে আসবেন এবং file validity অপশনে ক্লিক করবেন। এরপর যে পেজ আসবে সেখান থেকে search by  – passort information, select the type – Visa, passport number, passport expire date এবং nationality সিলেক্ট করুন।

তারপর i am not a robot বাটনে ক্লিক করুন। এরপর দেখবেন আপনার ভিসাএর যাবতীয় তথ্য চলে এসেছে। এভাবে আপনি আপনার ভিসা পাসপোর্ট নাম্বার দিয়ে চেক করে নিতে পারবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার জন্য প্রথমে https://visa.mofa.gov.sa/Enjaz/GetVisaInformation/Person এই ওয়েবসাইটে প্রবেশ করুন অথবা । visa.mofa.gov.sa/Enjaz/GetVisaInformation/Person লিংকে ক্লিক করুন।লিংকে প্রবেশ করার পর যদি পেইজটি আরবিতে থাকে তাহলে উপরে ডান পাশে মেনু বাটনে ক্লিক করে সেখানে English অপশনে ক্লিক করুন।

তারপর Find Applicant Data নামক ফ্রম ওপেন হবে সেখানে আপনার Passport Number এর ঘরে আপনার পাসপোর্ট নাম্বারটি লিখুন, Current Nationality তে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, এরপর Visa Type হিসেবে আপনার ভিসা কোন ধরনের তা সিলেক্ট করতে হবে যেমন Work আথবা business, Visa Issuing Authority তে ঢাকা সিলেক্ট করে দিতে হবে, সবশেষে Image Code টি লেখার পর সার্চ অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনি আপনার ভিসার সকল তথ্য পেয়ে যাবেন।

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

আমরা জানি দুই উপায়ে ভিসা চেক করা যায়। এখনো পাসপোর্ট নাম্বার দিয়ে। আরেকটি হলে ভিসা নাম্বার দিয়ে। আমাদের আজকের এই পোস্টের বিষয় পাসপোর্ট নাম্বার দিয়ে কিভাবে ভিসা চেক করা যায়। পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার পূর্বে আপনার জানা থাকতে হবে প্রথমে আপনি কোন দেশে যাইতেছে। এখন আপনি যদি ধরেন সৌদি আরব যান তাহলে আপনাকে সৌদি আরবের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে হবে।

এভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য আপনাকে যে দেশে যাবেন ওই দেশ অনুযায়ী ভিসা চেক করতে হবে। আমি ভিসা চেক করার নিয়ম উপরে তুলে ধরেছি। উপরে আমি পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি-কাতার ও দুবাই এর ভিসা চেক করার নিয়ম দিয়ে দিয়েছি। তাই পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক কিভাবে করতে হয় তা জানতে উপরের অংশ ফলো করুন।

Read More 

Hosting Partner