উপায় একাউন্ট খোলার নিয়ম, বোনাস ও রেফার অফার

UCB ব্যাংক এর একটি ডিজিটাল অর্থনৈতিক সেবা হচ্ছে উপায়। উপায় বাংলাদেশের নতুন ব্যাংকিং সেবা প্রতিষ্ঠান। 2021 সালের 17 ই মার্চ এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে শুরুতেই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।UCB ব্যাংকের সেবা সম্পর্কে আমরা অনেক আগে থেকেই জানি। আগে UCB ব্যাংকের সেবা প্রতিষ্ঠান নাম ছিল ইউক্যাশ। পূর্বে যার অনেক নাম ছিল। তবে বর্তমানে নতুন আনকোরা মোবাইল ব্যাংকিং সিস্টেমে উপায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। উপায় অ্যাকাউন্ট খোলার মাধ্যমে পাবেন আপনি অনেক সুবিধা।

আপনার যদি উপায় অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি বিদ্যুৎ বিল দেয়ার পাশাপাশি এটিএম বুথের সুবিধাও পাবেন। যদি আপনি এ সকল সুবিধা এক্ষেত্রে পেতে চান তাহলে আপনাকে অবশ্যই উপায় একাউন্ট খুলতে হবে। আজকের এই পোস্টে আমি উপায় একাউন্ট খোলার নিয়ম, এর বোনাস ও রেফার অফার সম্পর্কে বিস্তারিত তুলে ধরব। যারা উপায় একাউন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চান আজকের পোস্টটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।

উপায় একাউন্ট খোলার নিয়ম

উপায় একাউন্ট খোলা খুবই সহজ। উপায় একাউন্ট খোলার জন্য প্রথমে আপনাকে উপায় এর অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তবে আপল স্টরে উপায় অ্যাপ পাওয়া যায় না। যার কারণে আপনি আপল ফোন দ্বারা উপায় অ্যাকাউন্ট খুলতে পারবেন না। উপায় একাউন্ট খোলার জন্য আপনার প্রয়োজন অ্যান্ড্রয়েড ফোন। চলুন এবার একাউন্ট খোলার নিয়ম জেনে নেই।

> প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে ‘Upay’ লিখে সার্চ করুন। এরপর উপায় অ্যাপ চলে আসবে। সেখান থেকে তা ডাউনলোড করে ইন্সটল করে নিন। উপায় অ্যাপ ইন্সটল করার পর রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে রেজিস্ট্রেশন অথবা লগইন বাটনে ক্লিক করতে হবে।

> রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর ডিভাইসটি আপনার লোকেশন অন করতে বলবে। তখন আপনি Allow বাটনে ক্লিক করবেন।এরপর আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারের সাথে আপনার মোবাইল নাম্বার কোন কোম্পানির তাও দিতে হবে।

> এরপর নিচের দিকে দেখতে পাবেন ‘Verify Number’ অপশন। Verify Numbe অপশনে ক্লিক করুন। এরপরপর আপনি আরেকটি ইন্টারফেস দেখতে পারবেন। এখানে অ্যাপটি আপনার এসএমএস দেখার ও পাঠানোর অনুমতি চাইবে। ইহা বাধ্যতামূলক কেননা এর মাধ্যমে নাম্বারে ওটিপি ( OTP ) পাঠানো হয়।

> তাই অবশ্যই Allow বাটনে ক্লিক করে অনুমতি দিয়ে দিবেন। এক মিনিট অপেক্ষা করুন। দেখবেন এক মিনিট পর আপনার ওটিপি চলে এসেছে। কিছু কিছু সময় ওটিপি আসছে একটু বেশি সময় লাগতে পারে। তখন পুনরায় রিফ্রেশ করুন।

> এর পরের কাজ হল জাতীয় পত্রের যাচাই। এরপর আপনাকে আইডি কার্ডের সামনের ও পেছনের ছবি আপলোড করতে হবে। এর পূর্বে আপনাকে ক্যামেরার সামনে আপনার চেহারা প্রদর্শন করতে হবে। এরপর আপনার ক্যামেরা ও ভিডিও রেকর্ড বাটনের অনুমতির জন্য Allow বাটনে ক্লিক করতে হবে।

> অনুমতি দেওয়ার পর আপনার আইডি কার্ডের সামনের ও পেছনের ছবি সেখানে তুলে আপলোড করুন। উপায় অ্যাপের সাহায্যে আপনার মুখের ছবি তুলতে হবে। মনে রাখবেন চোখ ছোট করে চাইলে অথবা চোখের পাতা টিপটিপ না করলে আপনার ছবি উঠবে না। তাই চোখের পাতা নাড়াতে থাকেন। দেখবেন ছবি উঠে গেছে।

> দেখতে পারবেন আপনার জাতীয় পর্বের যাচাই সফল হয়ে গেছে। পেশার নির্ধারণ করুন ও আপনার লিঙ্গ নির্ধারণ করুন। এরপর confirm বাটনে ক্লিক করুন। জাতীয় পরিচয় পত্রের নাম্বার, বাবার নাম, মায়ের নাম ঠিকানা সবকিছু সঠিক ভাবে দিবে। এরপর i agree upay terms and service বাটনে ক্লিক করুন।

> এর পরবর্তী ধাপে আসবে পিন নাম্বার। মনে রাখবেন পিন নাম্বারের জন্য একই ধাপের নাম্বার, কই নাম্বার বারবার ও প্রথমে 0 দিয়ে কোন নাম্বার ব্যবহার করতে পারবেন না। পিন নাম্বার ব্যবহারের পর তা কখনো কাউকে জানাবেন না। এরপর confirm বাটনে ক্লিক করুন।

আপনার উপায় একাউন্ট খোলার সকল প্রক্রিয়া শেষ হয়ে গেছে। আপনি উপায় এর একজন গ্রাহক হয়ে গেছে। উপায় একাউন্ট এর কার্যক্রম যদি আপনি শুরু করতে চান তাহলে get start বাটনে ক্লিক করে শুরু করুন।

উপায় একাউন্ট এর সুবিধা

  • আপনি যদি প্রথম উপায় একাউন্ট রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি 50 এমবি বোনাস পাবেন সেই সাথে 50 টাকা পর্যন্ত ক্যাশ রিওয়ার্ড।
  • প্রথম ধাপে একাউন্ট রেজিস্ট্রেশন করা হলে ইন্সট্যান্ট ২৫ টাকা রিওয়ার্ড এবং দ্বিতীয় ধাপে একাউন্ট খোলার ৭ দিনের মধ্যে ৫০ টাকা বা তার বেশি মোবাইল রিচার্জ করা হলে আরও ২৫ টাকা ক্যাশ ব্যাক।
  • গ্রামীণফোন নাম্বার থেকে আপনার Upay account টি এমবি ছাড়াই অপারেট করতে পারবেন।
  • ঘরে বসে যেকোন নাম্বারে সেন্ড মানি এবং মোবাইল রিচার্জ করতে পারবেন।
  • বিভিন্ন ব্যাংক থেকে উপায় একাউন্টে অ্যাড মানি অথবা ক্যাশ ইন করতে পারবেন যত খুশি তত বার।
  •  UCB ব্যাংকের ৫০০ টির অধিক ATM Booth থেকে হাজারে মাত্র ৮ টাকা খরচে Upay account  থেকে ক্যাশ আউট করা যাবে।
  • একটি একাউন্ট থেকে অপর একটি একাউন্টে সম্পূর্ণ বিমা খরচে সেন্ড মানি করার সুযোগ।

আপনি যদিও পায় একাউন্ট খুলেন সে ক্ষেত্রে আপনি উপরের দেয়া সকল সুবিধাগুলো পাবেন। এছাড়াও আরো অনেক সুযোগ সুবিধা রয়েছে যা আপনি ব্যবহার করলে বুঝতে পারবেন। তাই যাদের এখনও উপায় অ্যাকাউন্ট নেই তারা দ্রুত উপায় একাউন্ট খুলে ফেলুন।

উপায় একাউন্ট রেফার বোনাস

উপায় একাউন্ট রেফার করে 10 টাকা বোনাস পাওয়া যায়। আপনি যদি কারো উপায় একাউন্ট খুলে দেন সেক্ষেত্রে রেফার করে আপনি দশ টাকা পেতে পারেন। এর জন্য প্রথমে আপনার উপায় অ্যাকাউন্টে লগইন তাই করে সেখান থেকে মোর অপশনে গিয়ে রেফার অপশনে ক্লিক করুন। সেখান থেকে রেফার কোড নিয়ে আপনি যাকে উপায় একাউন্ট খুলে দেবেন তার একাউন্টিং রেফার অপশন কোড থাকবে সেখানে কোড বসিয়ে দিবেন । দেখবেন আপনার একাউন্টে দশ টাকা বোনাস চলে এসেছে।

উপায় অ্যাপ বোনাস

আপনি যদি গুগল প্লে স্টোর থেকে উপায় অ্যাপ ইন্সটল করে রেজিস্ট্রেশন করেন তাহলে আপনি সাথে সাথে 50 টাকা বোনাস পেয়ে যাবেন। আবারও মনে রাখবেন কিছু কিছু ক্ষেত্রে 55 টাকা বোনাস দিয়ে থাকে। আপনি যদি উপায় অ্যাপ থেকে বোনাস পেতে চান তাহলে উপায় অ্যাপ ইন্সটল করে রেজিস্ট্রেশন করে ফেলুন।

উপায় একাউন্ট কোড

উপায় একাউন্ট কোড পাওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার উপায় অ্যাকাউন্ট লগইন করতে হবে। উপায় একাউন্ট লগইন করার পর সেখানে নিচের থেকে আপনি মোর অপশনে ক্লিক করবেন। মোর অপশনে ক্লিক করার পর দেখবেন নিচের দিকে রেফার কোড দেখা যাচ্ছে। এইভাবে উপায় একাউন্ট কোড বের করতে হয়।

উপায় একাউন্ট চেক

Upay একাউন্ট চেক করার জন্য প্রথমে *268# লিখে ডায়াল করুন। এরপর আপনার সামনে অনেকগুলো অপশন আসবে। সেখান থেকে আপনি 7 নম্বর অপশন সিলেক্ট করুন। এরপর অনেকগুলো অপশন ওপেন হবে সেখান থেকে 1 নম্বর অপশন সিলেক্ট করুন। এরপর আপনার উপায় একাউন্টের পিন নাম্বার দিতে হবে। তারপর আপনি আপনার ব্যালেন্স দেখতে পারবেন।

Read More

মায়ের ভালোবাসার স্ট্যাটাস ও কবিতা

পল্লী বিদ্যুৎ মিটার অনলাইনে আবেদন করার নিয়ম – আবেদন ফি কত

টাকা ইনকাম করার অ্যাপ ২০২২

স্মার্ট আইডি কার্ড সংশোধন করার নিয়ম

Hosting Partner