আজকের এই পোস্টে আমরা আলোচনা করব মালয়শিয়ান ভিসা চেক করার নিয়ম নিয়ে। এই পোস্ট পড়ার মাধ্যমে আপনি ঘরে বসে আপনার ব্যবহৃত স্মার্টফোন দিয়ে মালয়শিয়ান ভিসা চেক করে নিতে পারবেন। এর জন্য আপনাকে কারো নিকট যাওয়ার প্রয়োজন নেই। আপনি খুব সহজেই Employer Identification Card No. দিয়ে অথবা Company Registration No নাম্বার দিয়ে আপনার মালয়শিয়ান ভিসা চেক করে নিতে পারবেন।
মালয়েশিয়া এবছর শ্রমিক নিয়োগ দেয়ার কথা বলার সাথে সাথে মানুষের মনে এক অন্যরকম উত্তেজনা সৃষ্টি হয়েছে। কেননা দীর্ঘদিন যাবত মানুষ মালয়েশিয়া যাওয়ার জন্য মুখিয়ে ছিল। বর্তমানে তাদের স্বপ্ন সত্যি হতে চলেছে। সবাই মালয়েশিয়া যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে। মালয়েশিয়া যাওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকার অন্যতম কারণ এদেশের থাকা খাওয়ার ব্যবস্থা ও বেতন স্কেল।
মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম
ধাপ – 1: মালয়শিয়ান ভিসা চেক করার জন্য প্রথমে গুগল সার্চে গিয়ে immigration department of malaysia লিখে সার্চ করুন। সার্চ করার পর দেখবেন আপনার সামনে একটি পেইজ ওপেন হয়েছে, সেখান থেকেApplication Status Inquiry তে ক্লিক করুন।
ধাপ – 2: এরপর দেখতে পাবেন মালয়েশিয়া গভর্নরের অফিশিয়াল ওয়েবসাইট https://eservices.imi.gov.my ওপেন হয়েছে। এরপর আপনি ভিসা চেক করার জন্য দুটি পদ্ধতি অনুসরণ করতে পারেন। একটি Employer Identification Card No. দিয়ে এবং অপরটি হল Company Registration No.
ধাপ – 3: আজকে আমি আপনাদের দেখাব কিভাবে Company Registration No.দিয়ে ভিসা চেক করা যায়। আপনি কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার এর জায়গায় আপনার ভিসায় থাকা কোম্পানি রেজিস্ট্রেশন নাম্বার টি দিয়ে সার্চ করুন। এরপর আপনিই কোম্পানিগুলোতে কতগুলো ভিসা হয়েছে তাও দেখতে পারবেন।
ধাপ – 4: এরপর আপনি আপনার নাম Maid Name/Employee কলাম থেকে খুঁজে নিন। আপনি আপনার নাম খুঁজে পাওয়ার পর নামের পাশে Status অপশনে গিয়ে দেখুন সেখানে কি লেখা আছে। যদি সেখানে PRINT লেখা থাকে তাহলে বুঝতে হবে আপনার ভিসাটি হয়ে গেছে। এবার আপনার ভিসাটি সংগ্রহ করে নিতে পারেন।
Status এর স্থানে print বাদেও আরো সাধারণের status আসতে পারে। আপনার বিশ্বের বর্তমান অবস্থার ওপর তা নির্ভর করে। উপরের অংশটি হলো ভিসা চেক করার পদ্ধতি।
অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার নিয়ম
অনলাইনে মালয়েশিয়া ভিসা চেক করার জন্য প্রথমে immigration department of malaysia লিখে গুগলে সার্চ করে নিন। এরপর আপনার সামনে থে পেজ ওপেন হবে সেখান থেকে Application Status Inquiry তে ক্লিক করে উপরের নিয়ম অনুসারে ভিসা চেক করে নিন।
করোনা ভাইরাসের মহামারী ও বাংলাদেশের সাথে রাজনৈতিক সমস্যার কারণে দীর্ঘদিন মালয়েশিয়ার ভিসা বন্ধ ছিল। তবে এ বছর মালয়েশিয়া সরকার বাংলাদেশ থেকে আবার জনশক্তি নিয়োগ দেয়ার কথা বলেছে। দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের মানুষ মানুষের জন্য মুখিয়ে ছিল।
মালয়েশিয়া সরকার ঘোষণা দেয়ার পর থেকে অধীর আগ্রহে বসে আছে মালয়েশিয়া যাওয়ার জন্য। আমরা সকলেই জানি মালয়েশিয়া কাজ অত্যন্ত সহজ হয়ে থাকে। সেইসাথে এদেশের থাকা-খাওয়া ব্যবস্থা ও বেতন ব্যবস্থা অনেক ভালো হয়। কোম্পানির সাথে বিশেষ ব্যবস্থা অত্যন্ত উন্নত মানের।
মালয়েশিয়া ভিসা চেক
তেরোটি অঙ্গরাজ্য ও তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে মালয়েশিয়া গঠিত। মালয়েশিয়া প্রতিনিয়ত ও তাদের ক্ষমতা দেখিয়ে যাচ্ছে। দিন দিন তাদের উন্নতির ধারাবাহিকতা যেন বৃদ্ধি পাচ্ছে। অন্যান্য দেশের তুলনায় মালয়েশিয়া এখন এতটাই উন্নত হয়েছে যে তাদের উন্নতির রোল মডেল বলা চলে।
শেষ কথা
আমাদের এই ওয়েবসাইটে আপনার প্রয়োজনীয় সকল তথ্য নিয়ে আমরা কাজ করে থাকি। আর আমাদের দেয়া তথ্যগুলো সর্বদা সঠিক এবং আপডেট হয়ে থাকে। যদি আমাদের দেয়া পোস্ট গুলো আপনাদের ভালো লাগে তাহলে আমাদের সঙ্গেই থাকবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
Read More
মালয়েশিয়া যেতে কত টাকা লাগে ও বয়স কত লাগে