16 ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই দিনটি বাঙালি জাতির জন্য একটি স্মরণীয় দিন। কেননা দীর্ঘদিন পাকিস্তানিদের কাছ থেকে অত্যাচারিত হয়ে মানুষ তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রায় নয় মাস যুদ্ধ করে বিজয় অর্জন করেছে। আর এই বিজয় দিবসের প্রীতি প্রতিটি বাঙালির মনে গাঁথা। কেননা এর মাঝে মিশে আছে 30 লক্ষ মানুষের রক্ত। কেননা মুক্তিযুদ্ধে প্রায় 30 লক্ষ মানুষ শহীদ হয়। যাদের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা এইসুনদর বাংলাদেশ। আর যদি তারা না থাকতো তাহলে আমরা এই সোনার বাংলাদেশ পেতাম না।
যারা এই বিজয় দিবস নিয়ে সুন্দর সুন্দর উক্তি, অনুচ্ছেদ, কবিতা স্ট্যাটাস খুঁজছেন আজকের পোস্টটি তাদের জন্য। আজকের এই পোস্টে আমি বিজয় দিবস নিয়ে উক্তি, অনুচ্ছেদ, কবিতা, স্ট্যাটাস, ছন্দ তুলে ধরেছি। আরো তুলে ধরেছি বাঙালির ধামাল ছেলেমেয়েদের রক্তে গাঁথা কবিতা ও তাদের কথা।
বিজয় দিবস নিয়ে কবিতা
নিচে আমি বিভিন্ন কবিদের অসাধারণ কিছু কবিতা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনাদের কবিতাগুলো ভালো লাগবে। আপনারা চাইলে কবিতাগুলো মহান বিজয় দিবসে আপনারা আবৃত্তি করতে পারেন। কবিতাগুলো মন থেকে লেখা মহান বিজয় দিবসের জন্য।
লাল সবুজের স্মৃতি ঘেড়া নিশান আমার উড়ে।
কিনেছিলাম রক্ত দিয়ে বিজয় ডিসেম্বরে।
মাগো তোমার চোখের জলে,
জয় বাংলা ধ্বনি তুলে,
হাজার ছেলে প্রাণ দিল ঐ নতুন আশার ভোরে।
রক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে।
মাগো তুমি হায়েনা ভয়ে কাঁদছ দেখে তাই।
তোমার ছেলে ঘর ছেড়েছে তোমায় দিতে ঠাঁই
বিশ্বমাঝে উচ্চাসনে,
পাক বাহিনীর নির্যাতনে,
আর হবেনা শোষন এবার তোমার আপন ঘরে।
রক্ত দিয়ে কেনা এই বিজয় ডিসেম্বরে। ( সিফাত আহমেদ )
বিজয় দিবস নিয়ে বিখ্যাত কবিতা
বাঙ্গালীর সেই বিজয়ের হাসি হীরে হয়ে জ্বলবে,
যুদ্ধাপরাধীর বিচারের দাবী দেশজুড়ে চলবে।
যাদের ত্যাগের বিনিময়ে এসেছিল এই বিজয়,
তাদের স্মরণে করবো এবার মোরা বিশ্বজয়।
শাহাবাগের বহু কন্ঠে জেগে ওঠো আমার দেশ,
সবশেষে তাই বলতে চাই…
শুভ জন্মদিন, বাংলাদেশ!
আবার এলো ফিরে
ধানসিঁড়িটির তীরে
বাংলার বিজয় ক্ষণ
এসো মাতি আনন্দে
নাচি গাই ছন্দে ছন্দে
ভেসে যাই বিমুগ্ধ সমীরণ।
ভুলিনি কখনো মোরা
দেশসেরা সন্তান,
যারা বিলিয়েছিল প্রান ও মন
উড়েছিল বাংলার পটে
সাগরসম রক্তের তটে
স্বাধীন বাংলার বিজয় নিকেতন।
বিজয় দিবস নিয়ে ছোট কবিতা
১৬ই ডিসেম্বর এলে
মনটা আমার কেমন কেমন করে
সোনার ছেলেরা যে যুদ্ধে গিয়ে
আর ফেরেনি ঘরে।
পাক হানাদারদের ওই হাতে
মরলো মানুষ দিনে রাতে
দেশের জন্য জীবন দিয়ে
শহীদ হলো তারা তাতে।
নয় মাস যুদ্ধ করে
সব হানাদার হলো শেষ
সৃষ্টি হলো এক নতুন দেশের
দেশের নামটি বাংলাদেশ।
এই বিজয়ের মাঝেও যে
অনেক কষ্ট আছে
জীবন দিয়ে লাখো মানুষ
ষোলই ডিসেম্বরে
দেশকে মোরা কী দিয়েছি
দেখি হিসাব করে।
দেশের মানুষ থাকুক ভালো
মিলিয়ে কান্না হাসি
আসো সবাই একটু হলেও
দেশকে ভালোবাসি।