ফ্রান্সের ১ টাকা বাংলাদেশের কত টাকা

আমাদের আজকের পোষ্টের বিষয় ফ্রান্সের টাকার রেট। ফ্রান্সের টাকাকে ইউরো বলা হয়। একটা সময় ইউরো এর অনেক দাপট ছিল। তবে বর্তমানে তা প্রায় ডলার রেটের কাছাকাছি এসে পড়েছে। বর্তমানে ফ্রান্সের টাকার মান কিছুটা কমেছে। বর্তমানে ডলারের থেকে ইউরো এর রেট সামান্য কিছুটা বেশি। পূর্বে ডলার রেট থেকে ইউরো এর মান অনেক বেশি ছিল। কিন্তু রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের সময় থেকে তা কিছুটা কমে গিয়েছে।

অনেকে আছে যারা ফ্রান্সের এক টাকা বাংলাদেশের কত টাকা তা জানার জন্য গুগলে সার্চ করে থাকে। কেননা ইউরো এর মান সম্পর্কে জানতে বেশিরভাগ মানুষ আগ্রহী। আবার অনেক প্রবাসী রয়েছে যারা ফ্রান্সে থাকে। তারা ফ্রান্সের টাকার মান জানতে বেশি আগ্রহী। কেননা যখন তারা বাংলাদেশে টাকা পাঠায় তখন তারা এর মান গুগলে সার্চ দিয়ে জেনে নেয়। চলুন এবার দেখে নেই ফ্রান্সের এক টাকা বাংলাদেশের কত টাকা।

ফ্রান্সের ১ টাকা বাংলাদেশের কত টাকা

ফ্রান্সের ১ টাকা বাংলাদেশের ১১৪.১৬ টাকা। তবে এই টাকার পরিমান যে কোন সময় কম বেশি হতে পারে। তবে খুব একটা কম বেশি হবে না। বড়জোর ১ থেকে ৫ টাকা কম বেশি হয়। নিচে আমি আরও বিস্তারিত তুলে ধরেছি। যারা ফ্রান্সের টাকা রেট সম্পর্কে বিস্তারিত জানতে চান তারা নিচে থেকে আরও বিস্তারিত দেখে নিন।

ফ্রান্সের ১ টাকা = বাংলাদেশের ১১৪.১৬ টাকা।

ফ্রান্সের ১০ টাকা = বাংলাদেশের ১১৪১. ৬০ টাকা।

ফ্রান্সের ২০ টাকা = বাংলাদেশের ২২৮৩.২০ টাকা।

ফ্রান্সের ৫০ টাকা = বাংলাদেশের ৫৭০৮ টাকা।

ফ্রান্সের ১০০ টাকা = বাংলাদেশের ১১৪১৬ টাকা।

ফ্রান্সের ২০০ টাকা = বাংলাদেশের ২২৮৩২ টাকা।

ফ্রান্সের ৫০০ টাকা = বাংলাদেশের ৫৭০৮০ টাকা।

ফ্রান্সের ১০০০ টাকা = বাংলাদেশের ১১৪১৬০ টাকা।

ফ্রান্সের ১৫০০ টাকা = বাংলাদেশের ১৭১২৪০ টাকা।\

ফ্রান্সের ২০০০ টাকা = বাংলাদেশের ২২৮৩২০ টাকা।

ফ্রান্সের ৫০০০ টাকা = বাংলাদেশের ৫৭০৮০০ টাকা।

ফ্রান্সের ১০০০০ টাকা = বাংলাদেশের ১১৪১৬০০ টাকা।

ফ্রান্সের ১০০০ টাকা বাংলাদেশের কত টাকা

ফ্রান্সের ১০০০ টাকা বাংলাদেশের ১১৪১৬০ টাকা। সময়ের সাথে ফ্রান্সের টাকার মান দিন দিন কমতেছে। আবার এমন হতেও পারে ফ্রান্সের টাকার মান আবার পূর্বের মতো বৃদ্ধি পাবে। পূর্বে ফ্রান্সের টাকার মান অনেক বেশি ছিল। ডলারের তুলনায় ফ্রান্সের টাকার মান প্রায় বাংলাদেশি টাকা হিসেবে ৫০ টাকা বেশি থাকতো। তবে বর্তমানে যুদ্ধ পরিস্থিতির কারণে ফ্রান্সের টাকার মান কিছুটা কমে গেছে।

বর্তমানে ফ্রান্সের টাকার মান প্রায় ডলার রেটের সমান। বর্তমানে ১ ডলার সমান ১০৭.২৬ টাকা। আর ফ্রান্সের এক টাকা সমান ১১৪.১৬ টাকা। আশা করি বুঝতে পেরেছেন ফ্রান্সের টাকার মান প্রায় ডলারের কাছাকাছি চলে এসেছে। ধারণা করা হচ্ছে অল্প কিছুদিনের মধ্যেই ডলারের টাকার মান ও ফ্রান্সের টাকার মান সমান হয়ে যাবে।

ফ্রান্সের ১ ইউরো বাংলাদেশের কত টাকা

বর্তমানে ফ্রান্সের ১ ইউরো সমান বাংলাদেশের ১১৪.১৬ টাকা। প্রতিদিন টাকার মান হ্রাস বৃদ্ধি পাচ্ছে। যার ফলে যে কোন সময় এই টাকার মান কমে যেতেও পারে আবার বেড়ে যেতে পারে। তবে যখন এই টাকার মান কমে যাবে অথবা বেড়ে যাবে তখন আমি আমার সাইটে তা আপডেট করে দিব। যার ফলে আপনি সবসময় এখান থেকে ইউরো এর মান সঠিক পাবেন।

১ ইউরো = ১১৪.১৬ টাকা।

১০ ইউরো = ১১৪১. ৬০ টাকা।

৫০ ইউরো = ৫৭০৮ টাকা।

১০০ ইউরো = ১১৪১৬ টাকা।

২০০ ইউরো = ২২৮৩২ টাকা।

৫০০ ইউরো =  ৫৭০৮০ টাকা।

১০০০ ইউরো =  ১১৪১৬০ টাকা।

৫০০০ ইউরো = ৫৭০৮০০ টাকা।

১০,০০০ ইউরো = ১১৪১৬০০ টাকা।

১ ইউরো কত টাকা

১ ইউরো সমান বাংলাদেশি টাকার হিসেবে ১১৪.১৬ টাকা।

১০০০ ইউরো কত টাকা

১০০০ ইউরো সমান বাংলাদেশি টাকার হিসেবে ১১৪১৬০ টাকা।

৫০০ ইউরো কত টাকা

৫০০ ইউরো সমান বাংলাদেশি টাকার হিসেবে  ৫৭০৮০ টাকা।

Read More 

Hosting Partner