মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস, মেসেজ, গল্প ও ক্যাপশন

মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস, মেসেজ, গল্প ও ক্যাপশন

মধ্যবিত্ত ছেলেদের জীবন অনেক কষ্টের হয়। মধ্যবিত্ত শব্দটা ছোট হলেও অনেক কিছুই বোঝানো হয়। জীবনের সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে যেতে হয়, স্বপ্ন দেখতেও ভয় লাগে, যদি পূরণ না হয় তাহলে তো আরো বেশি কষ্ট পেতে হবে। যখন নিজের দায়িত্ব নেওয়ার বয়স হবে না, ঠিক সেই মুহূর্তেই আপনাকে পরিবারের দায়িত্ব নিতে হবে। এবং সে অনুযায়ী জীবন চালিয়ে যেতে হবে। আপনার মনে যখন কোন স্বপ্নের উকি দেবে স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে। কারণ দিন শেষে আপনি মধ্যবিত্ত, আপনাকে নিজের কথা ভাবলে হবেনা পরিবারের সকলের কথা ভাবতে হবে। পরিবারের জন্য কিছু করতে হবে।

মধ্যবিত্ত ছেলেদের জীবনের গল্প

বেশিরভাগ সময় টাকার কারণে মধ্যবিত্ত ছেলেদের স্বপ্ন ও ভালোবাসা এর হেরে যায়। কারণ মধ্যবিত্তরা অনুভূতি থেকে বাস্তবতাকে বেশি গুরুত্ব দেয়।  মধ্যবিত্ত পরিবারের ছেলেরা স্বপ্ন দেখতেই ভালোবাসে। কারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেরা খুব করে জানে যে স্বপ্ন ছাড়া তাদের জীবন রাখার কোন রাস্তা নেই। মধ্যবিত্ত পরিবারের ছেলেরা কখনো অন্যদের মত বেপরোয়াভাবে চলতে পারে না। মধ্যবিত্ত পরিবারের সন্তান মানেই সে একজন বড় মাপের অভিনেতা। কষ্টের মাঝে থাকলেও ভালো থাকার অভিনয়টা বেশ ভালই করতে জানে।

মধ্যবিত্ত ছেলেদের কষ্টের স্ট্যাটাস

  ১. ভালো না থেকেও ভালো থাকার মিথ্যে অভিনয়ে মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই সেরা।

 ২. মধ্যবিত্ত পরিবারগুলোর ছেলেরাই জানে, জন্মের সময় থেকেই শিক্ষা শুরু হয়ে যায়।

 ৩. জন্ম থেকেই মধ্যবিত্ত পরিবারের ছেলেদের বিবেক   আত্মসম্মানবোধ গাঢ় হয়ে থাকে। কারণ তারা খুব ভালো করে বুঝতে    শিখে নেন যে, এই রঙিন পৃথিবীতে তাদের জন্য অনেক বাধা নিষেধ নিয়ম করা আছে অনেক পূর্ব থেকে। আর সব বাধা নিষেধ গুলো মেনেই তাকে বেঁচে থাকতে হবে, তা না হলে বিপদ।

  ৪.  মধ্যবিত্ত ঘরে জন্ম নিলেই বোঝা যায় দুনিয়াটা কত কঠিন।

৫.মধ্যবিত্ত ঘরের ছেলেরা হাজার কষ্টের মাধ্যমে বেড়ে ওঠে।

৬. প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ বা সংগ্রাম করে বেঁচে থাকার নামই মধ্যবিত্ত।

 ৭. মধ্যবিত্ত পরিবারের ছেলেরা কখনো আনন্দ উল্লাস করতে পারে না। কারণ তারা জানে জীবনটা কত কঠিন।

৮. মধ্যবিত্ত ঘরের সন্তানরাই পৃথিবীর আসল রূপ দেখতে পায়। শুধুমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই জানেন জীবন কতটা ভয়ানক!

 ৯. মধ্যবিত্ত মানে ভালোবাসার ইচ্ছা আছে কিন্তু তা প্রকাশ করার কোন পথ নেই।

১০. মধ্যবিত্ত মানে হাজার কষ্ট বুকে চেপে ধরে রাখা। তারা কষ্টগুলো বাহিরে কারো কাছে প্রকাশ করতে পারেনা।

১১. মধ্যবিত্ত মানে পছন্দের জিনিসগুলো টাকার অভাবে কিনতে না পারা। আর হাজারো স্বপ্ন থাকার পরেও স্বপ্ন পূরণ করতে না পারা।

১২. মধ্যবিত্ত ঘরের ছেলেরা দিনশেষে টাকার কাছে হেরে যায়।

১৩. মধ্যবিত্ত পরিবারের ছেলেদের সাধ আছে কিন্তু সাধ্য নেই, কারণ তারা মধ্যবিত্ত।

১৪. মধ্যবিত্ত ছেলেরা কারো প্রিয় মানুষ হয় না। কারণ তাদের  দুঃখ কষ্ট কেউ বোঝার চেষ্টা করে না।

১৫.  মধ্যবিত্ত পরিবারের ছেলেদের ইতিহাস পড়তে হয় না, কারণ তাদের জীবনটাই একটাই ইতিহাস।

ছেলেদের কষ্টের স্ট্যাটাস

১৬. বুকে হাজারটা স্বপ্ন নিয়ে ঘুরে বেড়ানোর নামে হলো মধ্যবিত্ত।

১৭. মধ্যবিত্ত পরিবারের ছেলেগুলো খুব তাড়াতাড়ি সংসারের হাল ধরতে শেখে। কারণ তারা বেড়ে ওঠা সাথে সাথে বাবার কষ্টগুলো খুব হারে হারে টের পায়।

১৮.  মধ্যবিত্ত মানে বুকের ভেতর হাজারটা কষ্ট নিয়েও বলতে পারা আমি ভালো আছি।

১৯. এই পৃথিবীতে সবচেয়ে বেশি সংগ্রাম করে বাঁচে মধ্যবিত্ত পরিবার। এদের মত সংগ্রাম করা খুব কম মানুষই আছে। মূলত তারাই দুনিয়ার আসল রূপ দেখতে পায়।

 ২০. মধ্যবিত্ত ঘরের ছেলেদের ইচ্ছে থাকলেও তাদের ইচ্ছে পূরণ করার মত কেউ থাকেনা।

 ২১. গাড়িতে না যেয়ে, পায়ে হেঁটে টাকা বাঁচানোর নামই হলো মধ্যবিত্ত।

 ২২. আমি মধ্যবিত্ত, তাই কাউকে ভালোবেসে তাকে নিয়ে স্বপ্ন দেখতেও ভয় লাগে। কারণ মধ্যবিত্তদের কেউ কখনো ভালোবাসে না, তাদের সাথে সবাই ভালোবাসার অভিনয় করে।

 ২৩. মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলোর পকেট ভরা টাকা না থাকলেও বুক ভরা ভালোবাসা ঠিকই আছে।

 ২৪. কেবল চাকরি নয় স্বপ্ন দেখতে গেলেও যোগ্যতার প্রয়োজন হয়। কারণ মধ্যবিত্তদের স্বপ্ন দেখাটাই একমাত্র বোকামি।

ছেলেদের কষ্টের মেসেজ

 ২৫. মধ্যবিত্তদের ঘরের ছেলেদের স্বপ্ন দেখা উচিত নয়। কারণ স্বপ্ন পূরণের প্রতিজ্ঞা করার সময় মধ্যবিত্তদের নেই।

 ২৬. মধ্যবিত্তদের জন্য এই পৃথিবীটা একটা আজব কারখানা। তোমরা স্বপ্নের জন্য পরিবারকে ছেড়ে যাও, আর আমরা মধ্যবিত্তরা পরিবারের জন্য নিজের সব স্বপ্নগুলো ছেড়ে দেই।

 ২৭. মধ্যবিত্ত ছেলেদের চাহিদা, শখ, স্বপ্নের কোন দাম নেই। তারা শখ করে অনেক কিছু করতে চায়, কিন্তু কিছুই করতে পারে না।

 ২৮. মধ্যবিত্ত ঘরের ছেলেদের বুক ভরা স্বপ্ন থাকার পরেও তাদের ক্ষমতা না থাকার কারণে স্বপ্নগুলো কখনো পূরণ হয় না।

 ২৯. প্রেমটা আসলে মধ্যবিত্তের জন্য নয়, মধ্যবিত্তের প্রেমিকারা খালি স্বপ্ন দেখাতে পারে কিন্তু সেই স্বপ্নগুলোকে  কখনো বাস্তবায়ন বা সাজাতে পারে না।

 ৩০. মধ্যবিত্ত ছেলেদের জীবনটা এমনই,, একদিন সব ইচ্ছে পূরণ হবে, আসলে কিছুই হয় না!

  ৩১. মধ্যবিত্ত ছেলেদের জীবন এমনই হয়, কখনো তারা নিজের পরিবারের জন্য কখনো তার স্ত্রী সন্তানদের জন্য ভাবতে ভাবতে নিজের জন্য যখন বাঁচতে চায় তখন আর সময় থাকেনা!

 ৩২. প্রতিটি মধ্যবিত্ত পরিবারের ছেলেরা জানে জীবন এত সহজ নয় যে নিজের ইচ্ছামত, যেভাবে খুশি কাটিয়ে দেয়া যায়!

 ৩৩.জীবনের কঠিন মুহূর্ত গুলো কাটিয়ে ওঠার উপায় মধ্যবিত্ত পরিবারের বেড়ে ওঠা ছেলেগুলোই জানে।

  ৩৪. ছেলেদের জীবন, নিজের দিকে তাকালে পরিবার শেষ। আর পরিবারের দিকে তাকালে নিজের জীবন শেষ, এটাই একটা মধ্যবিত্ত ছেলের জীবন।

বড় ছেলেদের কষ্টের স্ট্যাটাস

 ৩৫. মধ্যবিত্ত ছেলেরা মনের মধ্যে হাজার কষ্ট চেপে রেখেও, প্রিয়জনের সাথে হাসিমুখে চলার চেষ্টা করে। কিন্তু তবুও প্রিয়জন একদিন ঠিকই ছেড়ে চলে যায়।

 ৩৬. মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া জীবনে কষ্ট ছাড়া কিছু নাই। একবার পরিবারের সমস্যায় পড়লে পৃথিবীতে আর কিছুই ভালো লাগেনা, তাতে কষ্ট ছাড়া জীবনে সুখ বলতে কিছু নাই।

 ৩৭. মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই জানে কষ্ট কি জিনিস? তারা পরিবারের কাছে জোর করে কোন কিছু আবদারও করতে পারে না!

 ৩৮. মধ্যবিত্ত পরিবারের ছেলেদের পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, তাকে হারানোর চিন্তা, অনিশ্চিত ভবিষ্যৎ, এ শব্দগুলোর সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে চলতে হয়।

 ৩৯. একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই বুঝতে পারে বাস্তব দুনিয়াটা কতটা নিষ্ঠুর, কঠিন!

  ৪০. মধ্যবিত্ত ছেলেদের লেখাপড়া শেষে নিজেদের ক্যারিয়ার গড়ার চিন্তাভাবনায় মগ্ন থাকতে হয়। যা বড়লোকের ছেলেদের রেডিমেড ভাবে ফ্যামিলি বা টাকার কারণে অতি সহজেই ক্যারিয়ার হয়ে যায়।

  ৪১. কবে বাবা- মায়ের জন্য কিছু করব, বন্ধু বান্ধবের জন্য কিছু করব, নিজের জন্য কিছু করব, সেই সব হাজারো চিন্তা মাথায় নিয়ে ঘুরে বেড়ানোর নামই মধ্যবিত্ত।

মধ্যবিত্ত ছেলেদের কষ্টের ক্যাপশন

 ৪২. পৃথিবীর সবচেয়ে বেশিরভাগ মানুষই সফলতা পেয়েছে মধ্যবিত্ত পরিবার থেকে ওঠা লোকেরাই।

 ৪৩. মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই পৃথিবীতে আসল রূপ দেখতে পায়। তারা তাদের পরিবারের সুখের জন্য নিজের ইচ্ছাগুলোকে মেরে ফেলে ।

 ৪৪. মধ্যবিত্ত পরিবারের ছেলেরা সবসময় দূরচিন্তার মধ্যে থাকে, কি করব! কি হবে! আমি তো বেকার।

 ৪৫. যে সময় ফুরফুরে মেজাজে ঘুরে বেড়ানোর সময়, ওই সময়ে পরিবারের বোঝা মাথায় নেওয়াটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেরাই বুঝে।

 ৪৬. মধ্যবিত্ত ছেলেরা তাদের মনের কষ্টের কথা কারো সাথে ভাগাভাগি করতে পারে না। তাদের কষ্ট বুকের ভেতরেই জমা রাখে।

 ৪৭. মধ্যবিত্ত পরিবারের ছেলের জীবন চলার পথে অনেক সমস্যা হয়। যেমন- ভালো কিছু খেতে পারে না, ভালো পোশাক পড়তে পারে না, পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য তাদের অক্লান্ত পরিশ্রম করতে হয়।

 ৪৮. মধ্যবিত্ত ঘরের লোকেরা মানুষকে যে শ্রদ্ধা-মর্যাদা করতে জানে, তা ধনী ঘরের লোকেরা খুব কমই জানে।

 ৪৯. মধ্যবিত্ত হয়ে জন্ম নেওয়াটা সহজ, কিন্তু বেঁচে থাকাটা অনেক কষ্টের।

মধ্যবিত্ত ছেলেদের কষ্টের উক্তি

  ৫০. ছোট থেকে শুরু করে বড় হওয়া পর্যন্ত প্রতিটা মুহূর্তেই এদের কাছে জীবনটা সংগ্রাম।

 ৫১. মধ্যবিত্ত পরিবারের ছেলে জানে তাদের জীবন অন্যদের মতো বিলাসিতা পরিপূর্ণ নয়। তারা জানে নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হবে।

 ৫২. মধ্যবিত্ত ছেলেদের জীবনের প্রতিটা মুহূর্তই এদের কাছে একটা রোমাঞ্চকর।

 ৫৩. মধ্যবিত্ত পরিবারের ছেলেদের চাওয়াটা খুব বড় ধরনের হয়ে থাকে কিন্তু পাওয়াটা হয় অতি স্বল্প।

 ৫৪. চাকরিটা হয়ে গেলে বাবাকে দিয়ে আর কাজ করাবো না। এরকম হাজারো মধ্যবিত্ত পরিবারের ছেলের স্বপ্ন।

Read More