ওমান ভিসার দাম ২০২৩ – ওমান যেতে কত খরচ হবে

ওমান দেশের সরকারি নাম ওমান সালতানাত। এখানে সংখ্যালঘু ইবাদি মুসলিম লোকেরা বসবাস করে। ওমান আরব উপদ্বীপে অবস্থিত একটি রাষ্ট্র। বর্তমানে বাংলাদেশ থেকে ওমান যাওয়ার জন্য মানুষ উৎসাহি। ওমান সরকার গত তিন বছর যাবত বাংলাদেশ থেকে অসংখ্য জনশক্তি নিয়োগ দিয়েছে। এবছর ওমান সরকার আমাদের দেশ থেকে অসংখ্য মানুষ নিয়োগ দেয়ার কথা বলেছে।

ওমান যাওয়ার পূর্বে ওমান ভিসার দাম, ওমান যেতে কত টাকা খরচ হবে এসকল তথ্য যদি আপনার জানা থাকে তাহলে আপনার সুবিধা হবে। কারণ এসকল তথ্য সম্পর্কে আপনার সঠিক ধারণা থাকলে দালাল আপনার কাছ থেকে বেশি টাকা নিতে পারবে না। কেননা বাংলাদেশ থেকে ওমান যেতে দালালের প্রয়োজন হয়।

তাই আজকের এই পোস্টে আমি ওমান যাওয়া নিয়ে সমস্ত তথ্য তুলে ধরব। এখান থেকে আপনি জানতে পারবেন ওমান যেতে কত টাকা লাগে, কত বয়স লাগে, আপনার কি পরিমান খরচ হতে পারে এবং আপনি কত টাকা বেতন পাবেন সমস্ত তথ্য। তাই সম্পূর্ণ পোস্টটি ভাল করে পড়ুন।

ওমান ভিসার দাম ২০২৩

আপনার ভিসার দাম নির্ভর করবে আপনার কাজের ধরন এর উপর। আপনি বিভিন্ন ভিসা নিয়ে ওমান যেতে পারবেন। হতে পারে সেটা ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা অথবা টুরিস্ট ভিসা। তিন ক্যাটাগরির ভিসা তে 3 ক্যাটাগরির দাম। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় ওমান যেতে চান সেক্ষেত্রে আপনার খরচ পড়বে সর্বোচ্চ 3 লক্ষ থেকে 4 লক্ষ টাকা

আর আপনার যদি ওমান পরিচিত কোন লোক থাকে। সে যদি আপনাকে সেখান থেকে কোম্পানির ভিসা পাঠায়। এবং কোম্পানি যদি আপনাকে নিতে চায় সেক্ষেত্রে আপনার খরচের পরিমাণ কম হবে। সে ক্ষেত্রে আপনার খরচ হবে সর্বোচ্চ 1 লক্ষ 70 হাজার টাকা

ওমান যেতে কত টাকা লাগে

ওমান যেতে আপনার কত টাকা লাগবে সেটা নির্ভর করবে আপনার ভিসার উপর। এছাড়াও ভিসার মেয়েদের ওপর খরচের পরিমাণ নির্ভর করে। আপনি যদি স্টুডেন্ট ভিসায় যান সে ক্ষেত্রে আপনার খরচ পড়বে সর্বোচ্চ 80 হাজার টাকা( বর্তমান সময়ে টাকার রেট অনুযায়ী)।

আর আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় যান তাহলে খরচ পড়বে সর্বোচ্চ 3 লক্ষ 50 হাজার টাকা। এছাড়াও আপনি ফ্যামিলি টুরিস্ট ভিসা ওমান যেতে পারেন। সেক্ষেত্রে আপনার খরচের পরিমাণ আরো বেশি হবে। কেননা টুরিস্ট হিসেবে গেলে থাকা খাওয়া সব মিলিয়ে অনেক খরচ পরে।

ওমান যেতে কত বয়স লাগে

আপনি যদি ওমান যেতে চান তাহলে আপনার বয়স 20 বছরের উপরে হতে হবে। পূর্বে ওমান 18 বছরের উপরে জনবল নিয়োগ দিত। তবে বর্তমানে 20 বছরের উপরে তারা জনবল নিয়োগ দিচ্ছে। কেননা 18 বছর অনেক ছোট হয়ে যায়। যে বয়সটা ভারী কাজের জন্য নয়। তবে আপনার বয়স 45 বছরের উর্ধ্বে হলে ওমান যেতে পারবেন না।

ওমান যেতে কি কি প্রয়োজন

ওমান দেওয়ার জন্য প্রথমে আপনার একটি বৈধ পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট এর বয়স ও মেয়াদ ঠিক থাকতে হবে। এছাড়াও আপনার পিতা মাতার নাম আইডি কার্ডে যেভাবে আছে আপনার পাসপোর্টে ঠিক সেভাবে থাকতে হবে। আপনার বয়স অবশ্যই 20 বছরের উর্ধ্বে ও 45 বছরের নিচে হতে হবে। আর আপনার করোনার টিকা সার্টিফিকেট থাকতে হবে।

আপনার যদি উপরোক্ত তথ্যগুলো পরিপূর্ণভাবে না থাকে তাহলে আপনি ওমান যেতে পারবেন না। তাই ওমান যাওয়ার পূর্বে অবশ্যই উপরোক্ত তথ্যগুলো সঠিকভাবে মেনে চলতে হবে।

ওমান কাজের বেতন

ওমান কাজের বেতন খুব একটা বেশি না। তবে আপনি যদি ড্রাইভিং জানেন, আপনার যদি কম্পিউটার কীবোর্ড টাইপিং দক্ষতা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার বেতন 40 হাজার থেকে 50 হাজার টাকা হবে। আর আপনি যদি সাধারণত ওয়ার্ক পারমিট ভিসায় ওমান যান তাহলে আপনার বেতন 30 হাজার থেকে 35 হাজার টাকার মধ্যে হবে।

Read More

মালয়েশিয়া যেতে কত টাকা লাগে ও বয়স কত লাগে

মালয়েশিয়া ফ্যাক্টরি ভিসা 202৩ – ফ্যাক্টরি ভিসা বেতন স্কেল

মালয়েশিয়া ভিসার দাম কত 202৩ – ভিসা কবে খুলবে