আজকের এই পোস্টে আমি পল্লী বিদ্যুৎ মিটার অনলাইনে কিভাবে আবেদন করতে হয় তা নিয়ে আলোচনা করব। অনেকেই জানেনা পল্লী বিদ্যুৎ মিটার অনলাইনে আবেদন করা যায়। এছাড়াও অনলাইনে আবেদন করলে আপনার সুবিধা আপনার খরচ কম হবে। কেননা দালালের মাধ্যমে করলে আপনার খরচের পরিমান বেশি হবে। আপনি নিজেই ঘরে বসে মিটার আবেদন করতে পারবেন।
আধুনিক এই যুগে আমরা বিদ্যুৎ ছাড়া কিছু কল্পনা করতে পারিনা। বিদ্যুৎবিহীন একটা দিন আমাদের জন্য অনেক কষ্টকর। তাছাড়া প্রায় সবকিছুই বিদ্যুতে হয়ে থাকে। যার কারণে আমাদের প্রত্যেক জীবনে বিদ্যুৎ অপরিহার্য। আজকের এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনি নিজেই নতুন বিদ্যুৎ মিটারের আবেদন করতে পারবেন।
এছাড়াও আজকের এই পোস্টে আমি জানিয়ে দিব পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার জন্য ফি কত নেয়। আজকের এই পোস্টে আপনি সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন কিভাবে বিদ্যুৎ মিটার আবেদন করতে হয় এবং এর জন্য আপনার কত টাকা জমা দিতে হবে। তাই চলুন এবার নিচে থেকে বিস্তারিত জেনে নেই।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন
বিদ্যুৎ যে আমাদের জন্য কতটা উপকারী তা আমরা লোডশেডিংয়ের সময় বুঝি। লোডশেডিং যখন হয় তখন বোঝা যায় বিদ্যুৎ ছাড়া আমাদের জীবন কতটা অসহনীয়। বিদ্যুৎ আমাদের জীবনকে সহজ করেছে এবং সুন্দর করেছে। বিদ্যুতের ফলে আমাদের প্রত্যাহিক জীবনে অনেক কাজ অত্যন্ত সহজ হয়ে গিয়েছে।
পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করা খুবই সহজ। পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করার জন্য প্রথমে আপনাকে পল্লী বিদ্যুৎ মিটারের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। আমি নিজে কিভাবে পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করতে হয় তা দিয়ে দিয়েছি। তাই নিচের অংশ দেখুন।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার নিয়ম
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন করার জন্য এর নিয়ম কারণ জানতে হবে। বিদ্যুৎ মিটার আবেদন এর নিয়ম আমি ধাপ আকারে দিয়ে দিয়েছি। ধাপগুলো অনুসরণ করুন।
- প্রথমে পল্লী বিদ্যুতের অফিশিয়াল ওয়েবসাইট www.rebpbs.com প্রবেশ করুন।
- এরপর অনলাইন ফর্ম এ সকল তথ্য সঠিকভাবে পূরণ করুন।
- মনে রাখবেন লাল রংয়ের তথ্যগুলো আপনাকে অবশ্যই পুরন করতে হবে।
- এরপর আবেদন ফরম সংরক্ষণ করে সর্বশেষে ওয়্যারিং( বাড়ির কারেন্টের কাজ ) নিশ্চিত করে আবেদন সম্পন্ন করুন।
- ওয়ারিং এর জায়গায় ট্যাকিং নম্বর ও পিন নম্বর দিয়ে তারপর সাবমিট করবেন।
বিশেষ দ্রষ্টব্য: আবেদন করার পূর্বে আবেদনকারীর ছবি (300*300 পিক্সেল) সর্বোচ্চ 150KB, জাতীয় পরিচয়পত্র (600*475 পিক্সেল) সর্বোচ্চ 300 KB, জমির উত্তরাধিকার সনদ- সর্বোচ্চ 700 KB স্ক্যান করে নির্দিষ্ট সাইজে ক্রপ করে নিতে হবে। কেননা এগুলো আপনাকে জমা দিতে হবে।
পল্লী বিদ্যুৎ মিটার অনলাইন আবেদন করুন
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন এর জন্য প্রথমে আপনাকে অনলাইনে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। পল্লী বিদ্যুৎ এর অফিশিয়াল ওয়েবসাইট www.rebpbs.com. এই ওয়েবসাইটে প্রবেশ করার পর তারা আপনার ঠিকানা চাইবে। সেখানে আপনার বাড়ির ঠিকানা থানা ও জেলা সঠিকভাবে পূরণ করুন।
সবকিছু পূরণ করার পর নিচে দেখবেন ওয়ারিং নিশ্চিতকরণের একটি ফাঁকা অংশ এসেছে। এখানে আপনার বাড়ির কারেন্টের কাজ সব ঠিক আছে তা উল্লেখ করবেন। এরপর ওয়ারিং এর জায়গায় ট্যাকিং নাম্বার ও পিন নম্বর দিয়ে সাবমিট করুন। এরপর আপনার আবেদন সম্পন্ন হবে। এছাড়াও ওপরে আমি নিয়ম দিয়ে দিয়েছি দেখে নিতে পারেন।
পল্লী বিদ্যুৎ মিটার আবেদন ফি কত
অনলাইনে আবেদন করার পর যে ফর্ম আসবে তা আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। প্রিন্ট আউট করার পর উপরে আমি যেভাবে ছবি ও কাগজপত্র দেয়ার কথা বলেছি সেগুলো সব ক্লিয়ার করে পল্লীবিদুৎ অফিসে জমা দিতে হবে। পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন জমা দেওয়ার সময় আবেদন ফি নিবে 115 টাকা। আর আপনি যে মিটার পাবেন তার জন্য তারা নিবে 450 টাকা।
মনে রাখবেন, পল্লী বিদ্যুতের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে ট্র্যাকিং আইডি এবং পিন নাম্বার দিয়ে সেখান থেকে পেমেন্ট করার স্লিপ ডাউনলোড করবেন এবং সেটা যখন পল্লী বিদ্যুৎ অফিসে জমা দেবেন তখন আপনাদেরকে সংযোগ প্রদান করা হবে।
নতুন বিদ্যুৎ মিটার
নতুন পল্লী বিদ্যুৎ মিটার এর আবেদন করার জন্য যে নিয়ম তা আমি ওপরে দিয়ে দিয়েছি। আপনার বাড়িতে যে নতুন বিদ্যুৎ মিটার নিবেন তার জন্য আপনাকে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে উপরের নিয়মে সকল তথ্য পূরণ করতে হবে। সকল তথ্য গ্রহণ করার পর আপনাকে আবেদন পল্লী বিদ্যুৎ অফিসে জমা দিতে হবে।
সেখানে পেমেন্ট করার স্লিপ ডাউনলোড করে তা জমা দিলে আপনার বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান করা হবে। উপরে এ সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। তাই উপরের অংশ ভাল করে পড়ুন।
বিদ্যুৎ মিটার নষ্ট হলে করনীয়
আপনার পল্লী বিদ্যুৎ মিটার যদি নষ্ট হয়ে যায় তবে প্রথমেই আপনাকে তা নিকটস্থ বিদ্যুৎ অফিসে জানাতে হবে। বিদ্যুৎ অফিসে জানালে তারা আপনাকে বিদ্যুৎ মিটার নষ্টের জন্য একটি আবেদন করতে বলবেন। এরপর আপনি একটি আবেদন লিখে সেখানে জমা দিলে তারা আপনার বিদ্যুৎ মিটার খুলে নিয়ে যাবে।
এরপর দুই থেকে সাত দিনের মধ্যে আপনি আপনার বিদ্যুৎ মিটার পেয়ে যাবেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব যদি আপনার বিদ্যুৎ মিটার নষ্ট হয় আবেদন করে নিবেন। মনে রাখবেন যতদ্রুত আবেদন করবেন তত তাড়াতাড়ি আপনি নতুন বিদ্যুৎ মিটার পেয়ে যাবেন।
Read More
মোবাইল দিয়ে টাকা ইনকাম – প্রতিদিন 2 থেকে 3 হাজার টাকা পর্যন্ত
সৌদি আরব ভিসা চেক করার নিয়ম – পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক