নিজের কোন চাওয়া পাওয়া থাকতে নেই শুধুমাত্র পরিবারেকে খুশি রাখার জন্যই নিজের দেশ ছেড়ে অন্য দেশে পাড়ি জমাতে হয় আর এটাই হলো প্রবাস জীবন। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনার জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হয়, তাও এমন একটা জায়গায় যেখানে ভাই,বোন, মা,বাবা, আত্মীয়-স্বজন কোন মানুষ থাকে না। অসুস্থ হলেও দেখার মত কেউ নাই; নিজের যত্নটা একান্তই নিজের। এর পরেও সময় মতো পরিবারে টাকা দিতে না পারলে কত কথাই না শুনতে হয়। তবুও তারা মুখ বুঝে সব কথা সহ্য করে নেয়।
আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই অনেক ভাল আছেন। আজকে আমরা আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর্টিকেলটি হল প্রবাস জীবনের উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, কবিতা ও ছন্দ। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক।
প্রবাস জীবনের উক্তি
1. নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে গেলেই বোঝা যায় যে স্বদেশে কতটা ভালো এবং আরামে ছিলাম।
2. সেখান থেকেই জীবন শুরু হয় যেখানে তোমার স্বস্তির স্থান একদম শেষ হয়ে যায়।
3. তুমি যখন অন্য দেশে যাও অবশ্যই একটা কথা মনে রেখো তোমার জন্য অন্য একটা দেশ আরমপ্রদ তৈরি করা হয় না, সেটি তৈরি করা হয় সেখানে মানুষের জন্য আরমপ্রদ করে।
4. সুখে কাঁদি, দুঃখে হাসি, এত সুন্দর দেশ থাকতেও আমরা হলাম প্রবাসী।
5. যতই টাকা বিদেশে ইনকাম করি না কেন, আর সেই টাকায় যত সুখ শান্তি থাকুক না কেন, চোখের কোনে এক বিন্দু জল থেকেই যায়।
6. অচেনা দেশ; অচেনা মানুষ, হয়তো প্রয়োজনে চেনা হয়েছে। একে অপরের সুখ-দুঃখের ভাগ নিচ্ছে। তবুও প্রিয়জনের জন্য বুকের মধ্যে পুরাক্ষত অবিরত যেন বয়ে চলছে।
7. প্রবাস জীবনের একাকীত্বটা অনেকটাই স্বাভাবিক আর জটিল। আর এই জীবনের অনুভূতি স্বাধীনতার নয় বরং পালিয়ে থাকার।
8. এক একটা জ্বলন্ত মোমবাতির মত হল প্রবাসীরা। নিজে জ্বলে এবং পরিবারকে আরো আলোকিত করে তোলে।
9. পরিবার সমাজ সংসার সবকিছু ছেড়ে বিদেশে থাকার দুঃখ-কষ্ট শুধু একমাত্র প্রবাসীরাই জানে। তারা কতটা কষ্ট নিজের বুকে চেপে রাখে একমাত্র শুধু তারাই জানে।
10. দ্বিতীয় একটি ভাষা অর্জন করা হচ্ছে নিজের মধ্যে আরেকটা সত্তাকে ধারণ করা।
প্রবাস জীবনের স্ট্যাটাস
11. নিজের জীবনের সুখের জন্ম যে ব্যক্তি চিন্তা করে না, শুধু পরিবারের কথা চিন্তাভাবনা করে সেই হল প্রবাসী।
12. সেখান থেকে জীবন শুরু হয় যেখান থেকে শেষ হয়ে যায় প্রবাসী।
13. যখন তুমি প্রবাসী জীবন অতিবাহিত করো তুমি তখন দেশ এবং প্রবাসের একটির জন্যও তুমি যথেষ্ট না।
14. যেখানেই তুমি যাও না কেন মনে রেখো নিজেকে তুমি খুঁজে না পেলে কিন্তু তোমার যাত্রা ব্যর্থ হবে।
15. হে আমার ছোট ভাই! তুমি প্রবাসে পাড়ি দিচ্ছ ভালো থেকো সুস্থ থেকো এবং নিজের প্রতি যত্ন নিও। কষ্ট হলেও সবাইকে সাহায্য সহযোগিতা করতে বইলো এবং সবার সাথে মিলেমিশে থাকার চেষ্টা করবে।
16. আজকের প্রবাসীরা কতটা অসহায় এবং অবহেলায় আছে সেটা আমাদের বাংলাদেশ বিমানবন্দরে গেলেই বোঝা যায়।
17. কাজের সময় ভালো না লাগলেও তবুও কাজ করে যেতে হয়, নিজের ইচ্ছা শক্তির সাথে হাজার যুদ্ধ করতে হয়। সবাই এই যুদ্ধ করতে পারে না, আর যারা যুদ্ধ করতে পারে তারাই হলো প্রবাসী আছে।
18. প্রবাস জীবনে না আছে কোন রুটিন, না আছে ঠিকমতো কোন খাওয়া-দাওয়া। শুধু আছে একটা জিনিসই আছে সেটা হল রোবটের মত কাজ করার রুটিন।
19. এ আমি কেমন প্রবাসে আসলাম, আমার নিজের অস্তিত্বকেই তো আজকে আমি ভুলে যাচ্ছি। যতদিন যাচ্ছে ঠিক ততই আমার মনে হচ্ছে এই প্রবাস জীবন মনে হয় আর আমি বেশি দিন সহ্য করতে পারবো না।
20. প্রবাস মানে মাথার ঘাম পায়ে ফেলে শরীরে রক্ত ঝরা, প্রবাস মানেই জীবনের সাথে যুদ্ধ করে বেঁচে থাকার নাম।
প্রবাস জীবনের ক্যাপশন
21. মা তোমার দুষ্টু ছেলেটা আজ ভীষণ ক্লান্ত, কারণ জীবনটা হয়ে গেছে এখন পরিস্থিতি নামক গল্প।
22. আমরা প্রবাসীরা বাড়িতে ফোন দিলে মাঝে মাঝে মনে হয় আমাদের থেকে তারাই বেশি ব্যস্ত থাকে।
23. অল্প বয়সে প্রবাসে এসে জীবনের গুরুত্বপূর্ণ অনেক কিছুই হারিয়ে ফেলেছি।
24. অর্থের খোঁজ এই প্রবাসে আজ জীবন থেকে সুখটাই একদম নিখোঁজ হয়ে গেছে।
25. প্রবাসীদের কষ্ট কেউ দেখে না। ওই বিশাল আকাশের কষ্ট কি মানুষের চেয়েও বেশি। ইচ্ছে হলেই তো আকাশ তার জমে থাকা কষ্টগুলো বৃষ্টি দিয়ে ঝরিয়ে দিতে পারে। যদি কিছু মানুষ আছে যারা জমে থাকা কষ্টগুলো অশ্রু হয়ে জড়িয়ে দিতে পারে না, বুকের ভেতর কষ্ট গুলো জমাট বেঁধে রাখে, আর সেই কষ্টগুলো ধারণ করার ক্ষমতা ওই বিশাল আকাশেরও নেই। নিশ্চয়ই ভাবতেছেন তাদের কথা বলছি তারা হলো প্রবাসী।
26. আমি জীবনের রুজি রোজগারের জন্য দেশ ছেড়ে চলে এসেছি এবং আমি কত কষ্টে আছি এই প্রবাস জীবনে শুধু আমি নিজেই জানি।
27. টাকা ছাড়া জীবনের কোন মূল্য নেই, তাই আমি জীবনের মান বাড়ার জন্য দেশ ছেড়ে প্রবাস জীবনে এসেছি।
28. যেখানেই তুমি যাও না কেন, অন্য কোন কিছু তুমি না নিয়ে গেলেও সেখানে নিজেকে ঠিক নিয়ে যাও তুমি প্রথমদিকে হয়তো অনুভব নাও করতে পারো।
29. আদর্শ বলতে আমার কাছে যারা প্রবাসে স্বাভাবিকভাবে জীবন যাপন করে তাদেরকে বুঝায়।
30. আসলেই কষ্টের প্রবাস জীবনটা। জীবিকার তাগিদে মানুষ প্রবাসী পাড়ি জমায় এবং জীবন যাপন করে।
প্রবাস জীবনের এস এম এস
31. কষ্টের মধ্যে থেকেও এখন আমি অনেকটা সুখী জীবন যাপন করছি প্রবাস জীবনে।
32. তোমার দেশকে জানার অনেক কার্যকর একটা উপায় হচ্ছে এটা ত্যাগ করে বিদেশে পাড়ি দেওয়া।
33. আমি একজন প্রবাসী তাতে সবার কি যায়! আমি নিজের দেশের জন্য, নিজের পরিবারে জন্য কাজ করি এবং নিজেও জীবিকা নির্বাহ করে থাকি।
34. প্রবাস মানে অতীত স্মৃতি শুধু চোখে ভাসে, প্রবাস মানে নিজের হাজার ইচ্ছাকে মাটিতে পুঁতে ফেলা।
35. প্রবাসে থাকা অবস্থায় জীবনকে ভালোবাসা অনেকটাই সহজ। কেননা সেখানে কেউ তোমাকে চিনে না, কেউ তোমার জীবনে হস্তক্ষেপ করে না। তুমি সেখানে সর্বেসর্বা।
36. প্রবাস ভ্রমণের সবচেয়ে উন্নত উপায় হচ্ছে স্থানীয়দের সাথেই অবস্থান করা।
37. তোমার জন্মভূমিকে শুধুমাত্র ভূগোল কিংবা একটা নির্দিষ্ট অবস্থান দ্বারা প্রকাশ করা হয় না। এটা প্রকাশ করা হয় স্মৃতি, সেখানকার ঘটনা মানুষের মাধ্যমে।
38. দুটো সংস্কৃতির স্বাদ গ্রহণ করা একটা তেতো-মিষ্টি অভিজ্ঞতার মত। তবে তুমি যখন তোমার জন্মভূমিকে একবার ছেড়ে আসবে তার মত আর কিছুই পাবে না ।
39. ভাষা আর সংস্কৃতি হচ্ছে মানুষের চিন্তা ও ভাবনার অবকাঠামো, যেভাবে মানুষ যোগাযোগ ও বাস্তবতা বুঝতে শিখে।
40. অধিক সংস্কৃতির ধারক হওয়ার একটা সুবিধা আছে তা হল তুমি যেভাবে বাস করছো তা একমাত্র উপায় নয় তোমার বাস করার।
41. যদি প্রবাসীদের টাকা-পয়সা থাকে তাহলে পরিবার ভালোবাসা, বন্ধুত্ব, প্রিয়জন এবং আপনজন সবাই আপনার খোঁজ খবর নেবে, আরো যদি আপনার টাকা পয়সা না থাকে তাহলে খবর নেওয়া তো দূরের কথা, আপনাকে কেউ চিনতেও পারবে না।
প্রবাস জীবনের কবিতা
আকাশের পাখি হয়ে উড়িয়ে,
পরবাসের দুঃখ ভুলে যাওয়া,
আমাদের স্নেহবন্ধন একজন,
দূরে দেশে, আমরা যেন সাজাই।
মাতৃভূমি থেকে যে দূরে চলেছি,
অচেনা পথে নতুন দিকে যাই,
স্নেহবন্ধন ছড়িয়ে আসছি বলে,
প্রবাসের দিনগুলি স্মৃতির আলাপে।
সেজে গেল মায়ের সন্ধ্যা আসে,
দেখি না ফুলের মতন দেয়ালে,
স্নেহবন্ধন জ্বলছে হৃদয়ের ভেতরে,
আবারও দেখা পাবো একদিন কবে?
প্রবাস জীবন, এক অদূর পথে,
মাতৃভূমি থেকে দূরে হয়ে যায়।
অপরাধের আবার আকাশ সাজে,
আমাদের চোখে ছুটে পড়ে প্রশান্তির চায়।
ভালোবাসা ও দুঃখের মিশ্রণে,
প্রবাসীদের হৃদয় মাঝে মাঝে কাঁপে।
স্বপ্ন ছুঁয়ে যায় দিনের শেষে,
স্মৃতির সাথে আসে অনেক স্বপ্নের ছায়া।
পরিশ্রম ও সঙ্গী অনেক ব্যস্ত,
হাতে ধরে যায় ভবিষ্যৎ এক সপ্ন।
প্রতিটি দিন সফরে মন হয় ভ্রমণশীল,
অপরাধের মোহালয় দূরে হয়ে যায় দূর।
বৃদ্ধি এবং প্রগতির দিকে এগিয়ে,
প্রবাসী মেঘে মেঘে স্বপ্ন ছুঁয়ে দায়।
জীবনের এই পথে সমর্পণের সুর,
স্বপ্ন ছুড়ে যায় অবসাদের হায়।
প্রবাস জীবনের দিকে দেখি চোখ,
আমরা অবসাদে নয়, স্বপ্নে বিশ্বাসী।
মাতৃভূমির স্মৃতি আমাদের শক্তি,
প্রবাসী হতে সারা বিশ্ব আমরা সজানো চাই।
দূরে দেশ, আশে প্রবাস,
হৃদয়ে সবুজ কান্তার।
স্বপ্নপূর্ণ আকাশে পাখি,
পার্বত্য প্রেমে বিহঙ্গীর গান।
ভালোবাসার ফুলে ফুটে ফুটে,
জীবন প্রবাসে ছুটে ছুটে।
আমরা প্রথম আমি দুই হৃদয়,
দু’টি দেশ এক জীবনে সাথি।
প্রবাস জীবনের কষ্টের ছন্দ
পরায়ন দূরে হতে পারা,
আমরা প্রবাসী সবার সাথে।
আলোর রাঙ্গে সূর্যের মুখে,
দেখা দেশের মায়ের আকৃতি।
জোছনায় দূর পথে সঙ্গী,
প্রবাস জীবনে আসে মৃত্যুদন্তি।
কিন্তু স্বপ্ন আমাদের প্রাণ,
আমরা প্রবাসী, মাতৃভূমির স্নায়ু।
দূরে দেশ, আশে প্রবাস,
স্বপ্নপূর্ণ আকাশে পাখি।
ভালোবাসার ফুলে ফুটে ফুটে,
আমরা প্রথম আমি দুই হৃদয়।
পরায়ন দূর পথে সঙ্গী,
জোছনায় দূর মৃত্যুদন্তি।
কিন্তু স্বপ্ন আমাদের প্রাণ,
আমরা প্রবাসী, মাতৃভূমির স্নায়ু।
দূর দেশে প্রবাসী জীবনে, স্বপ্ন সজে আকাশে,
মাতৃভূমির প্রেমে মন মাতানো, স্মৃতির সুগন্ধ বাতাসে।
আলোর রাঙ্গে সূর্যের মুখে, দেখা দেশ সুন্দর স্বপ্ন,
প্রবাসী জীবনে মধুর সঙ্গী, সঙ্গে হাসি, সঙ্গে গান।
দূর দেশে হৃদয় মাঝে মাঝে, করে কতটা বেসে,
প্রতিটি ছুঁইয়ে আসে স্মৃতি, মাতৃভূমির সুখে ভরা সজে।
প্রবাসী জীবনে আমরা সারা, মাতৃভূমির প্রেমে মগ্ন,
সূর্যের মুখে হাসির ছন্দ, স্বপ্নে মৃদু স্পর্শ পেতে অগ্নি।
দূর দেশে প্রবাস জীবনে, স্বপ্ন মনে হারায়,
হৃদয় ভরা আশা-আকাশ, দেখা দেশ দূরে দূরে।
মাতৃভূমির প্রেমে সজে, আমরা সমৃদ্ধি চাই,
প্রবাস জীবন নিত্য যাপন, স্মৃতির গহন বাজাই।
বীরতা আমাদের শক্তি, যেথায় পার্বত্য হরা,
স্বপ্নের আকাশে পাখি স্বপ্ন ছুঁয়ে আসে সেখানা।
সঙ্গী সাথে পথ চলার সুখ, স্বপ্নে মিলে সমৃদ্ধি,
প্রবাস জীবনে আমরা প্রেমে পূর্ণ প্রাণ দিই।
প্রবাসী জীবনের গান
প্রবাসী জীবন, স্বপ্নের আকাশ,
দূরে দেশে হেঁটে যাওয়া এক প্রাণভরা ভ্রমণ।
মাতৃভূমির চিত্র হৃদয়ে সংজগ্গন,
স্মৃতির সীমাহীন সংগ্রহ এই প্রবাসী জীবন।
দূর দেশে আসি প্রবাসিনি,
মাতৃভূমির প্রেমে আমরা সুখী।
স্বপ্নের আকাশে পাখি আমরা,
সবার মাঝে এক আমরা সাথী।
জীবনের পথে যে আমরা হাঁটি,
মধুর স্মৃতির ফুলে বাজে সুর।
প্রবাস জীবনে সেই স্বপ্নগুলি,
আমাদের হৃদয়ে প্রতিটি সময়।
মাতৃভূমির প্রেমে মন মাতাবো,
সূর্যের মুখে হাসি উজ্জ্বল করবো।
প্রবাস জীবনে স্বপ্ন যে আমাদের,
সে স্বপ্ন পূর্ণ করবো প্রতিটি দিন আমি।
দূরে মাতৃভূমি, স্নেহে বন্ধন,
প্রবাস জীবনে পাখির গান।
স্বপ্ন সজে আকাশে, চুপ মেঘের পাখি,
মন ভরা আশায়, প্রবাসী হৃদয়।
সঙ্গী ছোঁয়ায়, মন ভরা সুখ,
প্রবাসী জীবনে স্বপ্নের বাজার।
দূর হৃদয়ে স্মৃতির ছায়া,
মাতৃভূমির আশা, সুন্দর স্বপ্নে ফিরে।
প্রবাসে যখন দুখে মাঝে,
স্মৃতির ঝর্ণা হৃদয় ভরে আসে।
সঙ্গীর স্পর্শে বাজে সুখের গান,
প্রবাসী জীবনে স্বপ্নের মধুর রং।
মাতৃভূমির প্রেমে সজে হৃদয়,
প্রবাসী জীবন গানে সুখের তান।
দূর থেকে দেখা মায়ের চোখে,
স্মৃতির সাথে সজে প্রবাসী জীবন।
পরিশেষে
বন্ধুরা আমরা আশা করছি যে, আমাদের আজকের এই আর্টিকেল এটি আপনারা সামান্যতম হলেও উপকৃত হতে পারবেন। কারণ যাচাই-বাছাই করে আমরা আপনাদের জন্য অনলাইন থেকে অনেক কষ্ট করে প্রবাস জীবন সম্পর্কে উক্তি, স্ট্যাটাস, ক্যাপশন, এসএমএস, কবিতা ও ছন্দ শেয়ার করেছি। আশা করছি আমাদের শেয়ার করা উক্তি, স্ট্যাটাস, কবিতা ও ছন্দ গুলো আপনাদের অনেক পছন্দ হবে। তাহলে বন্ধুরা আজ আর নয়, আজ এই পর্যন্ত থাক। নতুন নতুন পোস্ট পাওয়ার জন্য আমাদের এই সাইটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।