ভালবাসার সুন্দর কিছু কথা ও কবিতা

ভালোবাসা শব্দটা মানুষের কাছে অন্যরকম। প্রতিটা মানুষের জীবনে ভালোবাসা আসে। কাউকে দেখে প্রথম ভালোলাগা থেকে ভালোবাসা সৃষ্টি হয়। আর সেই ভালোবাসা একটা মুহূর্তে গভীর আকার ধারণ করে। যে ভালোবাসার আবেগ মানুষকে সুইসাইড পর্যন্ত নিয়ে যেতে পারে। তাহলে ভাবেন ভালবাসার আবেগ কতটুকু। ভালোবাসার জন্য মানুষ জীবন দিতে দ্বিধাবোধ করে না। আসলে ভালবাসার আবেগটাই এরকম।

ভালোবাসা নিয়ে সুন্দর সুন্দর বক্তব্য আজকের এই পোস্টে আমরা তুলে ধরেছি। এখানে আপনি পেয়ে যাবেন ভালোবাসার সুন্দর কিছু কথা ও রোমান্টিক প্রেমের কথা। যারা নতুন প্রেমে পড়েছেন তাদের জন্য রয়েছে অসাধারণ ভালোবাসার কিছু কথা। আবার যারা প্রেম করছেন তাদের জন্য রয়েছে রোমান্টিক প্রেমের কথা। বুঝতেই পারছেন আজকের পোস্টটি অত্যন্ত রোমাঞ্চকর হতে চলেছে।

ভালোবাসার সুন্দর কিছু কথা

>সৃতি জড়ানো অতীত গুলো সুন্দরই হয়। মানুষ টা থাক বা না থাক সৃতি রেখে যায় জীবন জুড়ে। হোক না কষ্টদায়ক তবুও এক কোনে থেকে নাড়া দিয়ে মনে দোলা দেয়।

> একটা প্রেমের গোলাপ, আর শত শত না পাঠানো চিরকুট, তোমার আমার ফেলে যাওয়া গল্প গুলো মেঘের দেশে লুকিয়ে থাক।

> আমি পদ্মের প্রেমে বিভোর হইয়া। বিসর্জন দিলাম লাল গোলাপ, ছন্নছাড়াই ছিলাম ভালো। প্রেম করিয়া করিলাম কি পাপ?

> আমি কি আর লিখবো তোমার গানে, আমার প্রতিটা কবিতা তোমার নামে। আলসে দুচোখ আজও প্রতিক্ষায়, সময়ও হাতছানি দিয়ে চলে যায়।

> কি ছিলো তোমার মাঝে, প্রেমালাপ ডাইড়ির ভাজে, তোমায় ছেড়েও তোমার কতো কাছে, অতীত স্মৃতি আজও ডাকছে পিছে।

> কালো মেঘের উৎসবে যখনই প্রবল বৃষ্টি হয়, বৃষ্টি শেষ হয়ে সূর্য হাসে তবুও মনে তোমার ছায়া রয়। হুমড়ি খেয়ে পরি ডাইরি পাতায় শুধুই তোমারই নামে, বেতাল বিকেলে গল্প কথা সুর তোলে তোমারই গানে।

> তোমার ভাবনায় প্রতি প্রহরে আজও কবি নিরব হয়ে যায়, কোনোদিন হবে দেখা সেই ঝড়া পাতার ফাল্গুন কি আসবে ধরায়?

> আর কোনদিন নাইবা এলে, ঝড় উঠে বুকে তোমায় ভাবনায়ও পেলে।

ভালোবাসার কবিতা

বিবেক বিবেচনা ভেদে বানাইয়া জগৎ সংসার,
আবেগ প্রেম ভালবাসাও তাতে দিয়াছেন আবার।
সম্মানের এক ডের মানুষেরে করিয়াছেন দান,
হাড়ানোর ভয়ে আত্বসম্মান ত্যাগে তিনি প্রান।
ধন সম্পদে পরিপূর্ণ করিয়া দিলেন যারে,
ভিতরে তার লোভ দিলেন বৃদ্ধিবো সম্পদেরে।
সবাই থাকে সেই মানুষের দলে,
যে হয়েছে শক্তিশালী অর্থ বলে।
রূপ দিয়া কত মহিয়াশী পাঠালেন পৃথিবীতে,
কত নর তারে প্রেম নিবেদনে ঘুরতেছে পিছেতে।
রূপ জাহার কলি শোষী,
প্রেম তাহার খুবই বেশি।
প্রেম যেখানে বিবেচনার কাছে মহাদোষী হয়,
তবে সবার উপর প্রেম সত্য মানুষ কেন কয়?
জাতপাতের ভেদাভেদে মানুষ ভিন্ন ভিন্ন দলে,
কোরবানি তে কাটে গরূ পাঁঠা বলির ছুরির তলে।
রঙের এই দুনিয়ায় চলতে কত মানুষে মানুষে লড়াই,
বাতাশ ফুরালেই সবাই লাশ তবে কিসের এত বড়াই?
ক্লান বিকেলে বকুল তলে,
পাখির ডাকে গান তোলে।
শিষ দেয় হাওয়া বেতাল সুরে,
কবি পরিশ্রান্ত হয়ে ভবঘুরে।
নির্বাক তবুও কিচিরমিচির কথার,
এত আয়োজনেও একটা বিকেল ব্যাথার।
আকাশে সূর্য হাসে তবুও খানিক ছায়া,
বিকেলেটা পরে আছে নিয়ে কিঞ্চিৎ কায়া।
সুখ আর দুঃখ নিয়ে জীবন আপন নিয়মে চলছে,
ভালবাসায় ভেজা ডাইড়ির পাতা গুলে তিলেতিলে জ্বলছে।
হুমড়ি খেয়ে পরি ডাইরি পাতায় শুধুই তোমারই নামে,
বেতাল বিকেলে গল্প কথা সুর তোলে তোমারই গানে।
তোমার ভাবনায় প্রতি প্রহরে আজও কবি নিরব হয়ে যায়,
কোনোদিন হবে দেখা সেই ঝড়া পাতার ফাল্গুন কি আসবে ধরায়?

Read More

উপায় একাউন্ট খোলার নিয়ম, বোনাস ও রেফার অফার

রোমানিয়া ভিসার দাম কত – রোমানিয়া বেতন কেমন

ফ্রী ফায়ার অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন করার নিয়ম – OB36 সার্ভার

বিদেশ থেকে ভোটার হওয়ার নিয়ম

ঢাকা টু যশোর ট্রেনের সময়সূচী ও ভাড়া

Hosting Partner