বঙ্গবন্ধুকে নিয়ে ছন্দ – বঙ্গবন্ধুকে নিয়ে স্ট্যাটাস

বঙ্গবন্ধু নামটা বাংলাদেশের প্রতিটি মানুষের মনের সাথে গাথা। বঙ্গবন্ধু হল বাংলার মানুষের বন্ধু। যে নিজের জীবনকে বাজি রেখে বাংলার মানুষের জন্য লড়েছিল। তার অবদান ভোলার নয়। তার অবদান অস্বীকার করার নয়। হয়তো তিনি না থাকলে আমরা এই স্বাধীন রাষ্ট্র বসবাস করতে পারতাম না। আমাদের স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুর ভূমিকা ছিল সবচেয়ে বেশি। তার দেয়া রক্ত টগবগ করা বক্তব্যে বাংলার মানুষ পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল।

তার দেওয়া প্রতিটি কথাই ছিল বাঙালিদের মুক্তির সনদ। তার দেয়া প্রতিটি ভাষা ছিল বাংলার মানুষের জীবন ও জীবিকা নিয়ে। আজকের এই পোস্টে আমি সেই মহান নেতাকে নিয়ে লিখতে বসেছি। সেই মহান নেতা কে নিয়ে যতই বলি না কেন তা কম হবে। কেননা তার অবদান অবিস্মরণীয়। আজকের এই পোস্টে আমি এই মহান নেতাকে নিয়ে অসাধারণ কিছু ছন্দ ও স্ট্যাটাস তুলে ধরেছি। চলুন দেখে নেই সেই ছন্দ স্ট্যাটাস গুলো।

বঙ্গবন্ধুকে নিয়ে ছন্দ

 

১.  মুজিব মানে আর কিছু না এক যমুনা রক্ত, মুজিব মানে সমাজতন্ত্র, আমি মুজিব ভক্ত।

 ২. ফাঁসি গুলির হুমকি দেখাস এবং দিবি জেলে, ওসব আমি  ভয় করিনা শেখ মুজিবরের ছেলে।

 ৩. আসল কথা বলবো আমি মানবো নাতো হার, করলে তুমি করতে পারো আমাকে গ্রেফতার।

 ৪.  সামরিকি রিমোট দিয়ে চালিয়েছিলি সেনারেল, তোকে আমি লাথি দেবো হারামজাদা জেনারেল।

 ৫. চোখের কালিতে মনের খাতায় লিখে দিলাম একটি নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 ৬. আকাশের নীলে সাগরের জলে পেতে দিলাম একটি নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 ৭. ফুল পাখিদের কলতানে কাননে মধুপ গুঞ্জরণে গেয়ে যায় একটি নাম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৮. বাঙালির স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তোমায় মেরে ওরা ভেবেছিল স্তব্ধ হবে, রবে না তোমার নাম। জীবিত মুজিবের চেয়ে মৃত শক্তিশালী, তুমি হয়েছো সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমান।

৯. তুমি শুধু বাঙালির নেতা নও পেয়েছ বিশ্ব নেতার সম্মান, তুমি দিয়েছো স্বাধীনতা, কন্যা দিয়েছে উন্নয়নশীল দেশের মর্যাদা। পৃথিবীর বুকে যত দিন রবে বাংলাদেশ, ততদিন বাঙালির হৃদয়ে রবে সর্বকালের নির্দিষ্ট বাঙালি শেখ মুজিবুর রহমান।

 ১০.  কে বাংলা মায়ের শ্রেষ্ঠ বীর সন্তান মোদের হৃদয় তুমিই মন প্রাণ, তুমি ছাড়া এ বাংলার মাটি বুঝিনা খাঁটি, না শুধুই মাটি।

 ১১.  কার কারণে পেয়েছি তা নেতৃত্বে কার, বঙ্গবন্ধুর অবদানে আমরা অংশীদার।

 ১২. হে মহান নেতা, তোমার জন্য পেলাম স্বাধীনতা। তোমার জন্য পেলাম লাল সবুজের পতাকা, পেলাম সোনার বাংলাদেশ।

 ১৩. তুমি বেঁচে আছো প্রকৃতির মাঝে, গাছের প্রতিটি পাতায় পাতায়। তুমি ফুটে ওঠো প্রতিটি ফুলের মধ্যে, তুমি ভেসে ওঠো নদীর জলে, তুমি এখনো বেঁচে আছো বাঙালির মনের মধ্যে।

 ১৪. বাংলাদেশের আকাশে বাতাসে মিশে থাকা একটি নাম শেখ মুজিবুর রহমান। তুমি এসেছিলে এই বাংলায়, তাই পৃথিবীর বুকে আমরা পেয়েছি মাথা তুলে দাঁড়াবার স্থান।

 ১৫. তোমার জন্মে হেসেছিলো বাংলার মানুষ হাজারো ব্যথায়, বিভোর হয়ে থাকা বাঙালি জাতি পেয়েছিল স্বাধীন দেশ গড়বার, আশ্বাস তোমার নেতৃত্বে প্রাণ দিয়েছিল ছাত্র সমাজ।

 ১৬. ৭ ই মার্চের ভাষণ প্রাণ ফিরে পেয়েছিল বাঙালির কষ্টে ভরে থাকা জীবনে, তাইতো স্বাধীনতা নামক সোনার হরিণটি ধরা দিয়েছিল আমাদের এই ভুবনে।

 ১৭. আমরা তরুণরা তোমার দেখানো পথে হেটে যাচ্ছি আবার তোমার স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ গড়বার।

 ১৮. প্রতিটি রক্ত কণায় মিশে আছো তুমি, সেই তো আর কেহ নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জাতির পিতা তুমি মহান, সেই তো আর কে নয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঘাতকের বুলেটের চেয়েও শক্তিশালী যে নাম, সে তো আর কেহ নয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।

 ১৯. তুমি জন্মেছিলে বলেই পেয়েছি স্বাধীনতা। তুমি জন্মেছিলেই বলে পেয়েছি স্বাধীনতার পতাকা।

 ২০. মুজিব মজিব  শেখ মুজিব বঙ্গবন্ধু নাম, তুমি মরনাই তুমি মরনাই দেশের জন্য দিয়েছো প্রাণ। কৃষকের হাতে, ছাত্রের বুকে, জনতার পথে পথে শুধু তোমারই নাম। মুজিব মুজিব বর শেখ মুজিব বঙ্গবন্ধুর নাম।

২১. শোনো শোনো হে মুজিব কত লোকেরাই না মিছিল সমালোচনা নিয়ে যায়, তোমার কুর্তি পড়া গায় তারা নাকি সবাই তোমার মত হতে চায়।

 ২২. মুজিব তোমায় করি সালাম তোমার জন্য মোরা পেলাম স্বাধীন বাংলাদেশ, হবে না কখনো কোনদিনও এই বাংলা শেষ।

 ২৩. মুজিব তোমার বর্জ্য কন্ঠে স্বাধীনতার ডাক বাজে, তোমার ডাকে সাড়া দিয়ে মুক্তিবাহিনী সাজে।

 ২৪. বাঙালি জাতির অবস্থা যখন ছিল তরুন, তখন দেশে উদয় হল মুজিব নামের তরুণ।

 ২৫. বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এই বাংলায় নির্মূল করেছে পাক  হায়েনার  শাসন ,বঙ্গবন্ধু বিজয়ের নাম এনেছিল এই দেশ পাক কাহিনীর ষড়যন্ত্রের করেছিল সব শেষ।

 ২৬. বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গড়বে সোনার দেশ,  ৭৫ এর রাতে তারা করলো সবই শেষ।

 ২৭. স্বাধীন আমরা হয়েছি ঠিক হারিয়েছি তাকে, বঙ্গবন্ধুকে আজও সবাই স্মরণ করে থাকে।

 ২৮. জন্ম হলো কচি খোকার টঙ্গীপাড়া গায়, মনটা তাহার সহজ-সরল স্বাধীনতা চায়।

 ২৯। বঙ্গবন্ধু তুমি শতাব্দীর সেরা নায়ক, বঙ্গবন্ধু তুমি চির মহান নেতা। বঙ্গবন্ধু তুমি বাংলার ইতিহাস, বঙ্গবন্ধু তুমি স্বাধীনতার বিপ্লবী গায়ক।

 ৩০. চাঁদ উঠলো, তারা উঠলো, সেই দেশে ছিল এক ছেলে। ছেলের  ছিল বুকে সাহস, সেই সাহসে আমরা পেলাম একটি দেশ, সেই ছেলেটির নাম ছিল শেখ মুজিবুর রহমান।

 ৩১. বঙ্গবন্ধু এমন একজন মানুষ যার কথা ইতিহাসের পাতায় পাতায় রয়েছে, বঙ্গবন্ধু এমন একজন মানুষ যার গর্জনে বাংলাদেশের স্বাধীনতা এসেছে।

 ৩২.তিন এককে তিন কেমনে করে শুধবে জাতি শেখ মুজিবুরের ঋণ!

 ৩৩ আগস্ট মানে একটি মুজিব হাজার ফুলের ঘ্রান, আগস্ট মানে বঙ্গবন্ধু বাংলাদেশের প্রাণ।

 ৩৪. আগস্ট মানে শোকের মিছিল বাংলা গানের শেষ, আগস্ট মানে স্বাধীন বাংলা শেখ মুজিবরের দেশ।

 ৩৫. তুমি মানে হাজার স্বপ্ন ভালো থাকার গান, তুমি মানে জাতির পিতা শেখ মুজিবুর রহমান।

 ৩৬. তুমি মানে বাংলাদেশ নতুন সূর্য ওঠা, তুমি মানে অনাহারীর মুখে খাবার জুটা।

 ৩৭. তুমি মানে বীর বাঙালির মনে চরম শক্তি, তুমি মানে পরাধীন জাতির স্বাধীনতার মুক্তি। তুমি মানে সবার প্রাণ জাতির অহংকার, তুমি মানে বাংলাদেশ পাকিস্তানের হার।

 ৩৮. সবুজ শ্যামল বনভূমি মাঠ নদীটির বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর।

 ৩৯. সোনার দেশের মাঠে মাঠে হলে সোনা ধান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবুরের হাসি।

 ৪০. শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর মনে হয় যেন শিশু হয়ে হাসে চির শিশু মুজিবর।

 ৪১. বলতে পারো কোন সে মানুষ শোষিত মিতা তিনি হলেন বঙ্গবন্ধু তিনি জাতির পিতা।

 ৪২. বাংলাদেশের নামের পাশে মুজিব অলংকার, তিনি হলেন এই বাঙালির শ্রেষ্ঠ অহংকার।

 ৪৩. আমি হব এই সমাজের জনগণের নেতা, সর্বসময় জনগণের বুঝবো দুঃখ ব্যথা। ন্যায়বিচারের প্রতীক হব এই সমাজের বুকে, হাসিমুখে থাকবে মানুষ কাঁদবে না আর দুখে।

৪৪. ধনী গরীব সবার জন্য সমান ভালোবাসা, সুখে সমাজ গড়বো আমি এটাই মনের আশা।

 ৪৫. সত্যরা সব থমকে দাঁড়ায় মিথ্যারা সব লাফায়, শেখ মুজিবুরের ভাষণ আজও এই ইতিহাসটা কাঁপায়।

 ৪৬. মজুর শ্রমিক সব মানুষের কষ্টে ভেজা ঘাম, বাংলাদেশের লাল সবুজে শেখ মুজিবুর রহমান।

 ৪৭. মুজিব মানে জেগে ওঠা যার যা কিছু আছে, মুজিব মানে মাথা উঁচু অত্যাচারীর কাছে।

 ৪৮. তোমার বুকের স্বপ্ন কুসুম ঘুম ভাঙিয়ে ফোটালো কে! টগ বগানো স্বাধীনতায় ইচ্ছে ঘোড়া  ছোটালো কে?

৪৯ আয়রে খোকা হায়রে খুকি দেখবি যদি আয়, মুজিব নামের ফুল ফুটেছে মধুমতির গায়।

 ৫০. ফুল ফুটেছে গাইছে পাখি গান, মুজিব আমার জাতির জনক মুজিব আমার প্রাণ।

 ৫১ ফুল ফুটেছে দেশটি জুড়ে সুভাষ সরায় বেশ, সেই ফুলটির নাম দিয়েছে সোনার বাংলাদেশ।

 ৫২. শেখ মুজিবুর বঙ্গবন্ধু জাতির জনক পিতা কৃষক শ্রমিক বৃদ্ধ শিশু গরিব দুঃখীর মিতা।

 ৫৩. সেই ছেলেটি বিশ্বজয়ী টুঙ্গিপাড়ার ছেলে, হাজার বছর খুঁজলে তবে এমন ছেলে মিলে।

 ৫৪   শুনবে তাহার গুণের কথা নেইকো যাহার শেষ, তাহার সাহসে আমরা পেলাম স্বাধীন বাংলাদেশ।

 ৫৫. মুজিব মানে আর কিছু না মুজিব মানে মুক্তি পিতার সাথে সন্তানের ওই না লেখা প্রেম চুক্তি।

 ৫৬. মুজিব মানে আর কিছু না মুজিব মানে শক্তি, গর্বিত শির বীর বাঙালির চিরকালের ভক্তি।

  ৫৭.তিনিই জাতির অগ্রপ্রতীক বাংলাদেশের প্রাণ লৌহ মানব একজনই শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধুকে নিয়ে স্ট্যাটাস

 

১. মানুষ মরে যায় আর রেখে যায় কর্ম, স্মৃতির তুমি জাগ্রত  চির সমুন্নত, বঙ্গবন্ধুর জাতির পিতা।

২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চেরভাষণটি ছিল ঐতিহাসিক দলি।

৩. যদি বঙ্গবন্ধু বেঁচে থাকত তাহলে বাংলাদেশ আরো আগেই একটি সুন্দর ও উন্নত দেশ হিসেবে গড়ে উঠতো।

৪. আমি সব কিছু ত্যাগ করতে পারলেও তোমাদের ভালোবাসা আমি কখনোই ত্যাগ করতে পারবোনা, এই ভাষণটি ছিল বন্ধু শেখ মুজিবুর রহমানের।

৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদ্রোহ ছিলেন না, তাকে সেই পথে যাওয়ার জন্য বাধ্য করা হয়েছিল।

৬. শেখ মুজিবুর রহমানের মত এরকম একজন সাহসী, তেজী এবং গতিশীল নেতা আর কখনো পাওয়া যাবে না। তিনি একজন মহান নেতা ছিলেন।

৭. শেখ মুজিবের কে হত্যা করার পর বাংলাদেশ একদমই নিঃস্ব হয়ে গেছে, এবং বিশ্ববাসীও একজন মহান সন্তানকে হারিয়ে ফেলেছে।

৮. যারা আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে তারা যেকোন জঘন্য কাজ করতেও পারে।

৯. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের একজন প্রথম শহীদ। তাই তিনি আমাদের কাছে চিরদিন অমর হয়ে থাকবে।

১০. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে আমাদের এই বাংলাদেশ কোনদিনও স্বাধীন হতো না। তিনি আমাদের জন্য গর্ব।

১১. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের কাছে শুধু একটি নামই নয়। তিনি আমাদের কাছে একটি প্রতিষ্ঠান ,একটি ইতিহাস এবং একটি সত্তা।

১২. এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধুর এই ভাষণটি শুনে পূর্ব পাকিস্তানের সমস্ত মানুষ জাগ্রত হয়ে উঠেছিল।

১৩. বঙ্গবন্ধুর একটা কথায় ছিল, দেশ থেকে সকল প্রকার  অন্যায়, অবিচার, জুলুম ,শোষণ এগুলো উচ্ছেদ করার দরকার হলে আমি আমার নিজের জীবন উৎসর্গ করে দিব।

১৪. প্রধানমন্ত্রী হওয়ার আমার কোন ইচ্ছা নাই। প্রধানমন্ত্রী আসে এবং যায়, কিন্তু দেশবাসী আমাকে যে ভালবাসা এবং সম্মান দিয়েছেন তা আমি কোনদিনও ভুলবো না। সারা জীবন মনে থাকবে।

১৫. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের ইতিহাসে কোন সাধারণ নেতা ছিলেন না। তিনি ছিলেন শিক্ষিত, অতি স্মার্ট ,সুদর্শন এবং দেশপ্রেমিক নেতা।

১৬.বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাংলাদেশে অন্যতম প্রধান রাজনৈতিক নেতা ছিলেন।

১৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশে প্রতিষ্ঠার সংগ্রামে অন্যতম ব্যক্তিত্ব পুরোধা ব্যক্তিত্ব এবং এ দেশের জাতির জনক হিসেবে বিবেচিত হয়।

১৮. বাঙালি জাতির শ্রেষ্ঠ পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯. তুমি সেদিন যদি না দিতে ভাষণ, আমরা ফিরে পেতাম না বাংলা মায়ের আসন।

২০. বঙ্গবন্ধু হচ্ছে সেই মানুষ যিনি আমাদের কে শিখিয়েছেন এ দেশকে ভালোবাসতে, দেশকে শত্রুর হাত থেকে রক্ষা করতে।

২১.  আমি হিমালয় দেখিনি কিন্তু একজনকে দেখেছি, তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুতে বিশ্বের মানুষ হারালও তাদের একজন মহান নেতাকে, আর আমি হারালাম একজন অকৃত্রিম বিশাল হৃদয়ের একজন বন্ধুকে।

২৩.বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের একজন ঐতিহ্যবাহী নেতা। তিনি আমাদের সাধারণ জনগণের মধ্যে একজন হিসেবে থাকতে ভালোবাসতেন।

 ২৪.  আজকে বেঁচে থাকলে একটা কথা বলতেন শুধু দেশ তো নিজের হয়ে গেছে কিন্তু দেশের মানুষ গুলো পর হয়ে গেল।

২৫. বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা যুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তাকে বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করা হয়।

২৬. বাংলার এই অসাংবাদিকতা নেতা আজীবন গরীব দুঃখী  মানুষের মুখে হাসি ফোটানোর অনেক চেষ্টা করেছেন। এদেশের গণমানুষের মুক্তির সংগ্রামে তিনি ছিলেন অগ্রনায়ক বীর সেনানী।

২৭.তুমি বাঙালির নেতা নও পেয়েছো বিশ্ব নেতার সম্মান, তুমি দিয়েছো স্বাধীনতা আর কন্যা দিয়েছে উন্নয়নশীল দেশের মর্যাদা।

২৮. তুমি না থাকলে এদেশ কখনো স্বাধীন হতো না, তুমি মহান নেতা, তুমি আমাদের দেশের গর্ব।

২৯. তিনি একজন শুধু নেতাই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষিত দেশপ্রেমিক সুদর্শন এবং অতি স্মার্ট একজন ভদ্র লোক।

৩০. সেদিন যদি তুমি না দিতে ভাষণ, আমরা ফিরে পেতাম না বাংলা মায়ের আসন।

৩১. আমি কখনোই বাংলার মানুষের কথা ভুলতে পারবো না, আমি সবকিছু হারাতে পারলেও এই বাংলার মানুষের ভালোবাসা কখনোই হারাতে পারবো না।

৩২.যদি বাংলার মানুষ পেট ধরে না খায়, যদি বাংলার মা বোনরা কাপড় না পড়ে তাহলে এ স্বাধীনতা আমার পূর্ণ হবে না। এই স্বাধীনতা আমার ব্যর্থ হয়ে যাবে।

৩৩. যে মানুষ যখন মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যায়, তখন তাকে কেউ মারতে পারে না।

৩৪. বঙ্গবন্ধু হচ্ছেন সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের প্রথম শহীদ। তিনি অমর, তিনি আমাদের গর্ব।

৩৫. আমি বাংলার মানুষের জন্য নিজের জীবনের স্বর্গ করে দিব। তবুও তাদের ভালোবাসা আমি হারাতে পারবো না।

৩৬. বঙ্গবন্ধু সব সময় একটা কথাই বলেছিলেন, যারা এই দেশের জন্য জীবন দিয়েছে এই শহীদদের রক্ত যেন কখনোই বৃথা না হয়।

৩৭. দীর্ঘ নয় মাস যুদ্ধের পর তার নেতৃত্বে বাংলার মানুষেরা অর্জন করেছি মহান স্বাধীনতা। তার এই অবদান বাংলার মানুষেরা আজীবন স্মরণ করে রাখবে।

Read More