মরণ নিয়ে স্ট্যাটাস - মৃত্যু নিয়ে আবেগ ঘন স্ট্যাটাস

মরণ নিয়ে স্ট্যাটাস – মৃত্যু নিয়ে আবেগ ঘন স্ট্যাটাস

মৃত্যু মানুষের জীবনে অনিবার্য। যে কোন সময় মৃত্যু আমাদের আলিঙ্গন করতে পারে। মৃত্যু হচ্ছে চরম সত্য যা প্রতিটি মানুষের জীবনে আসবে। এই চরম সত্যকে মেনে নিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। যেহেতু আমাদের মৃত্যু অনিবার্য তাই আমাদের জীবনকে সেই ভাবে পরিচালনা করা উচিত। যে জীবনে কোন প্রকার পাপ থাকবে না। যেখানে থাকবে সৃষ্টিকর্তার এবাদত ও মানুষের প্রতি ভালোবাসা সহানুভূতি।

কাছের মানুষের মৃত্যু সব সময় আমাদের বেশি আবেগ প্রবণ করে তোলে। কাছের মানুষের মৃত্যু হলে অনেকেই ফেসবুকে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন স্ট্যাটাস দিয়ে থাকে। আজকের এই পোস্টটি তে আমি নিয়ে এসেছি মরণ নিয়ে আবেগ ঘন স্ট্যাটাস ও মৃত্যু নিয়ে আবেগঘন স্ট্যাটাস। চলুন নীতি থেকে দেখে নেই সেই স্ট্যাটাসগুলো।

মরণ নিয়ে স্ট্যাটাস

১. মৃত্যুটা যে আমাদের খুব নিকটে আমরা হয়তো সেই কথা ভুলেই গেছি। পড়ে আছি দুনিয়ার লোভ-লালসা আর মজা, মাস্তিতে। হে আল্লাহ আপনি আমাদের সঠিক বুঝ দান করেন আমিন।

২ . মৃত্যু অনিবার্য সত্য এবং ভয়ংকর সুন্দর। একদিন তো মরেই যাব, কিন্তু তা জেনেও বিধাতার কাছে দীর্ঘকাল বেঁচে থাকার জন্য আকুতি বা প্রার্থনা প্রতিটা প্রাণেই বিদ্যমান।

 ৩ . মৃত্যুর যেমন নির্দিষ্ট কোন বয়স নেই, তেমনি নেই নির্দিষ্ট কোন কারণও। যেকোনো সময় যেকোনো বয়সে আমাদের মৃত্যু হতে পারে। তা থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না।

 ৪.  মৃত্যু আমাদের অতি সন্নি নিকটে। বেশি বেশি মৃত্যুকে ভয় করুন, আর সব সময় স্মরণ করুন মৃত্যুর কথা।

 ৫. যে ব্যক্তি মৃত্যুর কথা সবসময় ভাবে, তার জীবনের প্রতি কোন মমত্ববোধ জন্মে না। আমাদের প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।

 ৬.  সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করো। কারো সাথে খারাপ ব্যবহার করিও না, কাউকে কষ্ট দিও না। কার কখন মৃত্যু হয় কেউ বলতে পারবে না।

 ৭. মানুষ বেঁচে থাকলে কত অহংকার করে, কারণে-অকারণে বদলে যায়। আর মানুষ মরে গেলেই পচে যাবে।

৮. জীবন আর আর মৃত্যু দুই টাকেই স্বাভাবিক বলে মেনে নিতে হবে। কারণ জন্মিলে মরিতে হবেই এটাই নিয়ম।

 ৯. যারা মৃত্যুকে সব সময় স্মরণ করে এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য উত্তম রূপে প্রস্তুতি গ্রহণ করে তারাই সর্বাধিক বুদ্ধিমান।

১০.আমাদের জীবনের সব থেকে নির্মম একটি সত্য। আমাদের জীবন স্বয়ং আল্লাহতালা দান করেছেন আর তিনিই আমাদের মৃত্যু ঘটাবেন। আবার তিনিই আমাদের জীবিত করবেন।

১১. মৃত্যু আর ভালোবাসা হঠাৎ করেই হয়, একটি নিয়ে যায় মন, আরেকটি নিয়ে যায় জীবন।

 ১২. সে মানুষটা যখন তার নিজের কষ্ট গুলো কারো সাথে শেয়ার করতে পারেনা, তখন ভেবে নিতে হবে সে ভিতরে ভিতরে মারা যাচ্ছে।

মৃত্যু নিয়ে আবেগ ঘন স্ট্যাটাস

 ১৩.মৃত্যুর সময় কেউ কারো পাশে এসে থাকবে না। মৃত্যুর পরবর্তী জীবন একাই পাড়ি দিতে হবে। এর চেয়ে ভয়াবহ বোধ হয় আর কিছু হতে পারে না।

 ১৪. স্বপ্নটা কেমন ছিল তা ঘুম ভাঙ্গার পর বুঝা যায়। ঠিক তেমনি কাছের মানুষগুলো কেমন ছিল, তা হারিয়ে যাবার পর বুঝা যায়।

১৫. মৃত্যু আমাদের সবার গন্তব্য। কেউ কখনো এটা থেকে পালাতে পারেনি এবং সেটাই হওয়া উচিত, কারণ  মৃত্যুই সম্ভবত জীবনের অন্যতম বড় আবিষ্কার। এটা জীবনে পরিবর্তনের এজেন্ট।

১৬.মৃত্যু এমন একটা বিষয়,যা মানুষ কখনোই কামনা করে না। কিন্তু তারপরও প্রত্যেক মানুষের জীবনেই মৃত্যু আসবে। যার জীবন আছে তার মৃত্যু একদিন আসবেই।

১৭. যদি কেউ সৎ পথে জীবন চালিত করতে চায় এবং পরকালেও শান্তি চায়, তাহলে তাকে মৃত্যুর কথা মনে করতে হবে।

১৮. জীবনের প্রত্যেকটি মুহূর্তে যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করে সে কখনো খারাপ কাজ করতে পারে না। তার মধ্যে কোন লোভ লালসা থাকে না।

১৯. এই সমাজে যারা এখনো দিনের পথে না ঘুরে, অর্থের পিছনে ঘুরে তারা মনে হয় ভুলে গেছে একদিন তাদের মৃত্যুবরণ করতে হবে।

২০. মানুষ বড়ই আজব একটা প্রাণী। মৃত্যু সামনে দেখেও তারপরও টাকার পিছনে ছুটাছুটি করে।

মৃত্যু নিয়ে ইসলামিক স্ট্যাটাস

 ২১. হাজার কষ্ট বুকে চেপে রাখতে পারলেও প্রিয়জনের মৃত্যুর খবর শুনলে সবচেয়ে বেশি কষ্ট হয়।

২২.  সকলেই নিজের প্রিয়জনের মৃত্যুর সংবাদ শোনার আগে নিজের মৃত্যু আগে দেখতে চায়। কারণ প্রিয়জনের মৃত্যুর খবর কেউ মানতে পারে না এবং অনেক কষ্টকর।

২৩. যে ব্যক্তি মৃত্যুকে জীবনের বিপরীত মনে করে সে আসলেই ভুল। কারণ মৃত্যু আমাদের জীবনের একটি অংশ।

 ২৪. মৃত ব্যক্তিদের দেখে কখনো কাঁদা উচিত নয়। তখন ভাবতে হবে আমাদেরও এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। মৃত্যু আমাদের জন্য অবধারিত।

 ২৫. মানুষের মৃত্যুকে আমাদের প্রত্যেকটা মুহূর্তে মনে করিয়ে দেয় যে, আমাদেরও একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।  তাই  মৃত্যুকে আমাদের মেনে নিতে হবে।

 ২৬.যে ব্যক্তি মৃত্যুর কথা শুনলে ভয় পায় সে প্রকৃত মানুষ। কারণ জীবন মাত্রই একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে।

 ২৭. যে ব্যক্তির মধ্যে মৃত্যুর ভয় ঢুকে গেছে, তার জন্য দুনিয়ার দুঃখ কষ্ট সব সহ্য হয়ে গেছে।

 ২৮. আল্লাহ যদি কাউকে মারতে চান তাহলে দুনিয়ার কেউই তাকে বাধা দিয়ে রাখতে পারবে না। তাই মৃত্যু নিয়ে এত ভয় কেন, মরতে তো হবেই আমাদের একদিন।

প্রিয়জনের মৃত্যু নিয়ে স্ট্যাটাস

 ২৯. বড় ক্ষতি হয় তখন যখন একটা মানুষ বেঁচে থেকেও মরার অভিনয় করে। আসলে মৃত্যু আমাদের বড় ক্ষতি নয়। মৃত্যু একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে কিন্তু একটা সম্পর্ককে নয়।

 ৩০. ভীতুরা মরার আগে বারবার মরে যায়, কিন্তু সাহসীরা জীবনে একবারই মরে। প্রকৃত মানুষ তো তারাই যারা আত্মার মৃত্যুকে ভয় পায়, কিন্তু শারীরিক মৃত্যুকে নয়।

 ৩১. যদি জীবনে এবং আখিরাতে ভালো কিছু পাওয়ার আশা থাকে তাহলে বারবার মৃত্যুকে স্মরণ করুন।

 ৩২. আপনার জীবনে আনন্দটা যেমন হঠাৎ করে আসে, ঠিক তেমনি হঠাৎ করে একদিন মৃত্যু চলে আসবে। মৃত্যু যতটা  না ক্ষতিকর তার চেয়ে বেশি ক্ষতি করে হলো ভয়।

 ৩৩. মৃত্যু না হওয়া পর্যন্ত মানুষের চাওয়া পাওয়া ফুরায় না।

 ৩৪. আমরা সবাই একদিন না একদিন মারা যাবো। তাই আমাদের সবার উচিত, মরে যাওয়ার আগে কিছু ভালো কাজ করে যেতে। যেন পরবর্তীতে সবাই মনে রাখে।

 ৩৫. তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের ঘেরাও করবেই। তোমরা যদি সুদৃঢ় দুর্গের ভেতরে অবস্থান করো তবুও তোমাদের মরতে হবে।

 ৩৬. মৃত্যু ধীর গতি বা দ্রুত গতিতেই আসুক না কেন মৃত্যু জীবনে আসবেই। যার জীবন আছে তার মৃত্যুও আছে।

মৃত্যু নিয়ে ফেসবুক স্ট্যাটাস

 ৩৭. কি অদ্ভুত জীবন তাই না! মাটি থেকে আমরা সৃষ্টি, আবার মাটিতেই মিশে যাব। মানুষ মরে না মরে যায় তার দেহটা। মরে যাওয়ার এক মাসের মধ্যে আমাদের দেহ মাটিতে মিশে যাবে।

 ৩৮. তুমি দুনিয়াতে যত রূপ,সৌন্দর্য নিয়ে অহংকার করো না কেন ,মরে গেলেই তুমি শেষ। তোমার দেহ পচে যাবে রয়ে যাবে, শুধু তোমার ব্যবহার, ব্যক্তিত্ব।

৩৯. মৃত্যুর জন্য ভয় করা মানে তা থেকে পালিয়ে বেড়ানো নয়, বরং মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া। আমাদের বারবার মৃত্যুর কথা স্মরণ করতে হবে এবং মৃত্যুকে ভয় করতে হবে।

 ৪০.আমাদের মরতে যে হবে এটা সত্য! তাই আমরা বেশি বেশি আল্লাহর জন্য এবাদত করব। আল্লাহর কথা সব সময় স্মরণ করব।

 ৪১. মৃত্যুকে ভয় না করে, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন আমরা যেন সমাজের সাথে ভালো ব্যবহার এবং মানুষের পাশে দাঁড়িয়ে ইতিবাচক কিছু করে যেতে পারি, তাহলে মৃত্যুর পরেও সবার স্মৃতিতে অমর হয়ে থাকবো সারা জীবন।

৪২. মৃত্যু নিয়ে ভাবার একটা মুহূর্ত আমাদের নেই। আমাদের জীবনের  সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে এই মৃত্যু। আর আমাদের জীবনের সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মৃত্যুর সময়। আমরা মরবো এটা জানি! কিন্তু কখন মরবো এটা জানি না।

 ৪৩. মৃত্যু তো আপনার আমার পরম ঘনিষ্ঠ বন্ধু। সবাই দূরে সরে গেলেও, মৃত্যু একটু একটু করে আপনারা আমার কাছেই এগিয়ে আসবে।

 ৪৪. জীবনে সর্বশেষ শত্রু হলো মৃত্যু। সবার সাথে যুদ্ধ করে পারলেও মৃত্যুর সাথে যুদ্ধ করে আজ পর্যন্ত কেউ পারেনি।

 ৪৫. মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করে, কিন্তু জাহান্নাম থেকে নয়। অথচ মানুষ চেষ্টা করলেই জাহান্নাম থেকে বাঁচতে পারে, মৃত্যু থেকে নয়।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *