মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস, বাবার মৃত্যু নিয়ে স্ট্যাটাস

 বাবা হলে ছায়ার মতো। যে সব সময় তার সন্তানদের আগলে রাখে। কোন বিপদ আপদ তার সন্তানদের ওপর পড়তে দেয় না। সেই সব সময় ঢালের মত কাজে লাগে। যার বাবা আছে তার পুরো পৃথিবী আছে। যার বাবা নেই তার এই দুনিয়াতে কিছুই নেই। বাবার ভালোবাসার মতো নিঃস্বার্থ ভালোবাসা খুব কম পাওয়া যাবে। কেননা একমাত্র বাবা কখনো নিজেকে নিয়ে ভাবে না। সে সব সময় পরিবার ও সন্তানদের নিয়ে ভাবে।

সেই বাবা যদি মৃত্যুবরণ করে তাহলে সন্তানদের মাঝে কষ্টের ছায়া পড়ে। এ সময় সন্তানেরা সেই মৃত বাবাকে নিয়ে অনেক আবেগঘন স্ট্যাটাস ফেসবুকে দিয়ে থাকে। বাবার মৃত্যুতে সন্তানেরা মুখের কথা ও হাসি হারিয়ে ফেলে। আমি এখানে মৃত বাবাকে নিয়ে অসাধারণ কিছু স্ট্যাটাস তুলে ধরেছি। এখানে আপনি পাবেন মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস ও বাবার মৃত্যু নিয়ে স্ট্যাটাস।

মৃত বাবাকে নিয়ে স্ট্যাটাস

১. বাবা হারানো মানে মাথার উপর থেকে ছাদ হারিয়ে হারিয়ে ফেলা। যার বাবা নেই সেই বুঝে বাবা হারানোর বেদনা।

২. বাবা আজ তোমায় অনেক মনে পড়ে, তোমাকে অনেক মিস করতেছি।

৩. বাবা হারানোর কষ্ট কাউকে বলে বোঝানো যায় না আর সহ্য করাও যায় না।

 ৪. বাবা তোমার ভালোবাসা গুলো আজ আমায় অনেক মনে পড়ে। তোমার শাসনগুলো অনেক মিস করি।

৫. নিঃস্বার্থ ভালোবাসা কাকে বলে, একমাত্র বাবা বেঁচে থাকলেই তা বুঝা যায়।

৬. বাবা তোমাকে কোনদিনও ভুলতে পারবো না,  দোয়া করি তুমি ওপারে গিয়ে অনেক ভালো থেকো।

 ৭. বাবা তোমাকে ঘামতে দেখেছি কিন্তু কোনদিন কাঁদতে দেখিনি।

৮. বাবা সেই দিনগুলোর কথা আজ ভীষণ মনে পড়ে, খুব ইচ্ছা করে তোমার কাছে ছুটে যেতে।

৯. পৃথিবীতে হতভাগা তো সেই ছেলে, যার বাবা জীবিত থাকা অবস্থায় সেই ছেলে জান্নাত নিশ্চিত করতে পারলো না। তার মত হতভাগা এই পৃথিবীতে আর কোন মানুষ নেই।

১০. যদি ভালোবাসার তুলনা করতে চান তাহলে হসপিটালে গিয়ে পড়ে থাকুন, তখন দেখতে পারবেন বাবা-মা ছাড়া কেউই পাশে নাই।

১১. বাবা এমন একজন ব্যক্তি যিনি নিজের কষ্টকে প্রাধান্য না দিয়ে সন্তানের সকল ইচ্ছা পূরণ  করে থাকেন।

 ১২. বাবা এমন একজন ব্যক্তি যিনি সন্তানের সকল দুঃখ কষ্ট এবং বিপদ আপদ থেকে রক্ষা করেন।

 ১৩. বাবা এমন একজন ব্যক্তি তিনি সন্তানের ভবিষ্যৎ নিয়ে সবসময় চিন্তাভাবনা করে, যেভাবে হোক সন্তানকে ভালো একটা কিছু করে দিতে হবে।

 ১৪. আমার বাবা আমার কাছে সেরা একজন বন্ধু, তিনি আমার একজন আইডল। এবং তিনি আমার একজন আদর্শবান পিতা।

১৫. সৃষ্টিকর্তার পক্ষ থেকে আমাকে দেওয়া শ্রেষ্ঠ উপহার হলো আমার বাবা। তোমার ঋণ কোনদিন শোধ করতে পারব না।

১৬. আমি নিজেও কোনদিন বোঝার চেষ্টা করিনি তুমি আমাকে কতটা ভালবেসেছ। তোমার মৃত্যুর পর আজ আমি তোমার ভালোবাসা বুঝতে পেরেছি। তোমার ভালোবাসা এখন ভীষণ মিস করি।

১৭. বাবা তোমার মত আজ কেউই আমাকে শাসন করে না,  তোমার দেওয়া বকুনিগুলো আজ খুব মনে পড়ছে।

১৮. তোমরা যাই করো না কেন কোনদিনও বাবা মাকে দুঃখ কষ্ট দিও না, কারণ বাবা মাকে দুঃখ কষ্ট দিলে আল্লাহ তাআলাও কষ্ট পান।

১৯.বাবা তার প্রত্যেক সন্তানকে সব সময় আগলে রাখেন এবং সকল বাধা বিপত্তি থেকে সাহায্য করেন।

২০. বাবা হল এমন একজন মানুষ যিনি নিজে কষ্ট করে শুধু সন্তানদের মুখে হাসি ফোটানোর জন্য। তারা সবসময় সন্তানের কল্যাণ চায়।

 ২১. বাবাই এমন একজন মানুষ যে কখনোই সন্তানকে বলে না আমি তোমাকে ভালোবাসি। কিন্তু তারা তা কাজে দেখিয়ে দেন যে আমাদের কতটা ভালোবাসে। তাদের ভালোবাসা অপরিসীম।

 ২২. বাবা মানে বট গাছের ছায়ার মত। যিনি সন্তানকে সব সময় এই উত্তাপ থেকে আগলে রাখে বা রক্ষা করে।

 ২৩. একজন পিতা তার সন্তানের যে অবদান রাখে তা কোন দিনই হিসাব করে বের করা যাবে না। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে একজন সন্তানকে বড় করে তোলেন।

 ২৪. বাবা শব্দটা দুই অক্ষরের হলেও এর বিশালতা সাগরের চেয়েও গভীর।

 ২৫. আজ আমি অনেক ভাগ্যবান আমার একজন আদর্শ বাবা রয়েছে। পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের বাবা নেই, আর তাদের মত হতভাগা আর কেউ নেই।

বাবার মৃত্যু নিয়ে স্ট্যাটাস

 ২৬. বাবা পড়তে বসলে খুব ভীষণ মনে পড়ে তোমার কথা, তুমি তখন বলতে খুব মনোযোগ দিয়ে পড়ো ভালো কিছু করতে হবে। আর আজ এই কথা বলার মত কেউ নেই।

 ২৭. খাবার খেতে গেলে তোমার কথা মনে পড়ে বাবা। তোমার নিজের পাতের খাবার যখন আমায় তুলে দিতে আর বলতে বাবা তুমি খাও বেশি করে।

  ২৮.বাবা তুমি কোথায় হারিয়ে গেলে, আজ তোমার ছেলে তোমার জন্য কাঁদছে। কতদিন হলো তোমায় দেখিনি দুচোখ ভরে, তোমার দেখার খুব ইচ্ছে হচ্ছে।

 ২৯. সেই সন্তানগুলি খুবই হতভাগা, যার বাবা বেঁচে থাকা অবস্থায় তার জন্য খেদমত করল না। তার মানে সেই সন্তান তার জান্নাত হারালো। যদি আপনার বাবা বেঁচে থাকে তাহলে কখনোই আপনি এই ভুলগুলো করবেন না।

 ৩০. পৃথিবীতে সবচেয়ে হতভাগা তো সেই সন্তান যার বাবা বেঁচে থাকা অবস্থায় সে জান্নাত নিশ্চিত করতে পারল না।

৩১. বাবা আজ তোমাকে দেখার জন্য আমার হৃদয়টা ছটফট করছে। কেন তুমি আমায় ছেড়ে চলে গেলে, আর এই অবুঝ মনটা বারবার তোমার কথায় মনে পড়ছে।

৩২. মেঘের উপরে তো আর নেট থাকে না, তাই হয়তো আর বাবার ফোনটা আমার কাছে আর আসে না। বাবা না থাকার যন্ত্রণাটা সে বোঝে যার বাবা আজ নেই।

৩৩. বাবা তোমাকে আমি কতটা ভালবাসি তা নিজেও জানি না। তুমি একজন শুধু মানুষই নও, তোমার মধ্যে রয়েছে এক বিশালত্তের অদ্ভুত মায়াবী প্রকাশ মান।

৩৪. বাবা তুমি আমার জন্য একটা বড় উপহার।  আমি যখনই খারাপ পথে পা দিয়েছি তখনি তোমার শাসন বা ভালোবাসা দিয়ে আমাকে সেই পথ থেকে উদ্ধার করে এনেছো। খুব ভালোবাসি বাবা তোমায়।

৩৫. বাবা যখন তুমি ছিলে তখন তোমার গুরুত্ব একটুও বুঝতে পারিনি। আজ তুমি বেঁচে নেই এখন ঠিকই বুঝতে পারি তোমার গুরুত্বটা।

৩৬.  বাবা তুমি সব সময় আমাদের ছায়ার মত আগলে রাখতে এখন আর কেউ নেই আমাদের আগলে রাখার জন্য।

৩৭. বাবা এমন একজন জিনিস তিনি হাজার কষ্ট করে পরিশ্রম করে আমাদের পরিবারকে বাঁচিয়ে রেখেছেন। নিজের সবকিছু বিসর্জন দিয়ে আমাদের ভালো রাখার চেষ্টা করেছেন। আজ বাবা তোমাকে জানাই হাজার সালাম।

৩৮. একজন বাবার হৃদয় হলো প্রকৃতির এক অপার স্থান। তাদের ভালোবাসা তুলনা বলে করে শেষ করা যাবে না।

৩৯. যেকোনো পুরুষই বাবা হতে পারে, কিন্তু একজন প্রকৃত বাবা হতে হলে তার মধ্যে কিছুটা বিশেষত্ব দরকার। যা সব বাবার মধ্যে  এই গুণটা থাকে না।

 ৪০. একজন বাবা তার সন্তানকে ঠিক ততটাই ভালো বানাতে চান যতটা ভালো তিনি হতে চেয়েছিলেন।

৪১. একজন প্রকৃত বাবা তার সমস্ত ইচ্ছা গুলোকে চাপা দিয়ে তার সন্তানের ইচ্ছা গুলোকে পূরণ করার চেষ্টা করেন।

 ৪২. একজন বাবা যতই তার সন্তানের ওপর রাগ দেখান না কেন, সন্তানের কোন ভুল হলে তিনি তার হৃদয় থেকে মাফ করে দেন।

 ৪৩. পৃথিবীতে কেউ অমর নয়। সবাইকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে।কিন্তু তবুও খুব কষ্ট লাগে তুমি আমাদের মাঝ থেকে চলে গেছে। এটাই যে প্রকৃতির নিয়ম।

 ৪৪. তোমার দেখানো আদর্শ গুলো মেনে চলি এখনো। ওপারে ভালো থাকো বাবা।

 ৪৫. এই পৃথিবীতে সবাই তোমাকে ভালোবাসবে, কিন্তু সেই ভালোবাসার মাঝে কিছু না কিছু প্রয়োজন লুকিয়ে থাকে। এর মধ্যে এমন একজন ব্যক্তি আছে যে কোন প্রয়োজন ছাড়াই তোমাকে অনেক বেশি ভালোবেসে যাবে সেটা হলো বাবা।

 ৪৬. আমার বাবা আমার কাছে একজন নায়ক ছিল। আমার যখন যা প্রয়োজন তখন তিনি তা পূরণ করার চেষ্টা করেছেন। সবসময় আমাকে সাপোর্ট দিয়ে গেছেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে তিনি অনুসরণীয় ছিলেন।

 ৪৭. বাবা তোমার মত ধৈর্যশীল ব্যক্তি এই পৃথিবীতে আর কেউ নেই। আকাশ পরিমাণ ধৈর্য নিয়ে তুমি আমার সব সমস্যা সমাধানের রাস্তা দেখিয়ে দিয়েছো। তুমি আমার শুধু একজন বাবা নও, একজন বেস্টফ্রেন্ডও।

 ৪৮. বাবা কতদিন হলো তোমাকে দেখি না। নিজের জীবন বিনষ্ট করে সন্তানের জীবন সুন্দর করে গড়ে তোলা লোকটাই হল বাবা।

 ৪৯. যদি তোমার বাবা বেঁচে থাকে তাহলে আজ তুমি পূর্ণ, আর যদি তোমার বাবা না থেকে থাকে তাহলে তুমি অপূর্ণ।

 ৫০. প্রিয় বাবা আরেকটা বার আমার কাছে ফিরে আসা যায় না, সূর্যের তাপটা যে এখন সোজা মাথায় এসে পড়ে।

 ৫১. বাবা তুমি আমাকে সব সময় শিখিয়ে গিয়েছে শক্ত হয়ে লড়াই করার জন্য আজ আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ।

Read More 

Hosting Partner